ETV Bharat / state

বিজেপিকে হারাতে আসিনি, মানুষের মন জয় করতে এসেছি ; পাণ্ডুয়ায় প্রচারে বললেন রচনা - Lok Sabha Election 2024

Rachna Banerjee: রবিবার পাণ্ডুয়ায় নির্বাচনী প্রচার সারলেন হুগলি লোকসভার তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় ৷ হুডখোলা গাড়িতে প্রচারে বেরিয়ে কী বললেন দিদি নম্বর ওয়ান ?

রচনা বন্দ্যোপাধ্যায় , Rachna Banerjee
পাণ্ডুয়ায় নির্বাচনী প্রচারে রচনা বন্দ্যোপাধ্যায়
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 21, 2024, 11:10 PM IST

নির্বাচনী প্রচারে রচনা বন্দ্যোপাধ্যায়

পাণ্ডুয়া, 21 এপ্রিল: "বিজেপিকে হারানোর জন্য নয় ৷ আমি এসেছি মানুষের মন জয় করতে ৷" রবিবাসরীয় প্রচারে বেরিয়ে এমনটাই বললেন দিদি নম্বর ওয়ান খ্যাত অভিনেত্রী তথা হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় ৷ রবিবার পাণ্ডুয়ায় তিনটি গ্রাম পঞ্চায়েতে প্রচার করেন তিনি । হুডখোলা গাড়িতে চেপে এদিন প্রচার সারেন তিনি ৷

পাণ্ডুয়া ব্লকের জামনা, হরাল দাসপুর বেরেলা গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচার করেন । এদিন রচনার প্রচারে ধামসা মাদলের পাশাপাশি আদিবাসী রমণীদের নাচ আর ব্যান্ড পার্টি ছিল ৷ তীব্র দাবদাহে জামনা পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে চলে প্রচার ৷ তাপপ্রবাহের পরিস্থিতিতে রাস্তায় সেভাবে লোকজন দেখা না গেলেও তৃণমূল প্রার্থীর উৎসাহে কোনও খামতি ছিল না ।

এদিন প্রচারে বেরিয়ে রচনা বলেন, "গরমে গরম হবে শীতকালে ঠান্ডা হবে মেনে নিতে হবে । এই গরমে মানুষের দাঁড়িয়ে থাকাটা অভাবনীয় । প্রচারে ভালো সাড়া পাচ্ছি ।" বিজেপির জেতা আসন হুগলি ৷ এখানে বিজেপিকে হারাতে পারবেন ? এই প্রশ্নে রচনা বলেন, "আমি বিজেপিকে হারাতে আসিনি । মানুষ যাকে চাইবেন তার পাশে থাকবেন ।"

রবিবাসরীয় প্রচারে হুগলির তৃণমূল প্রার্থীর সঙ্গে অসীম পাত্র ছাড়াও একাধিক নেতা প্রচারে সামিল হন । ইনছুরা কালীমন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন তাঁরা । জামনা পঞ্চায়েতের ইনছুরায় প্রাক্তন ব্লক সভাপতি সঞ্জয় ঘোষের সঙ্গে এক যুব নেতার সঙ্গে বাদানুবাদ হতে দেখা যায় ।

একদিকে তাঁর প্রচারের জন্য মানুষের উন্মাদনা যেমন দেখা গিয়েছে । অন্যদিকে পাণ্ডুয়ায় তৃণমূলের নেতাদের সঙ্গে কোন্দলে বাদানুবাদের ছবিও ধরা পড়েছে ৷ এই দ্বন্দ্বের ব্যাপারে রচনা বারবারই জানিয়েছেন, কোনও মতবিরোধ কাজে আসবে না । সকলকে নিয়েই তিনি কাজ করবেন । তাঁর মতে, তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জোরে জয়লাভ করবেন তিনি । বিজেপি কোনও ফ্যাক্টর হবে না এই লোকসভা ভোটে । যে যার মতো প্রচার করুন । মানুষ তাঁকে সমর্থন করলে জয় পাবেন তিনি ।

আরও পড়ুন :

