ETV Bharat / state

'রিফিউজি হয়ে গেলাম ?' বালুরঘাটে ভোট না দিতে পেরে আতঙ্কিত 43 মহিলা - Female voters deprived of voting - FEMALE VOTERS DEPRIVED OF VOTING

Lok Sabha Election 2024: সকাল সকাল ভোট দিতে গিয়েছিলেন মহিলারা ৷ এদিকে ভোটকেন্দ্রে গিয়ে জানতে পারেন ভোটার তালিকায় তাঁদের নাম নেই ৷ এমনটাই ঘটেছে 43 জন মহিলা ভোটারের সঙ্গে ৷ ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে ৷

Female voters name deleted in Balurghat Lok Sabha
বালুরঘাটে হরিরামপুরে বহু মহিলা ভোটারের নাম বাদ পড়েছে
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 27, 2024, 5:53 PM IST

43 জন মহিলা ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ায় ভোট দিতে পারলেন না তাঁরা

হরিরামপুর, 27 এপ্রিল: "আমি কি রিফিউজি হয়ে গিয়েছি ?", দাওয়ায় বসে বারবার এই কথা বলছিলেন প্রৌঢ়া ৷ শুক্রবার, 26 এপ্রিল দেশজুড়ে দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন হয়েছে ৷ তার মধ্যে অন্যতম ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট কেন্দ্র ৷ এই কেন্দ্রের ভোটার কল্পনা আচার্য ৷

এদিন তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি ৷ ভোটকেন্দ্রে গিয়ে তিনি জানতে পারেন, ভোটার তালিকায় তাঁর নাম নেই ৷ স্বভাবতই আতঙ্কিত হয়ে পড়েন সত্তরোর্ধ্ব প্রৌঢ়া ৷ শুধু তিনিই নন, এভাবেই ভোটার তালিকা থেকে উধাও হয়ে গিয়েছে 43 জন মহিলা ভোটারের নাম ৷ এতে স্বভাবতই ধোঁয়াশা তৈরি হয়েছে ৷ কল্পনা আচার্য বিডিও-র সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন ৷ কিন্তু তাঁকে পাননি ৷ কাজেই প্রৌঢ়ার ভোট দেওয়াও হয়নি ৷ তাতেই শঙ্কিত কল্পনা দেবীর প্রশ্ন, ভোট দিতে না-পারার কারণ কি ? তিনি হঠাৎ শরণার্থী হয়ে গেলেন ?

ভোটের দিন ঘোষণার ক'দিন আগে 11 মার্চ দেশে সিএএ কার্যকর করে কেন্দ্রীয় সরকার ৷ সিএএ কার্যকর হওয়ার আগে থাকতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার নাগরিকত্ব সংশোধনী আইনে নতুন করে নাগরিকত্বের আবেদন জানাতে নিষেধ করে চলেছেন ৷ তিনি বলেছেন, নাগরিকত্বের আবেদন জানালেই সেই আবেদনকারী শরণার্থী হয়ে যাবেন ৷ তাঁর প্রতিটি জনসভাতেও সিএএ-এনআরসি প্রসঙ্গ উঠেছে ৷ তিনি এনিয়ে সাধারণ মানুষকে সতর্ক করেছেন ৷

অন্যদিকে, রাজ্যে একাধিক নির্বাচনী প্রচারে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সিএএ-র অধীনে নাগরিকত্ব পাওয়ার আশ্বাস দিয়েছেন ৷ এই অবস্থায় ওপার বাংলা থেকে আসা অনেকেই কী করবেন, তা নিয়ে ধন্দে পড়েছেন ৷

এদিন এই ঘটনা ঘটেছে হরিরামপুর ব্লকের হরিরামপুর বিবেকানন্দ বিদ্যা ভবনের 93 নম্বর বুথে ৷ ভোট দিতে গিয়ে ফিরে এসেছেন 43 জন মহিলা ভোটার ৷ এ বিষয়ে প্রিসাইডিং অফিসার কোনও সদুত্তর দিতে পারেননি ৷ এ বিষয়টি নিয়ে বুথ লেভেল অফিসার বা বিএলও তুলতুলি সরকার প্রামাণিক জানান, তিনি এ ব্যাপারে কিছু জানেন না ৷

নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণার সময় সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিল ৷ এদিকে এই অবস্থায় ভোট দিতে পারলেন না 43 জন মহিলা ভোটার ৷ হঠাৎ কেন ভোটার তালিকা থেকে বাদ পড়ল তাঁদের নাম, তার উত্তর মেলেনি ৷

আরও পড়ুন:

