কলকাতা, 20 অগস্ট: এবার কি উলটো সুরে গাইছেন তৃণমূল কংগ্রেসের আরেক রাজ্যসভার সাংসদ ? আরজি কর হাসপাতালে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনায়, এবার সুখেন্দুশেখর রায়ের মতোই ভিন্ন সুর শোনা গেল তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকারের গলায় ৷ রাজ্য থেকে পেরিয়ে সুপ্রিম কোর্ট, আরজি কর কাণ্ডে যখন সবার নিশানায় সন্দীপ ঘোষ, তখনই কোনও রাখঢাক না-করে আরজি করের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে মুখ খুললেন তিনি ৷
প্রাক্তন আমলা হলেও জহর সরকার এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ । এদিন সোশাল মিডিয়া এক্স হ্যান্ডেলে তিনি সরাসরি প্রশ্ন তুললেন সন্দীপ ঘোষকে নিয়ে । তাঁর বিরুদ্ধে অনেক আগেই ব্যবস্থা নেওয়া উচিত ছিল বলে ক্ষোভের সুর শোনা গিয়েছে জহর সরকারের গলায় ৷ আরজি কর নিয়ে ওঠা আর্থিক তছরুপের অভিযোগের তদন্তে রাজ্য সরকার সিট গঠন করেছে ৷ তবে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আগেই ব্যবস্থা নেওয়ার প্রয়োজন ছিল বলে মত তাঁর ৷
সমাজ মাধ্যমে কী লিখেছেন জহর সরকার ?
তিনি লিখেছেন, "জেনে ভালো লাগল যে, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আমলের দুর্নীতি ও আর্থিক তছরুপের তদন্তে সিট গঠন করা হয়েছে । এটা আগেই করা উচিত ছিল । অবিলম্বে তাঁকে সাসপেন্ড করা হোক ।" এই বার্তায় তৃণমূল সাংসদ সিট গঠনের সময় নির্ধারণ নিয়ে প্রশ্ন তুলেছেন ।
আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে বর্তমানে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ শাসকদলের অন্দরেও তাঁকে নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে । দলের মধ্যে থেকেই অনেকে আরজি কর-কাণ্ড নিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন ৷ এই ঘটনায় নগরপালের গ্রেফতারি চাওয়ার পরই লালবাজারের তরফে তলব করা হয় তৃণমূলের রাজ্যসভার আরেক সাংসদ সুখেন্দুশেখর রায়কে ৷ আর এবার ক্ষুব্ধদের তালিকায় যোগ হল জহর সরকারের নাম ৷
একজন প্রাক্তন আমলা হিসেবে ঘটনাপ্রবাহ সম্পর্কে অনেকটাই ওয়াকিবহাল জহর সরকার ৷ ফলে এই অবস্থায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে তাঁর পোস্ট যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ৷ যদিও তৃণমূল সাংসদদের এই বক্তব্যের পর দলের তরফ থেকে কী প্রতিক্রিয়া জানানো হয়, সেটাই এখন দেখার ।