ETV Bharat / state

কয়লাপাচার মামলায় 'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, লোকসভা ভোটের আগে দিল্লিতে ডাক নয় - Abhishek Banerjee ED Summon

Abhishek Banerjee: স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ বিষয়টি সোশাল মিডিয়ায় জানিয়েছেন কুণাল ঘোষ ৷ দিল্লিতে ইডি অভিষেককে তলব করতে পারবে না ৷

ETV Bharat
সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন অভিষেক
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 20, 2024, 12:38 PM IST

Updated : Mar 20, 2024, 1:30 PM IST

নয়াদিল্লি, 20 মার্চ: সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ 10 জুলাইয়ের আগে তাঁকে দিল্লিতে ডেকে পাঠানো যাবে না ৷ বুধবার নির্দেশে জানিয়েছে সুপ্রিম কোর্ট ৷ এই খবরটি সোশাল মিডিয়ায় নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন তৃণমূলের প্রাক্তন মুখপাত্র কুণাল ঘোষ ৷ আসন্ন লোকসভা নির্বাচন পর্যন্ত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কয়লাকাণ্ডে দিল্লিতে তলব করতে পারবে না ইডি ৷ বুধবার এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷

কয়লাপাচার মামলায় ইডি একাধিকবার অভিষেক ও তাঁর স্ত্রী রুজিরাকে তলব করেছে ৷ দিল্লিতে গিয়েও হাজিরা দিয়েছেন তাঁরা ৷ এদিকে লোকসভা নির্বাচন আসন্ন ৷ তৃণমূল সূত্রের খবর, এই নির্বাচন চলাকালীন ইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায়, হেনস্থা করে ৷ এমন আশঙ্কা করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

এই মামলায় বুধবার দেশের শীর্ষ আদালত যে রায় দিয়েছে, তাতে অনেকটাই স্বস্তি পেলেন তিনি । এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি বেলা এম ত্রিপাঠী স্পষ্ট করে জানিয়েছেন, আগামী 10 জুলাই পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে তলব করা যাবে না ৷ ওই দিনই সুপ্রিম কোর্টে এই মামলায় পরবর্তী শুনানি রয়েছে ৷

এই সময় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চাইলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কলকাতায় তলব করতে পারেন ৷ সে বিষয়ে কোনও বিধি নিষেধ জারি করা হয়নি ৷ ডায়মন্ড হারবারের সাংসদের আবেদন ছিল, তাঁকে যেন দিল্লিতে ডেকে নির্বাচন চলাকালীন হেনস্থা না করা হয় ৷ এদিন সে বিষয়ই রায় দিয়েছে দেশের শীর্ষ আদালত ৷

প্রসঙ্গত, কয়লা কেলেঙ্কারিতে আগেও একাধিকবার দিল্লিতে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠানো হয়েছে ৷ লোকসভা নির্বাচন চলাকালীন তিনি ভোটের কাজে ব্যস্ত থাকবেন ৷ তাই তাঁর পক্ষে এই সময় দিল্লিতে গিয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়া সম্ভব হবে না ৷ আর সেই কারণে এই আবেদন জানিয়েছিলেন অভিষেক ৷ তার হয়ে সুপ্রিম কোর্টে সাওয়াল করছিলেন প্রবীণ আইনজীবী কপিল সিবাল ৷

আরও পড়ুন:

  1. নির্বাচনী সভা থেকে সুকান্তকে খোলা চ্যালেঞ্জ, মুখোমুখি বসার আহ্বান অভিষেকের
  2. তৃণমূলের উচ্ছিষ্টদের প্রার্থী করার অপেক্ষায় বিজেপি, কটাক্ষ অভিষেকের
  3. বিজেপিকে মানুষ ভোট দিলেও রায় মাথা পেতে নেবেন, নারায়ণগড়ে দাঁড়িয়ে বললেন অভিষেক

নয়াদিল্লি, 20 মার্চ: সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ 10 জুলাইয়ের আগে তাঁকে দিল্লিতে ডেকে পাঠানো যাবে না ৷ বুধবার নির্দেশে জানিয়েছে সুপ্রিম কোর্ট ৷ এই খবরটি সোশাল মিডিয়ায় নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন তৃণমূলের প্রাক্তন মুখপাত্র কুণাল ঘোষ ৷ আসন্ন লোকসভা নির্বাচন পর্যন্ত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কয়লাকাণ্ডে দিল্লিতে তলব করতে পারবে না ইডি ৷ বুধবার এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷

কয়লাপাচার মামলায় ইডি একাধিকবার অভিষেক ও তাঁর স্ত্রী রুজিরাকে তলব করেছে ৷ দিল্লিতে গিয়েও হাজিরা দিয়েছেন তাঁরা ৷ এদিকে লোকসভা নির্বাচন আসন্ন ৷ তৃণমূল সূত্রের খবর, এই নির্বাচন চলাকালীন ইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায়, হেনস্থা করে ৷ এমন আশঙ্কা করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

এই মামলায় বুধবার দেশের শীর্ষ আদালত যে রায় দিয়েছে, তাতে অনেকটাই স্বস্তি পেলেন তিনি । এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি বেলা এম ত্রিপাঠী স্পষ্ট করে জানিয়েছেন, আগামী 10 জুলাই পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে তলব করা যাবে না ৷ ওই দিনই সুপ্রিম কোর্টে এই মামলায় পরবর্তী শুনানি রয়েছে ৷

এই সময় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চাইলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কলকাতায় তলব করতে পারেন ৷ সে বিষয়ে কোনও বিধি নিষেধ জারি করা হয়নি ৷ ডায়মন্ড হারবারের সাংসদের আবেদন ছিল, তাঁকে যেন দিল্লিতে ডেকে নির্বাচন চলাকালীন হেনস্থা না করা হয় ৷ এদিন সে বিষয়ই রায় দিয়েছে দেশের শীর্ষ আদালত ৷

প্রসঙ্গত, কয়লা কেলেঙ্কারিতে আগেও একাধিকবার দিল্লিতে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠানো হয়েছে ৷ লোকসভা নির্বাচন চলাকালীন তিনি ভোটের কাজে ব্যস্ত থাকবেন ৷ তাই তাঁর পক্ষে এই সময় দিল্লিতে গিয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়া সম্ভব হবে না ৷ আর সেই কারণে এই আবেদন জানিয়েছিলেন অভিষেক ৷ তার হয়ে সুপ্রিম কোর্টে সাওয়াল করছিলেন প্রবীণ আইনজীবী কপিল সিবাল ৷

আরও পড়ুন:

  1. নির্বাচনী সভা থেকে সুকান্তকে খোলা চ্যালেঞ্জ, মুখোমুখি বসার আহ্বান অভিষেকের
  2. তৃণমূলের উচ্ছিষ্টদের প্রার্থী করার অপেক্ষায় বিজেপি, কটাক্ষ অভিষেকের
  3. বিজেপিকে মানুষ ভোট দিলেও রায় মাথা পেতে নেবেন, নারায়ণগড়ে দাঁড়িয়ে বললেন অভিষেক
Last Updated : Mar 20, 2024, 1:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.