হাওড়া, 15 জুলাই: রক্তাক্ত অবস্থায় উদ্ধার যুবক ৷ রবিবার গভীর রাতে হাওড়ার জগাছা থানার অন্তর্গত ইছাপুরের শুভ চণ্ডীতলা এলাকার ঘটনা ৷ স্থানীয় বাসিন্দাদের যুবককে পড়ে থাকতে দেখে খবর দেন পুলিশে ৷ ঘটনায ঘিরে স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷
পুলিশ সূত্রে খবর ওই ব্যক্তির নাম প্রীতম পারুই। যুবকের মাথায় ও মুখে গভীর আঘাতের চিহ্ন মিলেছে ৷ আহত যুবকের পাশেই পড়েছিল একটি বাইক। স্থানীয় বাসিন্দারা থানায় খবর দেন ৷ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় জগাছা থানার পুলিশ অধিকারিকরা। প্রাথমিকভাবে পুলিশের অনুমান ওই যুবকে পিছন থেকে গুলি করার চেষ্টা হয়েছিল ৷ মাথার পেছনে কেউ বা কারা গুলি করার চেষ্টা করেছিল ৷ তবে সেটি মাথা ছুঁয়ে বেরিয়ে গিয়েছে ৷ গোটা ঘটনার তদন্তে নেমেছে জগাছা থানার পুলিশ। তাঁকে উদ্ধার করে হাওড়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আশঙ্কা জনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে ওই যুবক।
নিজের ঘরে প্রোমোটারের গলা কাটা দেহ মিলল শহরে, পাশে পড়ে রক্তমাখা চপার
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে ৷ এলাকাবাসীর দাবি হাওড়া এখন দুষ্কৃতিদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে । প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন চিহ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ এই ঘটনা নতুন নয়। এই ধরনের ঘটনা প্রায়শই ঘটছে ৷ এমনকী সোনার দোকানে ডাকাতি, খুন, ছিনতাই, তোলাবাজির মত ঘটনা সমস্ত কিছু হাওড়াতে প্রায়শই ঘটে চলেছে। তাই সর্বদা আতঙ্কের মধ্যে রয়েছেন এলাকার সাধারণ মানুষ। আহত ওই যুবকের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা।
ঔদ্ধত্য কমেনি জয়ন্তর, পুনর্নির্মাণের পর তালতলা স্পোর্টিং ক্লাব সিল করল পুলিশ