ETV Bharat / state

স্বাস্থ্যকেন্দ্রে মাইক বাজিয়ে প্রতিবাদ! কাঠগড়ায় কুলটির চিকিৎসক বিধায়ক - RG Kar Doctor Rape and Murder

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 23, 2024, 10:04 PM IST

BJP MLA Ajay Kumar Poddar: একজন চিকিৎসকই স্বাস্থ্যকেন্দ্রে মাইক বাজিয়ে ধরনা অবস্থান করছেন ৷ শুক্রবার এমনই অভিযোগ উঠেছে কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদ্দারের বিরুদ্ধে ৷ ঘটনা নিয়ে নিন্দায় মুখর হয়েছে তৃণমূল ৷

BJP MLA Ajay Kumar Poddar
কাঠগড়ায় কুলটির বিধায়ক তথা চিকিৎসক (নিজস্ব ছবি)

আসানসোল, 23 অগস্ট: আরজি কর কাণ্ডের প্রতিবাদে একটি সরকারি স্বাস্থ্যকেন্দ্রে ধরনা অবস্থান করতে গিয়ে তারস্বরে মাইক বাজানোর অভিযোগ উঠল। শুক্রবার দুপুরে কুলটির কুমার বিহা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আরজি কর কাণ্ডের প্রতিবাদের ধরনা অবস্থান ছিল বিজেপির ৷ এর নেতৃত্ব দেন কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদ্দার ৷ তিনি নিজেও একজন চিকিৎসক ৷

কাঠগড়ায় কুলটির বিধায়ক তথা চিকিৎসক (ইটিভি ভারত)

একজন চিকিৎসক হয়েও স্বাস্থ্যকেন্দ্রে মাইক বাজিয়ে ধরনা অবস্থান করার অভিযোগ উঠেছে অজয় পোদ্দারের বিরুদ্ধে ৷ এই ঘটনা নিয়ে নিন্দায় মুখর হয়েছে তৃণমূল ৷ যদিও ওই স্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে কোনও অভিযোগ এখনও করা হয়নি। আরজি কর কাণ্ডের প্রতিবাদে শুক্রবার দুপুরে কুলটির কুমারডিহা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রতিবাদ কর্মসূচি ছিল। এই অবস্থান বিক্ষোভে বিজেপি যুব মোর্চার নেতা কেশব পোদ্দার থেকে শুরু করে কুলটির বহু নেতৃত্ব উপস্থিত ছিল।

এই প্রতিবাদ কর্মসূচির নেতৃত্ব দেন কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদ্দার। তৃণমূলের অভিযোগ, বিধায়ক নিজে একজন চিকিৎসক হয়েও স্বাস্থ্য কেন্দ্রে মাইক বাজিয়ে রোগীদের অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছেন। তৃণমূলের কুলটি ব্লকের সভাপতি বিমান দত্ত জানিয়েছেন, স্বাস্থ্য কেন্দ্র, হাসপাতালে সামনে জোরে গাড়ির হর্ন বাজানো নিষিদ্ধ এটা একটা বাচ্চা ছেলেও জানে। অথচ ওনারা তারস্বরে মাইক বাজিয়ে আরজি কর কাণ্ডের প্রতিবাদ করছেন।"

তিনি আরও বলেন, "স্বাস্থ্য কেন্দ্রে প্রতিবাদ করার কী আছে? বর্তমানে ঘটনা তদন্ত করছে সিবিআই। যদি প্রতিবাদ করতে হয় তাহলে সিজিও কমপ্লেক্সে গিয়ে প্রতিবাদ করুন। এখানে মাইক বাজিয়ে রোগীদের চিকিৎসায় ব্যাঘাত ঘটিয়েছেন বিধায়ক নিজেই।" যদিও কেন মাইক বাজানো হল সে প্রশ্ন এড়িয়ে গিয়েছেন বিধায়ক। সেবিষয়ে কিছু না-জানাতে চেয়ে বিধায়ক অজয় পোদ্দার বলেন, "কুলটির সমস্ত স্বাস্থ্যকর্মী চিকিৎসকদের নিরাপত্তা ও সুরক্ষা দিতে আমরা বদ্ধপরিকর। সেই কারণেই তাদের ভরসা দিতে আমরা স্বাস্থ্য কেন্দ্রে আমাদের বিক্ষোভ কর্মসূচি করেছি।"

