মেদিনীপুর, 18 জুলাই: ভোররাতে বিধ্বংসী আগুন ! গ্যাস সিলিন্ডারের ফেটে মৃত্যু হল 8 বছরের বালকের ৷ ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহরের কোতোয়ালি থানার অন্তর্গত রাঙামাটি গেট বাজারে । আগুন পুড়ে ছাই হয়ে গিয়েছে 6টি দোকান । দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মেদিনীপুর শহরের গেট বাজারে ভোররাতে হঠাৎই ভয়াবহ আগুন লেগে যায় । মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় বাজারের মধ্যে থাকা পাঁচ থেকে ছয়টি দোকান । আগুন লাগার খবর পেয়েই ছুটে আসে এলাকার মানুষ । এই আগুনের জেরে একটি দোকানে থাকা গ্যাসের সিলিন্ডার ফেটে বিস্ফোরণ ঘটে । ওই গ্যাস সিলিন্ডারের টুকরো ছিটকে এসে লাগে আট বছরের একটি কিশোরের গায়ে । ঘটনায় গুরুতর আহত হয় সে ৷ দ্রুত তাকে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় ৷ তবে চিকিৎসকেরা ওই কিশোরকে মৃত বলে ঘোষণা করেন ৷
কিশোরের মৃত্যুর খবরে এলাকায় শোকেরা ছায়া নেমে এসেছে ৷ মৃত শিশুর দাদু টুলু রানা বলেন," গভীর রাতে যখন আগুন ধরে যায় তখন আমরা ঘর থেকে বেরিয়ে আসি । ওই আগুন থেকে মিষ্টির দোকানে থাকা একটি গ্যাস সিলিন্ডার ফেটে যায় ৷ এরপরই সেই সিলিন্ডারের টুকরো ছিটকে এসে আমার নাতির গায়ে লাগে ৷ তাতেই মৃত্যু হয় আমার নাতির ।"
আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন । ওই দুটি ইঞ্জিনের কয়েক ঘণ্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় ৷ তবে ঘটনায় ব্যাপক ক্ষতি হয়েছে বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে । দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে ৷
স্থানীয় বাসিন্দা বর্ণালী বেরার কথায়, ভোররাতে সবাই যখন অঘোরে ঘুমোচ্ছিলাম ঠিক সেই সময় আগুন লেগে যায় একটি দোকানে । সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বাকি দোকানগুলিতে । এরপর দোকানে থাকা গ্যাসের সিলিন্ডার ফেটে আরও আগুন ছড়িয়ে পড়ে এবং সেই সিলিন্ডারের টুকরো ছিটকে পড়ে এক বালকের ওপর । এই ঘটনার পর তাকে গুরুতর আহত অবস্থায় নিয়ে যাওয়া হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে । সেখানে চিকিৎসকেরা বালকটিতে মৃত ঘোষণা করে । যদিও এই ঘটনার পিছনে সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ ক্ষতিয়ে দেখছে মেদিনীপুরের জেলা প্রশাসন । ঘটনাস্থলে পুলিশ বাহিনীর সঙ্গে রয়েছেন প্রশাসনের আধিকারিকরা ।