ETV Bharat / state

রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে কাজ করুক প্রশাসন, রাজ্যপালের পাশে বসে বার্তা রেখা শর্মার - NCW demanded President rule

NCW demanded President rule in Sandeshkhali: মুখ্যমন্ত্রী হিসেবে নয়, সাধারণ মহিলা হিসেবে সন্দেশখালিতে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে যেতে বললেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা ৷ সোমবারই সন্দেশখালি গিয়েছিলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা-সহ কমিশনের অন্য দুই আধিকারিক। সন্দেশখালি থেকে তাঁরা সোজা এসে পৌঁছন রাজভবনে।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 19, 2024, 10:13 PM IST

Updated : Feb 19, 2024, 10:25 PM IST

সাংবাদিক সম্মলেনে রেখা শর্মা

কলকাতা, 19 ফেব্রুয়ারি: "মুখ্যমন্ত্রী নন, একজন সাধারণ মহিলা হিসেবে ঘটনাস্থলে গেলে কতটা অপরাধ হয়েছে বুঝতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷" সোমবার সন্ধ্যায় রাজ্যপালকে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠকে এমনটাই বললেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। তাঁর আরও দাবি, রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে প্রশাসনকে কাজ করতে হবে । এদিকে, রাজ্যপালের পাশে বসে রেখা যখন প্রশাসনকে সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছেন ঠিক তখনই স্থানীয় এক সাংবাদিককে গ্রেফতার করল পুলিশ। তবে ঠিক কোন অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়েছে তা রাত পর্যন্ত স্পষ্ট নয়।

রাজভবনে আসার আগে এদিন সকালে কলকাতায় এসেই সন্দেশখালি গিয়েছিলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা-সহ কমিশনের অন্য দুই সদস্য । সন্দেশখালি থেকে তাঁরা সোজা এসে পৌঁছন রাজভবনে। রাজ্যপালের সঙ্গে একপ্রস্থ বৈঠকও করলেন তাঁরা। প্রায় দু'ঘণ্টা পর বৈঠক সেরে ঘুরে দেখেন রাজভবনের 'সেফ হোম'।

এদিন রেখা শর্মা বলেন, "আমার মতে রাষ্ট্রপতি শাসন জারি হওয়া দরকার। শাহজাহানকে বাঁচানো হচ্ছে কারণ সে একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। রাজনৈতিক সন্ত্রাস মিটতে সময় লাগে। এখানে কিছু দুষ্কৃতী এই সন্ত্রাস তৈরি করছে। আজ আমি এসপির সঙ্গেও কথা বলেছি। আমি যা দেখলাম সব দেখে যে রিপোর্ট দেব। এ কথা বলব এখানে রাষ্ট্রপতি শাসন হলেই পরিস্তিতি ঠিক হবে।"

পরে সাংবাদিক বৈঠকে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বলেন, "প্রথমে যেমন শোনা যাচ্ছিল, একজনই নির্যাতিতা আছেন, কিন্তু আমরা যখন গেলাম তখন অনেকেই অভিযোগ করেছেন আমাদের কাছে। একজন অভিযোগ করেছেন পার্টি অফিসে নিয়ে গিয়ে তাঁর উপর নির্যাতন করা হয়েছে। যাঁরা বলছেন এরকম কোনও ঘটনা ঘটছে না, তাঁরা একটু গিয়ে দেখুন। আজ ভাই হিসেবে বোনদের জন্য ঘর বানিয়েছেন রাজ্যপাল। সন্দেশখালিতে যারা নিজেদের সুরক্ষিত ভাবতে পারছেন না তাঁদের জন্য এই ব্যবস্থা। কিন্তু ওই মহিলারা নিজের ঘরে নিরাপত্তা চাইছেন। পুলিশদের কাছে আবেদন করব তারা রাজনৈতিক প্রভাব থেকে বেরিয়ে কাজ করুক। বুধবার আমি রাজ্য পুলিশের ডিজির সঙ্গে দেখা করব। মাত্র দু'জন গ্রেফতার হয়েছেন। শাহজাহান এখনও গ্রেফতার হননি।"

রাজ্যের শাসক দল তৃণমূলের অভিযোগ, মহিলা কমিশন বিজেপি শাসিত অঞ্চলে যায় না অথচ বাংলায় আসেন। এই প্রসঙ্গে রেখা শর্মা বলেন, "পশ্চিমবঙ্গের স্টেট কমিশন কখনও আমাদের কোনও অনুষ্ঠানে আসে না। কোনওরকম সাহায্য চায় না। আমি মণিপুরের গিয়েছি। মণিপুরের ঘটনা আর বাংলার ঘটনা আলাদা। প্রতিটি রাজ্যেই আমি যাই। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ সব জায়গায় যাই। আজ এসপির অফিসেই 9টি অভিযোগ হয়েছে । একটা অভিযোগে আবার 130 জনের বেশি স্বাক্ষর করেছেন।"