  1. সন্দেশখালিতে অস্ত্র-বিস্ফোরক উদ্ধার! মমতার গ্রেফতারের দাবি শুভেন্দুর
  2. লাল ঝান্ডার অস্তিত্ব এখন বিরিয়ানির হাঁড়িতেই, সৃজনকে কটাক্ষ 'মাছে-ভাতে' সায়নীর
  3. সন্দেশখালিতে অস্ত্র মজুত ছিল নাকি বাইরে থেকে নিয়ে লোকদেখানো উদ্ধার, প্রশ্ন তুললেন মমতা

43 জন মহিলা ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ায় ভোট দিতে পারলেন না তাঁরা

হরিরামপুর, 27 এপ্রিল: "আমি কি রিফিউজি হয়ে গিয়েছি ?", দাওয়ায় বসে বারবার এই কথা বলছিলেন প্রৌঢ়া ৷ শুক্রবার, 26 এপ্রিল দেশজুড়ে দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন হয়েছে ৷ তার মধ্যে অন্যতম ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট কেন্দ্র ৷ এই কেন্দ্রের ভোটার কল্পনা আচার্য ৷

এদিন তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি ৷ ভোটকেন্দ্রে গিয়ে তিনি জানতে পারেন, ভোটার তালিকায় তাঁর নাম নেই ৷ স্বভাবতই আতঙ্কিত হয়ে পড়েন সত্তরোর্ধ্ব প্রৌঢ়া ৷ শুধু তিনিই নন, এভাবেই ভোটার তালিকা থেকে উধাও হয়ে গিয়েছে 43 জন মহিলা ভোটারের নাম ৷ এতে স্বভাবতই ধোঁয়াশা তৈরি হয়েছে ৷ কল্পনা আচার্য বিডিও-র সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন ৷ কিন্তু তাঁকে পাননি ৷ কাজেই প্রৌঢ়ার ভোট দেওয়াও হয়নি ৷ তাতেই শঙ্কিত কল্পনা দেবীর প্রশ্ন, ভোট দিতে না-পারার কারণ কি ? তিনি হঠাৎ শরণার্থী হয়ে গেলেন ?

ভোটের দিন ঘোষণার ক'দিন আগে 11 মার্চ দেশে সিএএ কার্যকর করে কেন্দ্রীয় সরকার ৷ সিএএ কার্যকর হওয়ার আগে থাকতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার নাগরিকত্ব সংশোধনী আইনে নতুন করে নাগরিকত্বের আবেদন জানাতে নিষেধ করে চলেছেন ৷ তিনি বলেছেন, নাগরিকত্বের আবেদন জানালেই সেই আবেদনকারী শরণার্থী হয়ে যাবেন ৷ তাঁর প্রতিটি জনসভাতেও সিএএ-এনআরসি প্রসঙ্গ উঠেছে ৷ তিনি এনিয়ে সাধারণ মানুষকে সতর্ক করেছেন ৷

অন্যদিকে, রাজ্যে একাধিক নির্বাচনী প্রচারে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সিএএ-র অধীনে নাগরিকত্ব পাওয়ার আশ্বাস দিয়েছেন ৷ এই অবস্থায় ওপার বাংলা থেকে আসা অনেকেই কী করবেন, তা নিয়ে ধন্দে পড়েছেন ৷

এদিন এই ঘটনা ঘটেছে হরিরামপুর ব্লকের হরিরামপুর বিবেকানন্দ বিদ্যা ভবনের 93 নম্বর বুথে ৷ ভোট দিতে গিয়ে ফিরে এসেছেন 43 জন মহিলা ভোটার ৷ এ বিষয়ে প্রিসাইডিং অফিসার কোনও সদুত্তর দিতে পারেননি ৷ এ বিষয়টি নিয়ে বুথ লেভেল অফিসার বা বিএলও তুলতুলি সরকার প্রামাণিক জানান, তিনি এ ব্যাপারে কিছু জানেন না ৷

নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণার সময় সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিল ৷ এদিকে এই অবস্থায় ভোট দিতে পারলেন না 43 জন মহিলা ভোটার ৷ হঠাৎ কেন ভোটার তালিকা থেকে বাদ পড়ল তাঁদের নাম, তার উত্তর মেলেনি ৷

আরও পড়ুন:

  1. সন্দেশখালিতে অস্ত্র-বিস্ফোরক উদ্ধার! মমতার গ্রেফতারের দাবি শুভেন্দুর
  2. লাল ঝান্ডার অস্তিত্ব এখন বিরিয়ানির হাঁড়িতেই, সৃজনকে কটাক্ষ 'মাছে-ভাতে' সায়নীর
  3. সন্দেশখালিতে অস্ত্র মজুত ছিল নাকি বাইরে থেকে নিয়ে লোকদেখানো উদ্ধার, প্রশ্ন তুললেন মমতা
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.