ETV Bharat / state

নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হলেও এখনই ঘূর্ণিঝড়ের অশনি সংকেত দিচ্ছে না হাওয়া অফিস - West Bengal Weather Update - WEST BENGAL WEATHER UPDATE

WB Weather Report: কয়েকদিন আগে বঙ্গে আগাম বর্ষাকালের পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর ৷ কিন্তু বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলেও রাজ্যে তার প্রভাব পড়ার আভাস এখনই দিতে নারাজ হাওয়া অফিস ৷ নিম্নচাপের প্রভাবে রাজ্যে বৃষ্টির পূর্বাভাস দিলেও এখনই ঘূর্ণিঝড়ের কোনও সতর্কতা দিতে রাজি নয় আলিপুর আবহাওয়া দফতর ৷

WB Weather Report
বঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 22, 2024, 7:46 AM IST

Updated : May 22, 2024, 10:00 AM IST

আবহাওয়াবিদ সোমনাথ দত্ত (ইটিভি ভারত)

কলকাতা, 22 মে: মেঘলা আকাশ ৷ কিন্তু তা সত্ত্বেও সেভাবে দেখা মিলছে না বৃষ্টির ৷ নিম্নচাপের অনুকূল পরিস্থিতি বঙ্গোপসাগরে তৈরি হলেও রাজ্যে তার প্রভাব পড়ার আভাস পাওয়া যায়নি। এমনকী আবহাওয়াবিদরা, ঘনীভূত নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড় আসার পূর্বাভাসও এখনই দিতে নারাজ । 25 মে, শনিবার ষষ্ঠ দফার ভোট রয়েছে রাজ্যে । এই দফায় মেদিনীপুরের ভোট রয়েছে। শনিবার সেখানে ভারী বৃষ্টির সতর্কতা থাকলেও নির্বাচনে প্রভাব ফেলবে কি না, তা নিয়েও সরাসরি কিছু বলেনি আলিপুর আবহাওয়া অফিস ।

সোমনাথ দত্ত বলেন, "22 মে রাজ্যে কোনও কমলা সতর্কতা নেই ৷ তবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুত-সহ বৃষ্টিপাত, সঙ্গে ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে । 23 মে অর্থাৎ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে । তবে ঝোড়ো হাওয়ার কোনও সতর্কতা নেই । উত্তরবঙ্গে আগামিকাল কোনও সতর্কতা নেই । 24 মে, শুক্রবারও একই পরিস্থিতি থাকবে । দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুত-সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকলেও উত্তরবঙ্গে কোনও সতর্কবার্তা নেই।"

সেইসঙ্গে তিনি আরও বলেন, "25 মে, শনিবার দক্ষিণবঙ্গজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত এবং ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে । ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পূর্ব মেদিনীপুর এবং দুই 24 পরগনায় । পূর্বমেদিনীপুরে ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাসের সতর্কতা রয়েছে । 26 মে, রবিবার একই পরিস্থিতি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে । উপকূলবর্তী জেলা দুই 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে রবিবার ।" সুতরাং মেঘলা আকাশে বৃষ্টির পরিস্থিতি তৈরির আশায় অস্বস্তিকর গরমে খানিক স্বস্তি মিলতে পারে । আবহাওয়াবিদরা বলছেন বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি এবং মেঘলা আকাশ গরমের অস্বস্তি বাড়িয়ে দিয়েছে। একমাত্র বৃষ্টিতেই এর থেকে মুক্তি পাওয়া সম্ভব ।

আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, গত 24 ঘণ্টায় ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে বঙ্গে । তবে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে । মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, দমকা হাওয়া এমনকি কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস ছিল । উত্তরবঙ্গের মালদা ও দুই দিনাজপুরে জারি করা হয়েছিল কমলা সতর্কতাও ৷ কিন্তু তার কোনওটাই হয়নি ৷ বরং বিক্ষিপ্ত বৃষ্টিতে বাতাসে ঠাণ্ডার ছোঁয়া মিললেও ভ্যাপসা গরমের অস্বস্তি দূর হয়নি ।