আরও পড়ুন

'উন্নাও, হাথরসের মতো ঘটনায় জাতীয় মহিলা কমিশনে দেখা মেলে না' কটাক্ষ সেলিমের

পিস রুমের পর সেফ হোম, সন্দেশখালির নির্যাতিতাদের জন্য রাজভবনে থাকার ব্যবস্থা

সাংবাদিক সম্মলেনে রেখা শর্মা

কলকাতা, 19 ফেব্রুয়ারি: "মুখ্যমন্ত্রী নন, একজন সাধারণ মহিলা হিসেবে ঘটনাস্থলে গেলে কতটা অপরাধ হয়েছে বুঝতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷" সোমবার সন্ধ্যায় রাজ্যপালকে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠকে এমনটাই বললেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। তাঁর আরও দাবি, রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে প্রশাসনকে কাজ করতে হবে । এদিকে, রাজ্যপালের পাশে বসে রেখা যখন প্রশাসনকে সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছেন ঠিক তখনই স্থানীয় এক সাংবাদিককে গ্রেফতার করল পুলিশ। তবে ঠিক কোন অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়েছে তা রাত পর্যন্ত স্পষ্ট নয়।

রাজভবনে আসার আগে এদিন সকালে কলকাতায় এসেই সন্দেশখালি গিয়েছিলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা-সহ কমিশনের অন্য দুই সদস্য । সন্দেশখালি থেকে তাঁরা সোজা এসে পৌঁছন রাজভবনে। রাজ্যপালের সঙ্গে একপ্রস্থ বৈঠকও করলেন তাঁরা। প্রায় দু'ঘণ্টা পর বৈঠক সেরে ঘুরে দেখেন রাজভবনের 'সেফ হোম'।

এদিন রেখা শর্মা বলেন, "আমার মতে রাষ্ট্রপতি শাসন জারি হওয়া দরকার। শাহজাহানকে বাঁচানো হচ্ছে কারণ সে একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। রাজনৈতিক সন্ত্রাস মিটতে সময় লাগে। এখানে কিছু দুষ্কৃতী এই সন্ত্রাস তৈরি করছে। আজ আমি এসপির সঙ্গেও কথা বলেছি। আমি যা দেখলাম সব দেখে যে রিপোর্ট দেব। এ কথা বলব এখানে রাষ্ট্রপতি শাসন হলেই পরিস্তিতি ঠিক হবে।"

পরে সাংবাদিক বৈঠকে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বলেন, "প্রথমে যেমন শোনা যাচ্ছিল, একজনই নির্যাতিতা আছেন, কিন্তু আমরা যখন গেলাম তখন অনেকেই অভিযোগ করেছেন আমাদের কাছে। একজন অভিযোগ করেছেন পার্টি অফিসে নিয়ে গিয়ে তাঁর উপর নির্যাতন করা হয়েছে। যাঁরা বলছেন এরকম কোনও ঘটনা ঘটছে না, তাঁরা একটু গিয়ে দেখুন। আজ ভাই হিসেবে বোনদের জন্য ঘর বানিয়েছেন রাজ্যপাল। সন্দেশখালিতে যারা নিজেদের সুরক্ষিত ভাবতে পারছেন না তাঁদের জন্য এই ব্যবস্থা। কিন্তু ওই মহিলারা নিজের ঘরে নিরাপত্তা চাইছেন। পুলিশদের কাছে আবেদন করব তারা রাজনৈতিক প্রভাব থেকে বেরিয়ে কাজ করুক। বুধবার আমি রাজ্য পুলিশের ডিজির সঙ্গে দেখা করব। মাত্র দু'জন গ্রেফতার হয়েছেন। শাহজাহান এখনও গ্রেফতার হননি।"

রাজ্যের শাসক দল তৃণমূলের অভিযোগ, মহিলা কমিশন বিজেপি শাসিত অঞ্চলে যায় না অথচ বাংলায় আসেন। এই প্রসঙ্গে রেখা শর্মা বলেন, "পশ্চিমবঙ্গের স্টেট কমিশন কখনও আমাদের কোনও অনুষ্ঠানে আসে না। কোনওরকম সাহায্য চায় না। আমি মণিপুরের গিয়েছি। মণিপুরের ঘটনা আর বাংলার ঘটনা আলাদা। প্রতিটি রাজ্যেই আমি যাই। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ সব জায়গায় যাই। আজ এসপির অফিসেই 9টি অভিযোগ হয়েছে । একটা অভিযোগে আবার 130 জনের বেশি স্বাক্ষর করেছেন।"

আরও পড়ুন

'উন্নাও, হাথরসের মতো ঘটনায় জাতীয় মহিলা কমিশনে দেখা মেলে না' কটাক্ষ সেলিমের

পিস রুমের পর সেফ হোম, সন্দেশখালির নির্যাতিতাদের জন্য রাজভবনে থাকার ব্যবস্থা

Last Updated : Feb 19, 2024, 10:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.