দাসপুর, 15 ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের দাসপুরে বাস দুর্ঘটনা ৷ বাসের চাকা খুলে রাজ্য সড়কেই উলটে গেল বাস ৷ আহত একাধিক যাত্রী। খবর পাওয়া মাত্র দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। যাত্রীদের উদ্ধার করতে ছুটে আসেন স্থানীয়রা। তারাই এসে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাতসকালে ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের কলোড়া এলাকায়। একটি যাত্রীবাহী বাস ঘাটাল থেকে পাঁশকুড়ার দিকে যাচ্ছিল ৷ সেই সময় দাসপুর থানার কলোড়া এলাকায় বাসের পেছনের একটি চাকা আচমকাই খুলে যায়। বাসের চাকা খুলে যাওয়ায় রাজ্য সড়কের উপরেই পালটি খায় যাত্রী বোঝাই বাসটি। অপরদিকে পাঁশকুড়া থেকে একটি পিকআপ ভ্যান ঘাটালের দিকে আসছিল। বাস দুর্ঘটনার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ওই পিকআপ ভ্যানে ধাক্কা মারে ৷ ফলে সেটি রাস্তার পাশে নয়ানজুলিতে পড়ে যায়। তবে বাসটির দুটি চাকা কীভাবে খুলে গেল, তা খতিয়ে দেখছে পুলিশ ৷
প্রত্যক্ষদর্শী দেবাশিস রুইদাস বলেন, "সকালে একটি যাত্রীবাহী বাস ঘাটাল থেকে পাঁশকুড়ার দিকে যাচ্ছিল ৷ বিপরীত দিক থেকে একটি পিকআপ ভ্যান আসছিল ৷ বাসটির আচমকা দুটি চাকা খুলে যায় ৷ সেটি উলটে যায় রাস্তার উপরেই ৷ বাসে অনেক যাত্রী ছিলেন ৷ তাঁদের মধ্যে অনেকে আহত হন৷ তড়িঘড়ি তাঁদের পাঠানো হয়েছে হাসপাতালে ৷"
খবর পাওয়া মাত্রই পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছনই আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো সম্ভব হয় ৷ পুলিশ ও স্থানীয় বাসিন্দারা এসে বাস থেকে যাত্রীদের উদ্ধার করেছে। আহত যাত্রীদের সকলকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয় ৷ ওই বাসে মুলত মাছ, দুধ, সবজি-সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের বিক্রেতারা যাত্রী হিসাবে ছিলেন।
আরও পড়ুন:
1. নিয়ন্ত্রণ হারিয়ে ভাতারে উলটে গেল যাত্রীবাহী বাস, মৃত 1; আহত বহু
2. শতাব্দীপ্রাচীন ছাপাখানা আজ ইতিহাস! আক্ষেপ ও হতাশার সুর কর্মীদের
3. 'পুলিশ-প্রশাসন কি চোখ বন্ধ রেখেছে'? সন্দেশখালিকাণ্ডে মুখ বন্ধ রাখলেও ক্ষুব্ধ বিচারপতি গঙ্গোপাধ্যায়