জলপাইগুড়ি, 31 অক্টোবর: প্রসব যন্ত্রণা কাতর গর্ভবতীকে হাসপাতালে ভর্তি করাতে নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনায় তাঁর মৃত্যু হল ৷ প্রাণ গিয়েছে আরও দু'জনের ৷ আহত হয়েছেন আরও দু'জন ৷ বানারহাট থেকে মালবাজারগামী 31 নং জাতীয় সড়কে বৃহস্পতিবার ভোররাতে এই মর্মান্তিক ঘটনা ঘটে ৷
চালসার সাতখাইয়া মোড় এলাকার এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তঃসত্ত্বা সরস্বতী ওরাওঁ (25) এবং টুসি ওরাওঁ (20) ও আমান এক্কার (27)। জানা গিয়েছে, লক্ষ্মীপাড়া চা বাগানের এক গর্ভবতী মহিলার প্রসবযন্ত্রণা ওঠায় এদিন ভোরে একটি ছোট গাড়িতে করে তাঁকে চালসার দিক থেকে মালবাজারের সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল । সেই গাড়িতে ছিলেন মোট পাঁচজন ৷
সাতখাইয়া মোড় এলাকায় উলটো দিক থেকে আসা একটি খবরের কাগজের গাড়ির সঙ্গে ওই গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয় । এই দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যায় গাড়ি দুটি । জাতীয় সড়ক থেকে নয়ানজুলিতে ছিটকে পড়ে ছোট গাড়িটি । ঘটনাস্থলেই অন্তঃসত্ত্বা সরস্বতী ওরাওঁ ও তাঁর ননদের মৃত্যু হয় । ছোট গাড়িটির চালক আমনকে উদ্ধার করে চালসা মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁরও মৃত্যু হয় ।
মৃত সরস্বতী ওরাওঁ ও টুসি ওরাওঁয়ের বাড়ি বানারহাটের লক্ষ্মীপাড়া চা বাগান এলাকায় । সরস্বতীর দুই আত্মীয় প্রেম ওরাওঁ ও সীতা ওরাওঁ গুরুতর আহত অবস্থায় মাল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন । ঘাতক গাড়ির চালক পলাতক বলে জানা গিয়েছে মেটেলি থানা সূত্রে । তবে গাড়িটিকে আটক করেছে মেটেলি থানার পুলিশ । মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে ।