কলকাতা, 22 জুন: রাজ্য সরকারকে চিঠি দিল রাজভবন । রাজ্যপাল সিভি আনন্দ বোসের সচিব-সহ তিনটি শূন্যপদে নিয়োগের জন্য নবান্নকে চিঠি দিল রাজভবন কর্তৃপক্ষ । এর আগেও বার তিনেক একই কারণে চিঠি পাঠানো হয়েছে রাজভবনের তরফে । স্বাভাবিকভাবে আগের বারের মতো এবারও এই চিঠি গুরুত্ব পাবে কি না, সেই বিষয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে রাজভবনের তরফে ।
রাজভবন সূত্রের খবর, নবান্ন কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার বিভাগকে চিঠি দেওয়া হয়েছে রাজভবনের পক্ষ থেকে । চিঠিতে রাজ্যপালের সচিবের জন্য একজন দক্ষ আইএএস এবং তিন জন ডবলুবিসিএস আধিকারিক নিয়োগের কথা জানানো হয়েছে, জানা গিয়েছে ৷ প্রসঙ্গত, 'হাতে খড়ি' বিতর্কের পর রাজ্যপালের তৎকালীন সচিব আইএএস নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে দেওয়া হয় । 2023 সালের ফেব্রুয়ারি মাসে তাঁকে সরিয়ে দেওয়ার পর সরিয়ে দেওয়া হয় রাজ্যপালের প্রেস সচিব শেখর বন্দোপাধ্যায়কে ৷ তারপরই শুরু হয় নবান্ন-রাজভবন সংঘাত ।
সংঘাত এতটাই প্রবল হয় যে, বাইরে থেকে নিজের পছন্দের আধিকারিকদের নিয়ে এসে সচিবালয়ে নিয়োগ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । কিন্তু প্রায় দেড় বছর পর সেই ধারাকে বদলাতে এবার নতুন করে তাঁর সচিব এবং তিন জন ডবলুবিসিএসকে নিয়োগ করার দাবি জানালেন রাজ্যপাল ৷ তবে রাজ্য প্রশাসনের কাছে আধিকারিকদের ফাঁকা শূন্যপদে নিয়োগের দাবি করলেও কলকাতা পুলিশকে রাজভবন থেকে সরানো নিয়ে নিজের সিদ্ধান্তেই অনড় রাজ্যের সাংবিধানিক প্রধান । এই মর্মে রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিকা এবং স্বরাষ্ট্র সচিব-সহ কলকাতা পুলিশ কমিশনারকে চিঠিও দেওয়া হয়েছে রাজভবনের তরফে ৷ এই নিয়ে আরও চরমে পৌঁছেছে রাজ্যপাল-রাজ্য সরকার সংঘাত বলে মত ওয়াকিবহাল মহলের একাংশের ৷