ETV Bharat / state

সকালে লাইনে ভোটাররা, দমদম থেকে কলকাতা উত্তরে আপাতত শান্তিপূর্ণ ভোট - Lok Sabha Election 2024

Phase 7 General Election in Bengal: শুরু হয়ে গেল শেষ দফার লোকসভার নির্বাচন। বাংলার আজ সপ্তম দফার নির্বাচনে দমদম ও কলকাতা উত্তর কেন্দ্র-সহ ন'টি কেন্দ্রে ভোট চলছে ৷

Phase 7 General Election in Bengal
দমদম থেকে কলকাতা উত্তর আপাতত শান্তিপূর্ণ (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 1, 2024, 8:17 AM IST

Updated : Jun 1, 2024, 9:22 AM IST

কলকাতা, 1 জুন: সপ্তম তথা শেষ দফায় রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট শুরু হল সকাল সাতটা থেকে ৷ মোট 57টি লোকসভা আসনে ভোট চলবে বিকেল পাঁচটা পর্যন্ত ৷ বাংলার 9টি কেন্দ্রে আজ ভোটগ্রহণ ৷ আজ বাংলার দমদম, বারাসত, বসিরহাট, ডায়মন্ড হারবার, মথুরাপুর, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, জয়নগর, যাদবপুর আসনে নির্বাচন ৷ সেইসঙ্গে বরানগর বিধানসভায় রয়েছে উপনির্বাচন ৷ সকাল সাতটা থেকে শুরু হয়ে গেল ভোট ৷ দমদম থেকে কলকাতা উত্তর কেন্দ্রের সকালের পরিস্থিতি তুলে ধরল ইটিভি ভারত ৷

দমদম থেকে কলকাতা উত্তরে আপাতত শান্তিপূর্ণ ভোট (ইটিভি ভারত)

দমদম লোকসভা কেন্দ্রটি উত্তর 24 পরগনা জেলার অন্যতম গুরুত্বপূর্ণ একটি লোকসভা কেন্দ্র ৷ এই কেন্দ্রের লড়াইটা মূলত ত্রিমুখী। বিদায়ী সাংসদ সৌগত রায়ের বিরুদ্ধে রয়েছেন জাতীয় কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী ও বিজেপির শীলভদ্র দত্ত। সকাল থেকেই বুথে লম্বা লাইন। সকাল সকাল নিজের মতদানের সুযোগ দ্রুত মিটিয়ে নিতে সকলেই উৎসাহী। শনিবার বাংলার বিভিন্ন কেন্দ্রে নানা সন্ত্রাস এবং গণ্ডগোলের অভিযোগ উঠলেও বেলঘড়িয়া অঞ্চলে সেখবর নেই। রাজনৈতিক দলের প্রতিনিধিরা সৌহার্দ্যপূর্ণ আবহে ভোটের আয়োজনে।

তাঁরা বলছেন, এই অঞ্চলে সকলেই তাঁদের ভোট দেন। গণ্ডগোলের খবর এখনও পর্যন্ত নেই। তাই বলাই যায়, ভোটের জন্য অনেকটা আদর্শ পরিবেশ। নির্বাচন কমিশনের প্রতিনিধিরা ঘুরছেন। কোনও অভিযোগ বা সমস্যার কথা শুনলেই তা মেটানোর চেষ্টা করছেন। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারি রয়েছে। সব মিলেয়ে আশা জাগিয়ে শুরু দমদম লোকসভা কেন্দ্রে কামারহাটি পৌরসভার বেলঘড়িয়ার ভোট।

এদিকে, কলকাতা উত্তর লোকসভা আসনের প্রতিপক্ষ দুই যুযুধানের মধ্য়ে ৷ এবার সদ্য তৃণমূল থেকে বিজেপিতে আসা তাপস রায়ের মাধ্যমে আসন নিজেদের দখলে নেওয়ার স্বপ্ন দেখছে দল। সামনে রয়েছেন বর্ষীয়ান সুদীপ বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে রয়েছেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা প্রদীপ ভট্টাচার্য। এদিন সকালে মানিকতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আস্থা কমিউনিটি হল 73, 74, 80, 81 বুথে ভোটার সংখ্যা প্রায় সাড়ে তিন হাজার। সেখানেও লাইনে দাঁড়িয়ে রয়েছেন ভোটাররা ৷

