কালিম্পং, 13 জুন: অনবরত অতিবৃষ্টির জেরে বিপর্যস্ত সিকিম ৷ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল 10 নম্বর জাতীয় সড়ক ৷ বৃহস্পতিবার রাতে নির্দেশিকা জারি করা হয়েছে কালিম্পংয়ের জেলাশাসকের তরফে।
মেল্লি সেতু, রবিঝোরা, লিখুভিড়ে 10 নম্বর জাতীয় সড়ক ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তা মেরামতির জন্যই আপাতত বন্ধ রাখা হচ্ছে জাতীয় সড়ক। সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবে ও রাস্তা মেরামতের কারণে এই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন৷ ফলে বাস থেকে পণ্যবাহী ভারী গাড়ি এই মুহূর্তে চলাচল নিষিদ্ধ 10 নম্বর জাতীয় সড়কে ৷ এর ফলে উত্তরবঙ্গ থেকে সিকিম যাওয়ার বিকল্প পথ হিসাবে ছোট গাড়িগুলি মুনসোং-17 মাইল-আলগাড়া-লাভা-গরুবাথান হয়ে শিলিগুড়ি যাতায়াত করতে পারবে।
তুলনামূলক বড় এবং ভারী গাড়ি বা মালবাহীগুলি পেডং-আলগাড়া-লাভা-গরুবাথান হয়ে শিলিগুড়ি পৌঁছতে পারবে। পাশাপাশি কালিম্পং থেকে দার্জিলিং যাওয়ার জন্য 27 মেইল থেকে তিস্তা ভ্যালি হয়ে দার্জিলিং পৌঁছনো যাবে বলে এদিনের বিজ্ঞপ্তিতে জানিয়েছে কালিম্পং প্রশাসন।
অন্যদিকে, উত্তর সিকিমের একাধিক জায়গায় ধসের কারণে আটকে পরেছেন অন্তত 1,700 জন পর্যটক। শুধু মাত্র লাচেন এলাকায় অন্তত 100টি গাড়িতে 800 জন পর্যটক রাস্তায় ধসের কারণে আটকে রয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের নিরাপদে অন্যত্র সরানোর কাজ শুরু করেছে বর্ডার রোড অর্গানাইজেশন, পুলিশ ও দমকল। তবে নতুন করে পর্যটকদের উত্তর সিকিমে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে সিকিম প্রশাসন।
বাতিল করা হয়েছে হাজার হাজার পারমিট। জানা গিয়েছে, 10 নং জাতীয় সড়ক দিয়ে মাল্লি ও চিতরে যাওয়ার রাস্তায় মালবাহী, বাস যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একইভাবে মাল্লি হয়ে 29 মাইল যাওয়ার রাস্তায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি রবিঝোরা, তিস্তাবাজার, পেশক, হয়ে দার্জিলিং যাওয়ার রাস্তাতেও যাতায়াতে জারি হয়েছে নিষেধাজ্ঞা।