ETV Bharat / state

ভোটারদের প্রভাবিত করার অভিযোগ, প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে কমিশনে বিজেপি - Lok Sabha Election 2024

Murshidabad Lok Sabha: প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ বিজেপি প্রার্থীর ৷ নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ বিজেপি প্রার্থীর ৷

Murshidabad Lok Sabha
প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে কমিশনে বিজেপি (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 7, 2024, 8:03 PM IST

প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে কমিশনে বিজেপি (ইটিভি ভারত)

মুর্শিদাবাদ, 7 মে: কোনও রাজনৈতিক নেতা নন, বরং ভোটারদের প্রভাবিত করছেন খোদ প্রিসাইডিং অফিসার ৷ নির্বাচন চলাকালীন এমন অভিযোগ তুললেন মুর্শিদাবাদ লোকসভার বিজেপি প্রার্থী গৌরী শংকর ঘোষ ৷ তাঁর অভিযোগ, আজিমগঞ্জের রায় বাহাদুর সিং উচ্চ বিদ্যালয়ের 10 নম্বর বুথের প্রিসাইডিং অফিসার রুবিনা খাতুন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ৷ কমিশনের নিয়মানুযায়ী, বিদ্যালয়ের শিক্ষিকা হওয়ায় সেই একই স্কুলে নির্বচনের দায়িত্বে তিনি থাকতে পারেন না ৷ এক্ষেত্রে সেটাই হয়েছে ৷ কী করে এমন অনিয়ম হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি প্রার্থী ৷ ঘটনায় সাময়িক উত্তেজনা শুরু হয় এলাকায় ৷

ঘটনা প্রসঙ্গে বিজেপি প্রার্থী বলেন, "কমিশনে লিখিত অভিযোগ জানান হয়েছে ৷ দলের রাজ্য নেতৃত্বকেও জানান হয়েছে ৷ এক ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান হয়েছে আমাকে ৷ অপেক্ষায় রয়েছি ৷" অন্যদিকে প্রিসাইডিং অফিসার রুবিনা খাতুন অভিযোগ স্বীকার করে নিয়েছেন ৷ তাঁর বক্তব্য, "বিষয়টি নিয়ে সকলে অবাক হতেই পারেন, কিন্তু আমি একটুও অবাক নই ৷ কারণ, আমি যে স্কুলে পড়াশোনা করেছি সেই স্কুলে শিক্ষকতা করেছি ৷ যে বা যারা অভিযোগ করেছে, তারাই এই বিষয়ে যা বলার বলবে ৷"

মঙ্গলবার তৃতীয় দফার নির্বাচন শুরুর থেকে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদ ৷ বোমাবাজির অভিযোগ আসতে থাকে ডোমকল, হরিহরপাড়া, রানিনগর, ভগবানগোলা থেকে ৷ অভিযোগের নিশানায় তৃণমূল ৷ ইভিএম বিকল হওয়ারও খবর পাওয়া যায় ৷ বিক্ষিপ্ত উত্তেজনার মধ্যেই ভোট পর্ব চলে মুর্শিদাবাদে ৷

আরও পড়ুন:

প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে কমিশনে বিজেপি (ইটিভি ভারত)

মুর্শিদাবাদ, 7 মে: কোনও রাজনৈতিক নেতা নন, বরং ভোটারদের প্রভাবিত করছেন খোদ প্রিসাইডিং অফিসার ৷ নির্বাচন চলাকালীন এমন অভিযোগ তুললেন মুর্শিদাবাদ লোকসভার বিজেপি প্রার্থী গৌরী শংকর ঘোষ ৷ তাঁর অভিযোগ, আজিমগঞ্জের রায় বাহাদুর সিং উচ্চ বিদ্যালয়ের 10 নম্বর বুথের প্রিসাইডিং অফিসার রুবিনা খাতুন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ৷ কমিশনের নিয়মানুযায়ী, বিদ্যালয়ের শিক্ষিকা হওয়ায় সেই একই স্কুলে নির্বচনের দায়িত্বে তিনি থাকতে পারেন না ৷ এক্ষেত্রে সেটাই হয়েছে ৷ কী করে এমন অনিয়ম হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি প্রার্থী ৷ ঘটনায় সাময়িক উত্তেজনা শুরু হয় এলাকায় ৷

ঘটনা প্রসঙ্গে বিজেপি প্রার্থী বলেন, "কমিশনে লিখিত অভিযোগ জানান হয়েছে ৷ দলের রাজ্য নেতৃত্বকেও জানান হয়েছে ৷ এক ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান হয়েছে আমাকে ৷ অপেক্ষায় রয়েছি ৷" অন্যদিকে প্রিসাইডিং অফিসার রুবিনা খাতুন অভিযোগ স্বীকার করে নিয়েছেন ৷ তাঁর বক্তব্য, "বিষয়টি নিয়ে সকলে অবাক হতেই পারেন, কিন্তু আমি একটুও অবাক নই ৷ কারণ, আমি যে স্কুলে পড়াশোনা করেছি সেই স্কুলে শিক্ষকতা করেছি ৷ যে বা যারা অভিযোগ করেছে, তারাই এই বিষয়ে যা বলার বলবে ৷"

মঙ্গলবার তৃতীয় দফার নির্বাচন শুরুর থেকে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদ ৷ বোমাবাজির অভিযোগ আসতে থাকে ডোমকল, হরিহরপাড়া, রানিনগর, ভগবানগোলা থেকে ৷ অভিযোগের নিশানায় তৃণমূল ৷ ইভিএম বিকল হওয়ারও খবর পাওয়া যায় ৷ বিক্ষিপ্ত উত্তেজনার মধ্যেই ভোট পর্ব চলে মুর্শিদাবাদে ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.