মঙ্গলবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.3 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম । বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 90 শতাংশ এবং সর্বনিম্ন 59 শতাংশ । আজ, বুধবার দিনের আকাশ আংশিক মেঘলা । বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কয়েকটি জেলায় রয়েছে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 35 ডিগ্রি এবং 28 ডিগ্রির আশেপাশে থাকার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ।

আরও পড়ুন:

আবহাওয়াবিদ সোমনাথ দত্ত (ইটিভি ভারত)

কলকাতা, 22 মে: মেঘলা আকাশ ৷ কিন্তু তা সত্ত্বেও সেভাবে দেখা মিলছে না বৃষ্টির ৷ নিম্নচাপের অনুকূল পরিস্থিতি বঙ্গোপসাগরে তৈরি হলেও রাজ্যে তার প্রভাব পড়ার আভাস পাওয়া যায়নি। এমনকী আবহাওয়াবিদরা, ঘনীভূত নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড় আসার পূর্বাভাসও এখনই দিতে নারাজ । 25 মে, শনিবার ষষ্ঠ দফার ভোট রয়েছে রাজ্যে । এই দফায় মেদিনীপুরের ভোট রয়েছে। শনিবার সেখানে ভারী বৃষ্টির সতর্কতা থাকলেও নির্বাচনে প্রভাব ফেলবে কি না, তা নিয়েও সরাসরি কিছু বলেনি আলিপুর আবহাওয়া অফিস ।

সোমনাথ দত্ত বলেন, "22 মে রাজ্যে কোনও কমলা সতর্কতা নেই ৷ তবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুত-সহ বৃষ্টিপাত, সঙ্গে ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে । 23 মে অর্থাৎ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে । তবে ঝোড়ো হাওয়ার কোনও সতর্কতা নেই । উত্তরবঙ্গে আগামিকাল কোনও সতর্কতা নেই । 24 মে, শুক্রবারও একই পরিস্থিতি থাকবে । দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুত-সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকলেও উত্তরবঙ্গে কোনও সতর্কবার্তা নেই।"

সেইসঙ্গে তিনি আরও বলেন, "25 মে, শনিবার দক্ষিণবঙ্গজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত এবং ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে । ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পূর্ব মেদিনীপুর এবং দুই 24 পরগনায় । পূর্বমেদিনীপুরে ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাসের সতর্কতা রয়েছে । 26 মে, রবিবার একই পরিস্থিতি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে । উপকূলবর্তী জেলা দুই 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে রবিবার ।" সুতরাং মেঘলা আকাশে বৃষ্টির পরিস্থিতি তৈরির আশায় অস্বস্তিকর গরমে খানিক স্বস্তি মিলতে পারে । আবহাওয়াবিদরা বলছেন বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি এবং মেঘলা আকাশ গরমের অস্বস্তি বাড়িয়ে দিয়েছে। একমাত্র বৃষ্টিতেই এর থেকে মুক্তি পাওয়া সম্ভব ।

আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, গত 24 ঘণ্টায় ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে বঙ্গে । তবে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে । মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, দমকা হাওয়া এমনকি কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস ছিল । উত্তরবঙ্গের মালদা ও দুই দিনাজপুরে জারি করা হয়েছিল কমলা সতর্কতাও ৷ কিন্তু তার কোনওটাই হয়নি ৷ বরং বিক্ষিপ্ত বৃষ্টিতে বাতাসে ঠাণ্ডার ছোঁয়া মিললেও ভ্যাপসা গরমের অস্বস্তি দূর হয়নি ।

মঙ্গলবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.3 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম । বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 90 শতাংশ এবং সর্বনিম্ন 59 শতাংশ । আজ, বুধবার দিনের আকাশ আংশিক মেঘলা । বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কয়েকটি জেলায় রয়েছে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 35 ডিগ্রি এবং 28 ডিগ্রির আশেপাশে থাকার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ।

আরও পড়ুন:

Last Updated : May 22, 2024, 10:00 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.