ETV Bharat / state

রাজ্যে প্রধানমন্ত্রী, ধরনায় বাধা চাকরিপ্রার্থীদের - চাকরিপ্রার্থীদের ধরনা

PM Modi in Bengal: রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকালে দু'দিন চাকরিপ্রার্থীদের ধরনায় বসতে নিষেধ করল পুলিশ ৷ এই মর্মে তারা চিঠি পাঠিয়েছে আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 1, 2024, 12:28 PM IST

কলকাতা, 1 মার্চ: আজ রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এই সময়ে উচ্চ নিরাপত্তার কারণ দেখিয়ে ধরনায় বসতে নিষেধ করা হল আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের ।

গান্ধিমূর্তির পাদদেশে দীর্ঘদিন ধরে ধরনা দিচ্ছেন নবম থেকে দ্বাদশ শ্রেণির চাকরিপ্রার্থীরা । অন্যদিকে, মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে ধরনা চলছে পাঁচটি মঞ্চের চাকরিপ্রার্থীদের । নিজেদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে দীর্ঘদিন ধর্নায় রয়েছেন তাঁরা । কিন্তু সরকারি কোনও অনুষ্ঠান বা শহরে উচ্চপদস্থ কোনও ব্যক্তি এলে তাঁদের ধরনায় বসতে বারণ করা হয় । প্রধানমন্ত্রীর সফরেও এই মর্মে তাঁদের চিঠি দেওয়া হল পুলিশের তরফে ৷

দু'দিনের সফরে আজ রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আজ বিকেল 3টে নাগাদ আমারবাগে সভা করবেন তিনি । তারপর বিকেল পাঁচটায় কলকাতায় রাজভবনে আসার কথা তাঁর । সেখানেই রাত্রিবাস করে পরের দিন রওনা হবেন কৃষ্ণনগরের সভার জন্য । রাজ্যে এবং শহরে প্রধানমন্ত্রী আসছেন, তাই ময়দান থানার পক্ষ থেকে গান্ধিমূর্তির পাদদেশে এবং মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে ধরনায় বসতে বারণ করা হল চাকরিপ্রার্থীদের । যদিও যে মেল করা হয়েছে চাকরিপ্রার্থীদের, সেখানে কোনও কারণ লেখা হয়নি ।

নবম থেকে দ্বাদশ শ্রেণির চাকরিপ্রার্থী অভিষেক সেন জানান, "প্রায় 1100 দিন ধরে গান্ধিমূর্তির পাদদেশে আমরা অর্থাৎ বঞ্চিত নবম থেকে দ্বাদশ শ্রেণীর চাকরিপ্রার্থীরা ধরনা চালিয়ে যাচ্ছি । কিন্তু মাঝেমধ্যেই নিরাপত্তার কারণ দেখিয়ে আমাদের ধরনা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয় । আমরাও চাই মাঝেমধ্যে ধরনায় বিরত না থেকে পুরোপুরি ধরনা তুলে দিতে । আমাদের প্রস্তাবিত চিঠি আমাদের হাতে দিয়ে পুরোপুরি ভাবেই ধরনা তুলে দিন । কারণ এই জীবনযন্ত্রণা আমরা আর নিতে পারছি না । তবে আমরা হবু শিক্ষক, তাই নিয়ম মানা আমাদের কর্তব্য । তাই আজ এবং কাল আমরা ধরনায় বসছি না ।" একই কথা শোনা গিয়েছে মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে বসে থাকা চাকরিপ্রার্থীদের মুখেও ।

আরও পড়ুন:

  1. অন্ডাল বিমানবন্দরে নেমে ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওনা দিলেন প্রধানমন্ত্রী মোদি
  2. বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী, প্রার্থী তালিকা আজই ?
  3. আরামবাগ-কৃষ্ণনগরে পদ্ম ফোটাতে বিজেপির ভরসা সেই 'মোদি ম্যাজিক'

কলকাতা, 1 মার্চ: আজ রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এই সময়ে উচ্চ নিরাপত্তার কারণ দেখিয়ে ধরনায় বসতে নিষেধ করা হল আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের ।

গান্ধিমূর্তির পাদদেশে দীর্ঘদিন ধরে ধরনা দিচ্ছেন নবম থেকে দ্বাদশ শ্রেণির চাকরিপ্রার্থীরা । অন্যদিকে, মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে ধরনা চলছে পাঁচটি মঞ্চের চাকরিপ্রার্থীদের । নিজেদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে দীর্ঘদিন ধর্নায় রয়েছেন তাঁরা । কিন্তু সরকারি কোনও অনুষ্ঠান বা শহরে উচ্চপদস্থ কোনও ব্যক্তি এলে তাঁদের ধরনায় বসতে বারণ করা হয় । প্রধানমন্ত্রীর সফরেও এই মর্মে তাঁদের চিঠি দেওয়া হল পুলিশের তরফে ৷

দু'দিনের সফরে আজ রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আজ বিকেল 3টে নাগাদ আমারবাগে সভা করবেন তিনি । তারপর বিকেল পাঁচটায় কলকাতায় রাজভবনে আসার কথা তাঁর । সেখানেই রাত্রিবাস করে পরের দিন রওনা হবেন কৃষ্ণনগরের সভার জন্য । রাজ্যে এবং শহরে প্রধানমন্ত্রী আসছেন, তাই ময়দান থানার পক্ষ থেকে গান্ধিমূর্তির পাদদেশে এবং মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে ধরনায় বসতে বারণ করা হল চাকরিপ্রার্থীদের । যদিও যে মেল করা হয়েছে চাকরিপ্রার্থীদের, সেখানে কোনও কারণ লেখা হয়নি ।

নবম থেকে দ্বাদশ শ্রেণির চাকরিপ্রার্থী অভিষেক সেন জানান, "প্রায় 1100 দিন ধরে গান্ধিমূর্তির পাদদেশে আমরা অর্থাৎ বঞ্চিত নবম থেকে দ্বাদশ শ্রেণীর চাকরিপ্রার্থীরা ধরনা চালিয়ে যাচ্ছি । কিন্তু মাঝেমধ্যেই নিরাপত্তার কারণ দেখিয়ে আমাদের ধরনা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয় । আমরাও চাই মাঝেমধ্যে ধরনায় বিরত না থেকে পুরোপুরি ধরনা তুলে দিতে । আমাদের প্রস্তাবিত চিঠি আমাদের হাতে দিয়ে পুরোপুরি ভাবেই ধরনা তুলে দিন । কারণ এই জীবনযন্ত্রণা আমরা আর নিতে পারছি না । তবে আমরা হবু শিক্ষক, তাই নিয়ম মানা আমাদের কর্তব্য । তাই আজ এবং কাল আমরা ধরনায় বসছি না ।" একই কথা শোনা গিয়েছে মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে বসে থাকা চাকরিপ্রার্থীদের মুখেও ।

আরও পড়ুন:

  1. অন্ডাল বিমানবন্দরে নেমে ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওনা দিলেন প্রধানমন্ত্রী মোদি
  2. বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী, প্রার্থী তালিকা আজই ?
  3. আরামবাগ-কৃষ্ণনগরে পদ্ম ফোটাতে বিজেপির ভরসা সেই 'মোদি ম্যাজিক'
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.