  1. 'তৃণমূলের মধ্যে বিজেপির লোকজন ঢুকে বসে আছে', মন্তব্য অভিমানী মনোরঞ্জনের
  2. প্রচারে ভূরিভোজ রচনার, চেয়ে খেলেন আলুপোস্ত
  3. গরমেও মেকআপ রচনার, ফিট থাকতে পরামর্শ 'দই খান'

নির্বাচনী প্রচারে রচনা বন্দ্যোপাধ্যায়

পাণ্ডুয়া, 21 এপ্রিল: "বিজেপিকে হারানোর জন্য নয় ৷ আমি এসেছি মানুষের মন জয় করতে ৷" রবিবাসরীয় প্রচারে বেরিয়ে এমনটাই বললেন দিদি নম্বর ওয়ান খ্যাত অভিনেত্রী তথা হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় ৷ রবিবার পাণ্ডুয়ায় তিনটি গ্রাম পঞ্চায়েতে প্রচার করেন তিনি । হুডখোলা গাড়িতে চেপে এদিন প্রচার সারেন তিনি ৷

পাণ্ডুয়া ব্লকের জামনা, হরাল দাসপুর বেরেলা গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচার করেন । এদিন রচনার প্রচারে ধামসা মাদলের পাশাপাশি আদিবাসী রমণীদের নাচ আর ব্যান্ড পার্টি ছিল ৷ তীব্র দাবদাহে জামনা পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে চলে প্রচার ৷ তাপপ্রবাহের পরিস্থিতিতে রাস্তায় সেভাবে লোকজন দেখা না গেলেও তৃণমূল প্রার্থীর উৎসাহে কোনও খামতি ছিল না ।

এদিন প্রচারে বেরিয়ে রচনা বলেন, "গরমে গরম হবে শীতকালে ঠান্ডা হবে মেনে নিতে হবে । এই গরমে মানুষের দাঁড়িয়ে থাকাটা অভাবনীয় । প্রচারে ভালো সাড়া পাচ্ছি ।" বিজেপির জেতা আসন হুগলি ৷ এখানে বিজেপিকে হারাতে পারবেন ? এই প্রশ্নে রচনা বলেন, "আমি বিজেপিকে হারাতে আসিনি । মানুষ যাকে চাইবেন তার পাশে থাকবেন ।"

রবিবাসরীয় প্রচারে হুগলির তৃণমূল প্রার্থীর সঙ্গে অসীম পাত্র ছাড়াও একাধিক নেতা প্রচারে সামিল হন । ইনছুরা কালীমন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন তাঁরা । জামনা পঞ্চায়েতের ইনছুরায় প্রাক্তন ব্লক সভাপতি সঞ্জয় ঘোষের সঙ্গে এক যুব নেতার সঙ্গে বাদানুবাদ হতে দেখা যায় ।

একদিকে তাঁর প্রচারের জন্য মানুষের উন্মাদনা যেমন দেখা গিয়েছে । অন্যদিকে পাণ্ডুয়ায় তৃণমূলের নেতাদের সঙ্গে কোন্দলে বাদানুবাদের ছবিও ধরা পড়েছে ৷ এই দ্বন্দ্বের ব্যাপারে রচনা বারবারই জানিয়েছেন, কোনও মতবিরোধ কাজে আসবে না । সকলকে নিয়েই তিনি কাজ করবেন । তাঁর মতে, তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জোরে জয়লাভ করবেন তিনি । বিজেপি কোনও ফ্যাক্টর হবে না এই লোকসভা ভোটে । যে যার মতো প্রচার করুন । মানুষ তাঁকে সমর্থন করলে জয় পাবেন তিনি ।

আরও পড়ুন :

  1. 'তৃণমূলের মধ্যে বিজেপির লোকজন ঢুকে বসে আছে', মন্তব্য অভিমানী মনোরঞ্জনের
  2. প্রচারে ভূরিভোজ রচনার, চেয়ে খেলেন আলুপোস্ত
  3. গরমেও মেকআপ রচনার, ফিট থাকতে পরামর্শ 'দই খান'
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.