ETV Bharat / state

মোদির উচিত আমার সঙ্গে টক্কর না নেওয়া, লোকসভা ফল নিয়ে বিস্ফোরক পুরীর শঙ্করাচার্য - Puri Shankaracharya - PURI SHANKARACHARYA

Puri Shankaracharya on PM Modi: নির্বাচনের ফলপ্রকাশের পর নরেন্দ্র মোদিকে কড়া আক্রমণ করলেন পুরীর শঙ্করাচার্য ৷ রামমন্দির ইস্যু থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে মোদি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়ালেন তিনি ৷

Puri Shankaracharya, PM Modi
মোদিকে নিয়ে বিস্ফোরক পুরীর শঙ্করাচার্য (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 5, 2024, 5:21 PM IST

Updated : Jun 5, 2024, 6:40 PM IST

বোলপুর, 5 জুন: "প্রধানমন্ত্রীর রাম মন্দির উদ্বোধন করা উচিত হয়নি ৷ অয্যোধ্যাবাসী বিজেপিকে সঠিক জবাব দিয়েছে ৷" বুধবার বোলপুরে একথাই বললেন পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী । এদিন তিনি আরও বলেন, "আমার সঙ্গে যাঁরা টক্কর নিয়েছেন তাঁরা শেষ হয়ে গিয়েছেন ৷ মোদিজীর উচিত আমার সঙ্গে টক্কর না নেওয়া।" লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন পুরীর শঙ্করাচার্য । উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও এক হাতে নেন তিনি ৷

পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতীর বক্তব্য (নিজস্ব ভিডিয়ো)



প্রসঙ্গত, উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনে যোগ দেননি পুরীর শঙ্করাচার্য । বিরোধিতা করে তিনি জানিয়েছিলেন, সঠিক বিধি মেনে রাম মন্দিরের উদ্বোধন হয়নি ৷ এদিন বোলপুরে তাঁর কাছে জানতে চাওয়া হয়, অযোধ্যায় বিজেপির ভরাডুবি কি রামকে নিয়ে রাজনীতি করার পরিণাম ? এই প্রশ্নের উত্তরে পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী বলেন, "অযোধ্যায় মানুষ বিজেপির প্রার্থীকে পরাজিত করে জবাব দিয়ে দিয়েছেন । রাম মন্দির উদ্বোধনে যদি ভালো প্রভাব পড়ত তাহলে বিজেপি অযোধ্যায় জিতত। অযোধ্যাবাসী যে বিজেপির সঙ্গে সহমত নয় সেটা তাঁরা বুঝিয়ে দিলেন ৷ প্রধানমন্ত্রী যদি ব্রাহ্মণও হন তাহলেও রাজ-নেতা হওয়ার কারণে তাঁর রাম মন্দির উদ্বোধন করা ঠিক হয়নি।"

'মোদি রামের মূর্তি স্পর্শ করবেন দেখতে যেতে পারব না', আমন্ত্রণ ফিরিয়ে মন্তব্য পুরীর শঙ্করাচার্যের

পুরীর শঙ্করাচার্য আরও বলেন, " ওরা মনে করেছিল যদি কংগ্রেসের শাসন হয় তাহলে রাম মন্দির সরিয়ে দেওয়া হবে । এই ভেবে তড়িঘড়ি রাম মন্দির উদ্বোধন করে দিয়েছেন। মোদিজী এই নির্বাচনের আগে কংগ্রেসকে দুর্বল মনে করতেন ৷ এখন আর মনে করবেন না । এই পশ্চিমবঙ্গে জ্যোতি বসু আমার সঙ্গে টক্কর নিয়েছিলেন। শেষ হয়ে গিয়েছেন। লালু প্রসাদ যাদব টক্কর নিয়েছিলেন। মুলায়ম সিং যাদব টক্কর নিয়েছিলেন। শেষ হয়ে গিয়েছেন । মোদিজীর উচিত আমার সঙ্গে টক্কর না নেওয়া । আকাশকে কি ঘুসি মারা যায় ? আমরা সেই জায়গায় আছি । যোগীজি আমাকে ছোট করার জন্য একটা আতঙ্কবাদীকে শঙ্করাচার্য বানিয়ে ঘোরাচ্ছিলেন । কিন্তু মনে রাখবেন, মুঝসে জো টাকরায়েগা চুর চুর হো জায়েগা ৷ "

