ETV Bharat / state

খেলছিল পরিত্যক্ত গাড়িতে ! আচমকা আগুনে ঝলসে গেল চার শিশু - DURGAPUR FIRE INCIDENT

গাড়ির পুরনো যন্ত্রাংশ নিয়ে খেলা করছিল ওরা ৷ কারও বয়স 6 । কারও আবার 8 ৷ হঠাৎই আগুন লাগে ৷ ঝলসে গেল চার শিশু ৷

DURGAPUR FIRE INCIDENT
কাঁকসায় আগুনে ঝলসে গেল চার শিশু (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 13, 2024, 6:08 PM IST

Updated : Nov 13, 2024, 6:42 PM IST

দুর্গাপুর, 13 নভেম্বর: গাড়িতে ইঞ্জিন ছিল না। বনেটের তলায় খেলতে গিয়ে বুধবার আগুনে ঝলসে গেল চার শিশু। ব্যাপক চাঞ্চল্য কাঁকসার কাওয়ারিপট্টি এলাকায়। বুধবার দুপুর তিনটে নাগাদ কাঁকসার রাইস মিল রোডে ঘটনাটি ঘটে। আশঙ্কাজনক অবস্থায় দুই শিশুকে দুর্গাপুর মহকুমা হাসপাতলে এবং বাকি দুই শিশুকে বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। জখম শিশুদের বয়স 6 থেকে 8 বছরের মধ্যে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাওয়ারিপট্টি এলাকায় একটি পুরনো বোলেরো গাড়ি দাঁড়িয়ে ছিল। তাতে ছিল না ইঞ্জিন। পানাগড় রাইস মিল রোডের বাসিন্দা ওই 4 শিশু গাড়ির বনেটের নীচে খেলা করছিল। তখনই আগুন লাগে ৷ দুই শিশুর শরীরে আগুন লেগে যায়। আরও দুই শিশু সেখান থেকে বেরনোর চেষ্টা করলে তারাও আটকে যায়। চিৎকার শুনে ছুটে আসেন এলাকার বহু মানুষ। তাঁরা কোনওরকমে 4 শিশুকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

আচমকা আগুনে ঝলসে গেল চার শিশু (ইটিভি ভারত)

আহতরা হল, বছর আটেকের আরুশি সাউ, বছর পাঁচেকের আয়ুষ সাউ বছর ছ'য়েকের শিবা সিং এবং বছর পাঁচেকের গোলু সিং। স্থানীয় পঞ্চায়েত সদস্য জিতেন্দ্র পাশওয়ান বলেন, "পুরনো বোলেরোর বনেটের নিচে প্রায় দিনই বাচ্চারা খেলা করে। আজ আচমকা আগুন লেগে যায় ৷ বাচ্চারা আগুনে ঝলসে যায়। আমরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি। তবে গাড়িটি কার তা এখনও জানা যায়নি। পুলিশ তদন্ত করে দেখছে।"

আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি কাঁকসা সুমন কুমার জয়সওয়াল বলেন, "প্রাথমিকভাবে জানতে পেরেছি পুরনো গাড়ির নিচে আগুন নিয়ে খেলতে গিয়ে এই ঘটনা। এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না তা জানতে তদন্ত শুরু হয়েছে।"

দুর্গাপুর, 13 নভেম্বর: গাড়িতে ইঞ্জিন ছিল না। বনেটের তলায় খেলতে গিয়ে বুধবার আগুনে ঝলসে গেল চার শিশু। ব্যাপক চাঞ্চল্য কাঁকসার কাওয়ারিপট্টি এলাকায়। বুধবার দুপুর তিনটে নাগাদ কাঁকসার রাইস মিল রোডে ঘটনাটি ঘটে। আশঙ্কাজনক অবস্থায় দুই শিশুকে দুর্গাপুর মহকুমা হাসপাতলে এবং বাকি দুই শিশুকে বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। জখম শিশুদের বয়স 6 থেকে 8 বছরের মধ্যে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাওয়ারিপট্টি এলাকায় একটি পুরনো বোলেরো গাড়ি দাঁড়িয়ে ছিল। তাতে ছিল না ইঞ্জিন। পানাগড় রাইস মিল রোডের বাসিন্দা ওই 4 শিশু গাড়ির বনেটের নীচে খেলা করছিল। তখনই আগুন লাগে ৷ দুই শিশুর শরীরে আগুন লেগে যায়। আরও দুই শিশু সেখান থেকে বেরনোর চেষ্টা করলে তারাও আটকে যায়। চিৎকার শুনে ছুটে আসেন এলাকার বহু মানুষ। তাঁরা কোনওরকমে 4 শিশুকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

আচমকা আগুনে ঝলসে গেল চার শিশু (ইটিভি ভারত)

আহতরা হল, বছর আটেকের আরুশি সাউ, বছর পাঁচেকের আয়ুষ সাউ বছর ছ'য়েকের শিবা সিং এবং বছর পাঁচেকের গোলু সিং। স্থানীয় পঞ্চায়েত সদস্য জিতেন্দ্র পাশওয়ান বলেন, "পুরনো বোলেরোর বনেটের নিচে প্রায় দিনই বাচ্চারা খেলা করে। আজ আচমকা আগুন লেগে যায় ৷ বাচ্চারা আগুনে ঝলসে যায়। আমরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি। তবে গাড়িটি কার তা এখনও জানা যায়নি। পুলিশ তদন্ত করে দেখছে।"

আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি কাঁকসা সুমন কুমার জয়সওয়াল বলেন, "প্রাথমিকভাবে জানতে পেরেছি পুরনো গাড়ির নিচে আগুন নিয়ে খেলতে গিয়ে এই ঘটনা। এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না তা জানতে তদন্ত শুরু হয়েছে।"

Last Updated : Nov 13, 2024, 6:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.