ETV Bharat / state

শুধু গণপিটুনি নয়, মারধরে ভিডিয়ো করে ধৃত পড়ুয়ারা; ইরশাদ কাণ্ডে দাবি পুলিশের - Bowbazar Lynching Incident - BOWBAZAR LYNCHING INCIDENT

Bowbazar Lynching Incident: ইরশাদকে মারধরের সময় নিজেদের ফোনে নির্মম অত্যাচারের ভিডিয়ো করেছিল বেশ কয়েকজন পড়ুয়া ৷ ধৃতদের জেরা করে এমনটাই দাবি কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের ৷

Bowbazar Lynching Incident
নির্মম অত্যাচারের ভিডিয়ো ফোনে রেকর্ড করে অভিযুক্তরা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 2, 2024, 7:21 PM IST

কলকাতা, 2 জুলাই: বউবাজারের ছাত্রাবাসে ইরশাদ আলমকে কেবল নির্মমভাবে মারধর নয়, অত্যাচারের মুহূর্ত ক্যামেরাবন্দিও করেছিল বেশ কয়েকজন পড়ুয়া ৷ তদন্তে নেমে এমনটাই দাবি লালবাজারের ৷ জানা গিয়েছে, ধৃতদের থেকে মোট সাতটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছেন কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা।

ফোনগুলি এবার ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে ৷ পাশাপাশি মঙ্গলবার ফের মৃত টিভি মেকানিকের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। এছাড়াও সংশ্লিষ্ট ছাত্রাবাসের বেশ কয়েকজন নিরাপত্তারক্ষী এবং কয়েকজন কর্মীকেও জিজ্ঞাসাবাদ করে তাঁদের বয়ান নথিভুক্ত করা হয়েছে লালবাজারের তরফে ।

গত শুক্রবার মোবাইল চোর সন্দেহে এক যুবককে বউবাজারের নির্মলচন্দ্র স্ট্রিটের উদয়ন হস্টেলে ঢুকিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে কয়েকজন পড়ুয়ার বিরুদ্ধে। পরে তাঁর মৃত্যু হয় ৷ বেলগাছিয়ার বাসিন্দা মৃত যুবক ইরশাদ আলম পেশায় টিভি মেকানিক ছিলেন ৷ চোর সন্দেহে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ ৷

গণপিটুনিতে হত্যার ঘটনার তদন্তে নেমে কলকাতা পুলিশ 14 জন অভিযুক্তকে গ্রেফতার করেছে । এই ঘটনায় ধৃত 14 জনকে পৃথক পৃথকভাবে জেরা করে তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছেন, ইরশাদকে হস্টেলের ভেতরে এনে বেধড়ক মারধর করা হয় ৷ সেই মারধরের দৃশ্য আবার ফোনে ক্যামেরাবন্দিও করা হয় ৷ সেটি করে ছাত্রাবাসের বেশ কয়েকজন পড়ুয়া ।

যুবককে 'পিটিয়ে' হত্যার ঘটনায় উদয়ন হস্টেল থেকে ইতিমধ্যে নমুনা সংগ্রহ করেছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা । সোমবার দুপুর দেড়টা নাগাদ তাঁরা ওই ছাত্রাবাসে আসেন । ফরেন্সিক দলের সঙ্গে ছিল বউবাজার ও মুচিপাড়া থানার পুলিশ । মূলত একাধিক জিনিসপত্র নিয়ে ফরেন্সিক বিশেষজ্ঞরা ছাত্রাবাসের ভিতরে ঢোকেন । ছাত্রাবাসের ভিতরে ছাত্রদের ব্যবহার করা বিছানার চাদর থেকে একাধিক ক্রিকেট ব্যাট ও রক্ত মাখা লাঠি সংগ্রহ করে নিয়ে যান তাঁরা ।

কলকাতা, 2 জুলাই: বউবাজারের ছাত্রাবাসে ইরশাদ আলমকে কেবল নির্মমভাবে মারধর নয়, অত্যাচারের মুহূর্ত ক্যামেরাবন্দিও করেছিল বেশ কয়েকজন পড়ুয়া ৷ তদন্তে নেমে এমনটাই দাবি লালবাজারের ৷ জানা গিয়েছে, ধৃতদের থেকে মোট সাতটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছেন কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা।

ফোনগুলি এবার ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে ৷ পাশাপাশি মঙ্গলবার ফের মৃত টিভি মেকানিকের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। এছাড়াও সংশ্লিষ্ট ছাত্রাবাসের বেশ কয়েকজন নিরাপত্তারক্ষী এবং কয়েকজন কর্মীকেও জিজ্ঞাসাবাদ করে তাঁদের বয়ান নথিভুক্ত করা হয়েছে লালবাজারের তরফে ।

গত শুক্রবার মোবাইল চোর সন্দেহে এক যুবককে বউবাজারের নির্মলচন্দ্র স্ট্রিটের উদয়ন হস্টেলে ঢুকিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে কয়েকজন পড়ুয়ার বিরুদ্ধে। পরে তাঁর মৃত্যু হয় ৷ বেলগাছিয়ার বাসিন্দা মৃত যুবক ইরশাদ আলম পেশায় টিভি মেকানিক ছিলেন ৷ চোর সন্দেহে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ ৷

গণপিটুনিতে হত্যার ঘটনার তদন্তে নেমে কলকাতা পুলিশ 14 জন অভিযুক্তকে গ্রেফতার করেছে । এই ঘটনায় ধৃত 14 জনকে পৃথক পৃথকভাবে জেরা করে তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছেন, ইরশাদকে হস্টেলের ভেতরে এনে বেধড়ক মারধর করা হয় ৷ সেই মারধরের দৃশ্য আবার ফোনে ক্যামেরাবন্দিও করা হয় ৷ সেটি করে ছাত্রাবাসের বেশ কয়েকজন পড়ুয়া ।

যুবককে 'পিটিয়ে' হত্যার ঘটনায় উদয়ন হস্টেল থেকে ইতিমধ্যে নমুনা সংগ্রহ করেছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা । সোমবার দুপুর দেড়টা নাগাদ তাঁরা ওই ছাত্রাবাসে আসেন । ফরেন্সিক দলের সঙ্গে ছিল বউবাজার ও মুচিপাড়া থানার পুলিশ । মূলত একাধিক জিনিসপত্র নিয়ে ফরেন্সিক বিশেষজ্ঞরা ছাত্রাবাসের ভিতরে ঢোকেন । ছাত্রাবাসের ভিতরে ছাত্রদের ব্যবহার করা বিছানার চাদর থেকে একাধিক ক্রিকেট ব্যাট ও রক্ত মাখা লাঠি সংগ্রহ করে নিয়ে যান তাঁরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.