কলকাতা, 1 অগস্ট: দীর্ঘ সময় পর অবশেষে অবস্থান উঠল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের ৷ ফি বৃদ্ধির প্রতিবাদে বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতি দুপুর পর্যন্ত 26 ঘণ্টা ঘেরাও করা হয়েছিল উপাচার্য নির্মাল্য নারায়ণ চক্রবর্তীকে ৷ তাঁকেও মুক্ত করলেন পড়ুয়ারা ৷
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এসএফআই ইউনিটের সেক্রেটারি বিতান ইসলাম বলেন, "18 জুলাই অ্যাডভাইজারি কমিটি আমাদের সঙ্গে বৈঠক করে, তখন ফি 178 শতাংশ বাড়ানোর প্রস্তাব দেয় ৷ এই ফি বৃদ্ধির প্রতিবাদে আমরা অবস্থানে বসেছিলাম ৷ দ্বিতীয়ত, কর্তৃপক্ষকে সরাসরি সাধারণ ছাত্রছাত্রীদের সঙ্গে এসে কথা বলতে হবে ৷ কোনও অ্যাডভাইজারি কমিটি আমাদের সঙ্গে কথা বললে, তা মানছি না ৷ এই দাবিতে আমরা 18 জুলাই থেকে অবস্থান করছিলাম ৷"
বুধবার সন্ধ্যায় উপাচার্যকে ঘেরাও প্রসঙ্গে এসএফআই নেতা বলেন, "গতকাল সন্ধ্যা 7টা থেকে আমরা ভিসিকে ঘেরাও করি ৷ চূড়ান্ত রেকমেন্ডেশন রিপোর্ট যাতে আমাদের হাতে দেওয়া হয়, সেই দাবিতে আমরা ছাত্রছাত্রীরা উপাচার্যের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম ৷ তিনি আমাদের সঙ্গে বসে তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন ৷ এ নিয়ে লিখিত আশ্বাস চেয়েছিলাম ৷ উপাচার্য দিতে রাজি হননি ৷ এরপর তাঁকে ঘেরাও করে এসএফআই ৷ আজ দুপুর 2টো পর্যন্ত ঘেরাও ছিল ৷ শেষ 26 ঘণ্টার ঘেরাওয়ের চাপে পড়ে এই অ্যাডভাইজারি কমিটির সেক্রেটারি আমাদের জানান, স্থায়ী ভিসা না থাকার কারণে, এই ফি বাড়ানো হচ্ছে না ৷ 2024-25 শিক্ষাবর্ষে যে ফি বাড়ানোর কথা বলা হয়েছিল, তা রদ করা গিয়েছে আন্দোলনের চাপে ৷"
তবে আন্দোলন এখানেই থামছে না, জানালেন এসএফআই ইউনিটের সচিব বিতান ইসলাম ৷ তিনি বলেন, "বর্তমানে বিশ্ববিদ্যালয়ে কোনও স্থায়ী উপাচার্য নেই ৷ তাই এখনই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে কোর্সের ফি বৃদ্ধি হচ্ছে না ৷ কিন্তু আমাদের এই আন্দোলন চলবে ৷ কারণ পরে স্থায়ী উপাচার্য এলে ফের এই ফি বৃদ্ধি হতে পারে ৷"
প্রসঙ্গত, প্রায় 14 বছর পর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ফি বৃদ্ধি হচ্ছিল ৷ ভর্তির জন্য প্রায় 4 হাজার টাকা লাগত ৷ কিন্তু নতুন ফি হিসাবে তা বেড়ে হচ্ছিল 7 হাজার 200 টাকা ৷ আর টিউশন ফি-এর সঙ্গে ল্যাব এবং প্রথম সেমিস্টার বাবদ যেখানে প্রায় 900 টাকা লাগত, তা এবার বেড়ে হওয়ার কথা ছিল প্রায় 2 হাজার 100 টাকা ৷ কিন্তু সেখানেই প্রশ্ন তুলেছিল বাম ছাত্র সংগঠন ৷ যে আর্থিক ঘাটতি রয়েছে তা সরকারের থেকে কেন নেওয়া হচ্ছে না ? তার সঙ্গে প্রাক্তন উপাচার্য অনুরাধা লুইয়া যে অর্থ মুখ্যমন্ত্রী থেকে আগে নিয়েছিলেন তার হিসাব কী হল ?