কলকাতা, 1 জুন: সপ্তম তথা শেষ দফায় রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট শুরু হল সকাল সাতটা থেকে ৷ মোট 57টি লোকসভা আসনে ভোট চলবে বিকেল পাঁচটা পর্যন্ত ৷ বাংলার 9টি কেন্দ্রে আজ ভোটগ্রহণ ৷ আজ বাংলার দমদম, বারাসত, বসিরহাট, ডায়মন্ড হারবার, মথুরাপুর, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, জয়নগর, যাদবপুর আসনে নির্বাচন ৷ সেইসঙ্গে বরানগর বিধানসভায় রয়েছে উপনির্বাচন ৷ সকাল সাতটা থেকে শুরু হয়ে গেল ভোট ৷ দমদম থেকে কলকাতা উত্তর কেন্দ্রের সকালের পরিস্থিতি তুলে ধরল ইটিভি ভারত ৷

দমদম থেকে কলকাতা উত্তরে আপাতত শান্তিপূর্ণ ভোট (ইটিভি ভারত)

দমদম লোকসভা কেন্দ্রটি উত্তর 24 পরগনা জেলার অন্যতম গুরুত্বপূর্ণ একটি লোকসভা কেন্দ্র ৷ এই কেন্দ্রের লড়াইটা মূলত ত্রিমুখী। বিদায়ী সাংসদ সৌগত রায়ের বিরুদ্ধে রয়েছেন জাতীয় কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী ও বিজেপির শীলভদ্র দত্ত। সকাল থেকেই বুথে লম্বা লাইন। সকাল সকাল নিজের মতদানের সুযোগ দ্রুত মিটিয়ে নিতে সকলেই উৎসাহী। শনিবার বাংলার বিভিন্ন কেন্দ্রে নানা সন্ত্রাস এবং গণ্ডগোলের অভিযোগ উঠলেও বেলঘড়িয়া অঞ্চলে সেখবর নেই। রাজনৈতিক দলের প্রতিনিধিরা সৌহার্দ্যপূর্ণ আবহে ভোটের আয়োজনে।

তাঁরা বলছেন, এই অঞ্চলে সকলেই তাঁদের ভোট দেন। গণ্ডগোলের খবর এখনও পর্যন্ত নেই। তাই বলাই যায়, ভোটের জন্য অনেকটা আদর্শ পরিবেশ। নির্বাচন কমিশনের প্রতিনিধিরা ঘুরছেন। কোনও অভিযোগ বা সমস্যার কথা শুনলেই তা মেটানোর চেষ্টা করছেন। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারি রয়েছে। সব মিলেয়ে আশা জাগিয়ে শুরু দমদম লোকসভা কেন্দ্রে কামারহাটি পৌরসভার বেলঘড়িয়ার ভোট।

এদিকে, কলকাতা উত্তর লোকসভা আসনের প্রতিপক্ষ দুই যুযুধানের মধ্য়ে ৷ এবার সদ্য তৃণমূল থেকে বিজেপিতে আসা তাপস রায়ের মাধ্যমে আসন নিজেদের দখলে নেওয়ার স্বপ্ন দেখছে দল। সামনে রয়েছেন বর্ষীয়ান সুদীপ বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে রয়েছেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা প্রদীপ ভট্টাচার্য। এদিন সকালে মানিকতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আস্থা কমিউনিটি হল 73, 74, 80, 81 বুথে ভোটার সংখ্যা প্রায় সাড়ে তিন হাজার। সেখানেও লাইনে দাঁড়িয়ে রয়েছেন ভোটাররা ৷

Last Updated : Jun 1, 2024, 9:22 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.