ETV Bharat / state

যথেষ্ট নয় চালকদের বিশ্রাম ! শিয়ালদার বিশ্রাম কক্ষকে এবার ঢেলে সাজাল রেল কর্তৃপক্ষ - New Facilities for Loco Pilots - NEW FACILITIES FOR LOCO PILOTS

Modern RestRoom for Loco pilot and Engineer in Sealdah: লোকো পাইলট এবং ইঞ্জিনিয়ারদের জন্য নয়া উদ্যোগ রেলের ৷ পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনে চালক এবং ইঞ্জিনিয়ারদের বিশ্রামের ব্যবস্থাকে সাজানো হল । এবার ডর্মের পরিবর্তে কিউবিকল ব্যবস্থা করা হল ।

Modern Rest Room
চালকদের জন্য নয়া বিশ্রাম ঘর (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 9, 2024, 4:55 PM IST

কলকাতা, 9 জুলাই: একের পর এক রেল দুর্ঘটনায় যাত্রী নিরাপত্তায় রেলের ভঙ্গুর পরিকাঠামোর দিকে আঙুল উঠেছে বারবার ৷ প্রশ্ন উঠেছে রেলের প্রযুক্তিগত ত্রুটি নিয়েও ৷ সেইসঙ্গে লোকো পাইলটদের অতিরিক্ত মানসিক চাপের মধ্যে কাজ করতে হচ্ছে বলে এধরনের বিপত্তি ঘটেছে বলেও অভিযোগ উঠেছে একাধিকবার ৷ এবার লোকো পাইলট ও ইঞ্জিনিয়ারদের বিশ্রামের পাশাপাশি শান্তিপূর্ণ পরিবেশে পর্যাপ্ত ঘুমের বিষয়ে নজর দিল পূর্ব রেল ৷

নতুন সাজে শিয়ালদায় চালকদের বিশ্রাম কক্ষ (ইটিভি ভারত)

পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনে চালক এবং ইঞ্জিনিয়ারদের বিশ্রামের ব্যবস্থাকে এবার ঢেলে সাজানো হল। এতদিন চালকদের বিশ্রামের জন্য ছিল ডরমিটরি। কিন্তু এই ব্যবস্থাকে পরিবর্তন করে কিউবিকল করা হয়েছে। একই ঘরে অনেকে বিশ্রাম নিলে অন্যদের ঘুমের বা বিশ্রামের ব্যাঘাত যাতে না ঘটে, তাই এই নতুন ব্যবস্থা । কিউবিক্যাল থেকে শুরু করে ডাইনিং রুম ও ড্রাইভারদের বাতানুকূল রিডিং রুমেরও ব্যবস্থা করা হয়েছে ।

মোট 4টি বিশ্রাম কক্ষ রয়েছে। এক একটি কক্ষ বা কিউবিক্যালে দুটো করে বিছানা রয়েছে। পুরুষদের জন্য মোট 16টি বিছানা রয়েছে । এছাড়াও রয়েছে ডাইনিং রুম। এই সমস্ত খাবারের উপর রয়েছে ভর্তুকি ৷ সেইসঙ্গে মহিলা চালক ও ইঞ্জিনিয়ারদের জন্য একটি কক্ষ রয়েছে ৷ যেখানে 8 জন বিশ্রাম নিতে পারবেন । সেই ঘরেও রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা। বিশ্রাম কক্ষের সঙ্গেই রয়েছে ডাইনিং রুম ও মহিলাদের জন্য শৌচালয়।

এছাড়াও লোকো পাইলটদের জন্য ঝা চকচকে মেডিটেশন ও যোগা কক্ষও। এখানে অল্প আলোয় মন সংযোগ করে যেমন ধ্যান করা যাবে, তেমনই সার দিয়ে পাতা গালিচা ও যোগা ম্যাটে যোগাসনও করা যাবে। শিয়ালদার ডিআরএম দীপক নিগম জানিয়েছেন, আগে এখানে এই কক্ষটি ছিল কিন্তু কোনও প্রশিক্ষক ছিলেন না ৷ তাই চালকরা এই কক্ষে এসে নিজেদের মত ধ্যান করার চেষ্টা করতেন ৷ তবে এবার একজন প্রশিক্ষক থাকায় তাঁদের অনেকটাই সুবিধা হবে ।

কলকাতা, 9 জুলাই: একের পর এক রেল দুর্ঘটনায় যাত্রী নিরাপত্তায় রেলের ভঙ্গুর পরিকাঠামোর দিকে আঙুল উঠেছে বারবার ৷ প্রশ্ন উঠেছে রেলের প্রযুক্তিগত ত্রুটি নিয়েও ৷ সেইসঙ্গে লোকো পাইলটদের অতিরিক্ত মানসিক চাপের মধ্যে কাজ করতে হচ্ছে বলে এধরনের বিপত্তি ঘটেছে বলেও অভিযোগ উঠেছে একাধিকবার ৷ এবার লোকো পাইলট ও ইঞ্জিনিয়ারদের বিশ্রামের পাশাপাশি শান্তিপূর্ণ পরিবেশে পর্যাপ্ত ঘুমের বিষয়ে নজর দিল পূর্ব রেল ৷

নতুন সাজে শিয়ালদায় চালকদের বিশ্রাম কক্ষ (ইটিভি ভারত)

পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনে চালক এবং ইঞ্জিনিয়ারদের বিশ্রামের ব্যবস্থাকে এবার ঢেলে সাজানো হল। এতদিন চালকদের বিশ্রামের জন্য ছিল ডরমিটরি। কিন্তু এই ব্যবস্থাকে পরিবর্তন করে কিউবিকল করা হয়েছে। একই ঘরে অনেকে বিশ্রাম নিলে অন্যদের ঘুমের বা বিশ্রামের ব্যাঘাত যাতে না ঘটে, তাই এই নতুন ব্যবস্থা । কিউবিক্যাল থেকে শুরু করে ডাইনিং রুম ও ড্রাইভারদের বাতানুকূল রিডিং রুমেরও ব্যবস্থা করা হয়েছে ।

মোট 4টি বিশ্রাম কক্ষ রয়েছে। এক একটি কক্ষ বা কিউবিক্যালে দুটো করে বিছানা রয়েছে। পুরুষদের জন্য মোট 16টি বিছানা রয়েছে । এছাড়াও রয়েছে ডাইনিং রুম। এই সমস্ত খাবারের উপর রয়েছে ভর্তুকি ৷ সেইসঙ্গে মহিলা চালক ও ইঞ্জিনিয়ারদের জন্য একটি কক্ষ রয়েছে ৷ যেখানে 8 জন বিশ্রাম নিতে পারবেন । সেই ঘরেও রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা। বিশ্রাম কক্ষের সঙ্গেই রয়েছে ডাইনিং রুম ও মহিলাদের জন্য শৌচালয়।

এছাড়াও লোকো পাইলটদের জন্য ঝা চকচকে মেডিটেশন ও যোগা কক্ষও। এখানে অল্প আলোয় মন সংযোগ করে যেমন ধ্যান করা যাবে, তেমনই সার দিয়ে পাতা গালিচা ও যোগা ম্যাটে যোগাসনও করা যাবে। শিয়ালদার ডিআরএম দীপক নিগম জানিয়েছেন, আগে এখানে এই কক্ষটি ছিল কিন্তু কোনও প্রশিক্ষক ছিলেন না ৷ তাই চালকরা এই কক্ষে এসে নিজেদের মত ধ্যান করার চেষ্টা করতেন ৷ তবে এবার একজন প্রশিক্ষক থাকায় তাঁদের অনেকটাই সুবিধা হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.