আসানসোল, 23 অগস্ট: আরজি কর কাণ্ডের প্রতিবাদে একটি সরকারি স্বাস্থ্যকেন্দ্রে ধরনা অবস্থান করতে গিয়ে তারস্বরে মাইক বাজানোর অভিযোগ উঠল। শুক্রবার দুপুরে কুলটির কুমার বিহা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আরজি কর কাণ্ডের প্রতিবাদের ধরনা অবস্থান ছিল বিজেপির ৷ এর নেতৃত্ব দেন কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদ্দার ৷ তিনি নিজেও একজন চিকিৎসক ৷

কাঠগড়ায় কুলটির বিধায়ক তথা চিকিৎসক (ইটিভি ভারত)

একজন চিকিৎসক হয়েও স্বাস্থ্যকেন্দ্রে মাইক বাজিয়ে ধরনা অবস্থান করার অভিযোগ উঠেছে অজয় পোদ্দারের বিরুদ্ধে ৷ এই ঘটনা নিয়ে নিন্দায় মুখর হয়েছে তৃণমূল ৷ যদিও ওই স্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে কোনও অভিযোগ এখনও করা হয়নি। আরজি কর কাণ্ডের প্রতিবাদে শুক্রবার দুপুরে কুলটির কুমারডিহা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রতিবাদ কর্মসূচি ছিল। এই অবস্থান বিক্ষোভে বিজেপি যুব মোর্চার নেতা কেশব পোদ্দার থেকে শুরু করে কুলটির বহু নেতৃত্ব উপস্থিত ছিল।

এই প্রতিবাদ কর্মসূচির নেতৃত্ব দেন কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদ্দার। তৃণমূলের অভিযোগ, বিধায়ক নিজে একজন চিকিৎসক হয়েও স্বাস্থ্য কেন্দ্রে মাইক বাজিয়ে রোগীদের অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছেন। তৃণমূলের কুলটি ব্লকের সভাপতি বিমান দত্ত জানিয়েছেন, স্বাস্থ্য কেন্দ্র, হাসপাতালে সামনে জোরে গাড়ির হর্ন বাজানো নিষিদ্ধ এটা একটা বাচ্চা ছেলেও জানে। অথচ ওনারা তারস্বরে মাইক বাজিয়ে আরজি কর কাণ্ডের প্রতিবাদ করছেন।"

তিনি আরও বলেন, "স্বাস্থ্য কেন্দ্রে প্রতিবাদ করার কী আছে? বর্তমানে ঘটনা তদন্ত করছে সিবিআই। যদি প্রতিবাদ করতে হয় তাহলে সিজিও কমপ্লেক্সে গিয়ে প্রতিবাদ করুন। এখানে মাইক বাজিয়ে রোগীদের চিকিৎসায় ব্যাঘাত ঘটিয়েছেন বিধায়ক নিজেই।" যদিও কেন মাইক বাজানো হল সে প্রশ্ন এড়িয়ে গিয়েছেন বিধায়ক। সেবিষয়ে কিছু না-জানাতে চেয়ে বিধায়ক অজয় পোদ্দার বলেন, "কুলটির সমস্ত স্বাস্থ্যকর্মী চিকিৎসকদের নিরাপত্তা ও সুরক্ষা দিতে আমরা বদ্ধপরিকর। সেই কারণেই তাদের ভরসা দিতে আমরা স্বাস্থ্য কেন্দ্রে আমাদের বিক্ষোভ কর্মসূচি করেছি।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.