কলকাতা, 21 মার্চ: শীঘ্রই নতুন সিলেবাসের বই হাতে পেতে চলেছে একাদশ শ্রেণির পড়ুয়ারা । ইতিমধ্যেই তা নিয়ে চলছে জোরকদমে কাজ । বইগুলি ছাপার কাজ চলছে সরস্বতী প্রেসে। এমনকী নতুন সিলেবাস নিয়ে প্রকাশকদের সঙ্গে বৈঠকও করা হয়ে গিয়েছে । উচ্চমাধ্য়মিক শিক্ষা সংসদ সূত্রে খবর, টেক্সট বুক কর্পোরেশনের সঙ্গেও বৈঠক হয়েছে ৷ যার ফলে মনে করা হচ্ছে এপ্রিল মাসেই নতুন সিলেবাসের বই হাতে পেতে পারে পড়ুয়ারা ৷
2024-25 শিক্ষাবর্ষ থেকে একাদশ এবং 2025-26 শিক্ষাবর্ষ থেকে দ্বাদশ শ্রেণিতে বছরে দু'বার হবে পরীক্ষা । ফলে ওই বছর থেকে বছরে দু'বার করে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে পড়ুয়ারা । যাকে শিক্ষা পরিভাষায় বলা হয় সেমিস্টার পদ্ধতি । এই পরীক্ষার একটি হবে নভেম্বরে আর অন্যটি মার্চে । নতুন এই পদ্ধতির জন্য বদল আনা হয়েছে সিলেবাসে । 2013 সালের পর এই 2024-এ বদল এল সিলেবাসে ।
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে যে, নতুন এই সিলেবাসে বেশ কিছু বদল রয়েছে । সিলেবাস বদলের ক্ষেত্রে সংসদের তরফে জানানো হয়েছে, বাংলায় যে যে লেখক বা কবির লেখা ছিল সেই সব তো রয়েছে । তবে পুরোনো যে কবিতা এবং গল্প ছিল তার বদল হয়ে নতুন গল্প এবং কবিতা আনা হয়েছে । সংযোজন হয়েছে তরুণ কবি শ্রীজাতর কবিতা । অপরদিকে ইংরেজি ভাষার ক্ষেত্রেও বেশ কিছু বদল এসেছে ।
এছাড়াও বদল আনা হয়েছে ইতিহাসেও । 1857 সাল থেকে স্বাধীনতার আগের এবং পরের ইতিহাস এবার সিলেবাসে রাখা হয়েছে । এমনকী এবার থেকে 1971 সালের মুক্তিযুদ্ধ পড়বে একাদশ এবং দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা । এছাড়াও আছে নেতাজি, গান্ধীজির কথা । ইতিহাসের সঙ্গে বেশ কিছু ক্ষেত্রে মিল রয়েছে রাষ্ট্রবিজ্ঞানে। সেখানেও পড়ুয়ারা পড়বে আজাদ হিন্দ বাহিনী ও নেতাজির কথা । বাণিজ্যের ক্ষেত্রে ট্যাক্স, জিএসটি'র মতো বিষয়ে রয়েছে নতুনত্বের ছাপ।
আরও পড়ুন :