ETV Bharat / state

পরকীয়ার জের! স্ত্রী'র গলা কেটে হত্যা অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে - EXTRA MARITAL AFFAIRS - EXTRA MARITAL AFFAIRS

Murder for Extra Marital Affairs: বধূর গলাকাটা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ৷ প্রাথমিকভাবে পুলিশের অনুমান বিবাহ-বহির্ভূত সম্পর্কের কারণে এই ঘটনা হতে পারে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Extra Marital Affairs
প্রতীকী ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : May 30, 2024, 6:20 PM IST

মালদা, 30 মে: বধূর গলাকাটা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায় ৷ ঘটনার প্রেক্ষিতে জামাইয়ের বিরুদ্ধে মেয়েকে খুনের অভিযোগ দায়ের করেছেন বাবা ৷ অভিযুক্ত জামাইকে ইতিমধ্যে আটক করেছে পুলিশ ৷ ঘটনাটি ঘটেছে রতুয়া 2 নম্বর ব্লকের পরাণপুর গ্রাম পঞ্চায়েতের পরাণপুর গ্রামে ৷ এই ঘটনার তদন্ত শুরু করেছে পুখুরিয়া থানার পুলিশ ৷ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৷

স্থানীয় সূত্রে খবর, মৃতার নাম আঙ্গুরা বিবি (22) ৷ পাঁচ বছর আগে কদমতলি গ্রামের আসরাফুল হকের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল ৷ আসরাফুল পেশায় শ্রমিক ৷ তাঁদের দু’টি সন্তান রয়েছে ৷ অভিযোগ, কয়েকদিন আগেই গ্রামের একটি মেয়ের সঙ্গে বিবাহ-বর্হিভূত সম্পর্ক গড়ে ওঠে আসরাফুলের ৷ এনিয়ে আঙ্গুরার সঙ্গে স্বামীর বিবাদ চলছিল ৷ স্ত্রী'র উপর মাঝে অত্যাচারও করত আসরাফুল ৷ বুধবার সে স্ত্রী ও সন্তানদের নিয়ে শ্বশুরবাড়িতে যায় ৷ তারপর বৃহস্পতিবার বাপের বাড়ির শৌচাগারের সামনে আঙ্গুরার গলাকাটা মৃতদেহ দেখতে উদ্ধার হয় ৷

ঘটনা প্রসঙ্গে মৃত আঙ্গুরার বাবা মোজাম্মেল হক বলেন, "আমি এলাকার একটি চালমিলে কাজ করি ৷ গতকাল বিকেল পাঁচটা নাগাদ নাতি-নাতনিকে নিয়ে মেয়ে-জামাই আমাদের বাড়িতে এসেছিল ৷ ভোর তিনটে নাগাদ হঠাৎ নাতনির কান্নার আওয়াজ শুনতে পাই ৷ সেই সময়ে মেয়কে ডাকলেও কোনও সাড়া পাইনি ৷ জামাইকে জিজ্ঞাসা করলে সে বলে বাথরুমে গিয়েছে ৷ আমার জামাই এই কাজ করেছে ৷ ওর পায়ে রক্ত মাখা ছিল ৷ তা দেখেই পুলিশ ওকে আটক করেছে ৷" পুখুরিয়া থানার পুলিশ জানিয়েছে, মৃতের বাবার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে ৷ সম্পূর্ণ ঘটনা জানতে তদন্ত শুরু হয়েছে ৷ মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানো হবে ৷ সেই রিপোর্ট এলে তবে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ৷

মালদা, 30 মে: বধূর গলাকাটা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায় ৷ ঘটনার প্রেক্ষিতে জামাইয়ের বিরুদ্ধে মেয়েকে খুনের অভিযোগ দায়ের করেছেন বাবা ৷ অভিযুক্ত জামাইকে ইতিমধ্যে আটক করেছে পুলিশ ৷ ঘটনাটি ঘটেছে রতুয়া 2 নম্বর ব্লকের পরাণপুর গ্রাম পঞ্চায়েতের পরাণপুর গ্রামে ৷ এই ঘটনার তদন্ত শুরু করেছে পুখুরিয়া থানার পুলিশ ৷ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৷

স্থানীয় সূত্রে খবর, মৃতার নাম আঙ্গুরা বিবি (22) ৷ পাঁচ বছর আগে কদমতলি গ্রামের আসরাফুল হকের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল ৷ আসরাফুল পেশায় শ্রমিক ৷ তাঁদের দু’টি সন্তান রয়েছে ৷ অভিযোগ, কয়েকদিন আগেই গ্রামের একটি মেয়ের সঙ্গে বিবাহ-বর্হিভূত সম্পর্ক গড়ে ওঠে আসরাফুলের ৷ এনিয়ে আঙ্গুরার সঙ্গে স্বামীর বিবাদ চলছিল ৷ স্ত্রী'র উপর মাঝে অত্যাচারও করত আসরাফুল ৷ বুধবার সে স্ত্রী ও সন্তানদের নিয়ে শ্বশুরবাড়িতে যায় ৷ তারপর বৃহস্পতিবার বাপের বাড়ির শৌচাগারের সামনে আঙ্গুরার গলাকাটা মৃতদেহ দেখতে উদ্ধার হয় ৷

ঘটনা প্রসঙ্গে মৃত আঙ্গুরার বাবা মোজাম্মেল হক বলেন, "আমি এলাকার একটি চালমিলে কাজ করি ৷ গতকাল বিকেল পাঁচটা নাগাদ নাতি-নাতনিকে নিয়ে মেয়ে-জামাই আমাদের বাড়িতে এসেছিল ৷ ভোর তিনটে নাগাদ হঠাৎ নাতনির কান্নার আওয়াজ শুনতে পাই ৷ সেই সময়ে মেয়কে ডাকলেও কোনও সাড়া পাইনি ৷ জামাইকে জিজ্ঞাসা করলে সে বলে বাথরুমে গিয়েছে ৷ আমার জামাই এই কাজ করেছে ৷ ওর পায়ে রক্ত মাখা ছিল ৷ তা দেখেই পুলিশ ওকে আটক করেছে ৷" পুখুরিয়া থানার পুলিশ জানিয়েছে, মৃতের বাবার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে ৷ সম্পূর্ণ ঘটনা জানতে তদন্ত শুরু হয়েছে ৷ মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানো হবে ৷ সেই রিপোর্ট এলে তবে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.