রাম নিয়ে মন্তব্যের জেরে পুরীর শঙ্করাচার্যকে 'কংগ্রেসের লোক' বলল বিজেপি, পালটা তৃণমূলের

বোলপুর, 5 জুন: "প্রধানমন্ত্রীর রাম মন্দির উদ্বোধন করা উচিত হয়নি ৷ অয্যোধ্যাবাসী বিজেপিকে সঠিক জবাব দিয়েছে ৷" বুধবার বোলপুরে একথাই বললেন পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী । এদিন তিনি আরও বলেন, "আমার সঙ্গে যাঁরা টক্কর নিয়েছেন তাঁরা শেষ হয়ে গিয়েছেন ৷ মোদিজীর উচিত আমার সঙ্গে টক্কর না নেওয়া।" লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন পুরীর শঙ্করাচার্য । উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও এক হাতে নেন তিনি ৷

পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতীর বক্তব্য (নিজস্ব ভিডিয়ো)



প্রসঙ্গত, উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনে যোগ দেননি পুরীর শঙ্করাচার্য । বিরোধিতা করে তিনি জানিয়েছিলেন, সঠিক বিধি মেনে রাম মন্দিরের উদ্বোধন হয়নি ৷ এদিন বোলপুরে তাঁর কাছে জানতে চাওয়া হয়, অযোধ্যায় বিজেপির ভরাডুবি কি রামকে নিয়ে রাজনীতি করার পরিণাম ? এই প্রশ্নের উত্তরে পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী বলেন, "অযোধ্যায় মানুষ বিজেপির প্রার্থীকে পরাজিত করে জবাব দিয়ে দিয়েছেন । রাম মন্দির উদ্বোধনে যদি ভালো প্রভাব পড়ত তাহলে বিজেপি অযোধ্যায় জিতত। অযোধ্যাবাসী যে বিজেপির সঙ্গে সহমত নয় সেটা তাঁরা বুঝিয়ে দিলেন ৷ প্রধানমন্ত্রী যদি ব্রাহ্মণও হন তাহলেও রাজ-নেতা হওয়ার কারণে তাঁর রাম মন্দির উদ্বোধন করা ঠিক হয়নি।"

'মোদি রামের মূর্তি স্পর্শ করবেন দেখতে যেতে পারব না', আমন্ত্রণ ফিরিয়ে মন্তব্য পুরীর শঙ্করাচার্যের

পুরীর শঙ্করাচার্য আরও বলেন, " ওরা মনে করেছিল যদি কংগ্রেসের শাসন হয় তাহলে রাম মন্দির সরিয়ে দেওয়া হবে । এই ভেবে তড়িঘড়ি রাম মন্দির উদ্বোধন করে দিয়েছেন। মোদিজী এই নির্বাচনের আগে কংগ্রেসকে দুর্বল মনে করতেন ৷ এখন আর মনে করবেন না । এই পশ্চিমবঙ্গে জ্যোতি বসু আমার সঙ্গে টক্কর নিয়েছিলেন। শেষ হয়ে গিয়েছেন। লালু প্রসাদ যাদব টক্কর নিয়েছিলেন। মুলায়ম সিং যাদব টক্কর নিয়েছিলেন। শেষ হয়ে গিয়েছেন । মোদিজীর উচিত আমার সঙ্গে টক্কর না নেওয়া । আকাশকে কি ঘুসি মারা যায় ? আমরা সেই জায়গায় আছি । যোগীজি আমাকে ছোট করার জন্য একটা আতঙ্কবাদীকে শঙ্করাচার্য বানিয়ে ঘোরাচ্ছিলেন । কিন্তু মনে রাখবেন, মুঝসে জো টাকরায়েগা চুর চুর হো জায়েগা ৷ "

রাম নিয়ে মন্তব্যের জেরে পুরীর শঙ্করাচার্যকে 'কংগ্রেসের লোক' বলল বিজেপি, পালটা তৃণমূলের

Last Updated : Jun 5, 2024, 6:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.