সন্দেশখালি, 1 জুন: ভোট আসে ভোট যায় । কিন্তু, ভোটাররা আর ভোট দিতে পারেন না । গত 10-12 বছরের চেনা এই ছবি এ বার বদলাল সন্দেশখালিতে । দু-একটি ঘটনা ছাড়া সকাল থেকে এখনও পর্যন্ত সেখানে মোটের উপর শান্তিপূর্ণ ভাবেই ভোট চলছে ৷ মহিলাদের লাইন বেশ দীর্ঘ । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, 2011 সালে রাজ্যে ক্ষমতার পালাবদলের পর থেকে ভোটাধিকার প্রয়োগ কার্যত উঠে গিয়েছিল সন্দেশখালিতে ।
স্থানীয়দের অভিযোগ, 2011 সাল থেকেই শেখ শাহজাহানের নেতৃত্বে শাসকদল তৃণমূলের ছোট-বড়-মাঝারি মাপের নেতারা এলাকায় দাপিয়ে বেড়াতেন । যাঁদের ভয়ে কম্মপান ছিল আমজনতা । কেউ প্রতিবাদ করার সাহস পাননি । ফলে, তাঁদের ঘেরাটোপে প্রতিনিয়ত ক্ষুণ্ণ হয় সাধারণ মানুষের 'গণতান্ত্রিক অধিকার'। স্থানীয়দের অভিযোগ, 34 বছরের বাম সরকার পতনের পর থেকেই সন্দেশখালির অধিকাংশ মানুষ নিজের ভোট দিতে পারেন না । কিন্তু, এ বার সেই চোখরাঙানি, ভয় উপেক্ষা করে ভোটের লাইনে দাঁড়িয়েছেন এলাকাবাসী । বুথে ঢুকে নিজের ভোট নিজে দিলেন তাঁরা । হাতের আঙুলে কালি লাগিয়ে ইভিএমে পছন্দের প্রার্থীর নামের পাশের বোতাম টিপলেন ভোটাররা ।
সন্দেশখালির 'বাঘ' শেখ শাহজাহান গ্রেফতার হয়েছেন । তাঁর অন্যতম দুই সাগরেদ শিবু হাজরা, উত্তম সরদারও কারাবন্দি ৷ এদের নিচুতলার নেতারা এই পরিস্থিতিতে দাপট দেখানো কমিয়ে ঘাপটি মেরে রয়েছেন বলে খবর । ফলে এ বার বসিরহাট লোকসভার অন্তর্গত সন্দেশখালি 1 ও 2 ব্লকে শান্তিপূর্ণ ভোট চলছে ।
এখনও পর্যন্ত উল্লেখযোগ্য কোনও অভিযোগ তোলেননি এই দ্বীপ অঞ্চলের মানুষ । তাঁরা এ বার নিজের ভোট নিজে দিতে পেরে খুশি । তাঁদের বক্তব্য, এর আগে ভোট নিয়ে অশান্তি খুব একটা না-হলেও নিজের ভোট নিজে দিতে পারতেন না । এ বার সেই ঘটনা ঘটেনি । আগামীতেও যাতে এই শান্তিপূর্ণ ব্যবস্থা সন্দেশখালিতে বজায় থাকে সেই দাবি তুলছেন স্থানীয়রা ।
এ দিকে, বসিরহাট লোকসভার সিপিআইএমের প্রার্থী নিরাপদ সর্দার আজ খুলনা গ্রাম পঞ্চায়েতের 170 নং বুথে ভোট দিলেন । সন্দেশখালির কর্ণখালি আদিবাসী স্কুলের 171 নং বুথে ভোট দিলেন বিজেপি প্রাথী রেখা পাত্র । তিনি বলেন, "জীবনে আমি নিজে প্রথম ভোট দিলাম । আর সন্দেশখালির মা-বোনেরাও নিজেরা প্রথম ভোট দিচ্ছেন ।"
অন্যদিকে, বসিরহাট লোকসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী নিরাপদ সর্দারের বুথ এজেন্টকে এ দিন বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে । ধাক্কা দিয়ে এজেন্টকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ । হাসনাবাদের পাটলিখানপুর পঞ্চায়েতের অন্তর্গত 61 নং বুথের ঘটনা । পরে সিপিআইএম প্রার্থী নিরাপদ সর্দার নিজে এসে এজেন্টকে নিয়ে গিয়ে বুথে বসিয়ে দেন ।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরে বসিরহাট লোকসভার সন্দেশখালিতে উত্তেজনা চলছে । স্থানীয়দের অনেকেই ভয়ে সিঁটিয়ে আছেন । মুখ খুলতে চাইছেন না অনেকে । যাঁরা মুখ খোলার সাহস দেখাচ্ছেন, তাঁদের অনেকেই আবার ভোট পরবর্তী হিংসার দুশ্চিন্তায় ভুগছেন । তবে এতদিন পর গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে খুশি সন্দেশখালি ৷