ETV Bharat / state

শুক্রবারের বনধ সমর্থন নয়, বেতন কাটার হুঁশিয়ারি দিয়ে বিজ্ঞপ্তি নবান্নর - RG Kar Doctor Rape and Murder Case - RG KAR DOCTOR RAPE AND MURDER CASE

Mamata Banerjee on SUCI Strike: বনধে যাতে নাগরিক জীবন স্বাভাবিক থাকে, তার জন্য বিজ্ঞপ্তি জারি করল নবান্ন ৷ এদিন বিকেলে রাজভবনের সামনে থেকেই বনধ না-মানার কথা জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷

CM Mamata Banerjee
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (ছবি সৌজন্য: এএনআই)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 15, 2024, 8:05 PM IST

Updated : Aug 15, 2024, 8:45 PM IST

কলকাতা, 15 অগস্ট: রাজ্য সরকার কর্মনাশা বনধকে সমর্থন করে না ৷ এটা এই সরকারের নীতিগত অবস্থান ৷ শুক্রবার বিকেলে রাজভবনের সামনে থেকে পরিষ্কার জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নবান্নের তরফেও একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ৷ সরকারি কর্মীদের এদিন হাজিরা বাধ্যতামূলক করা হয়েছে ৷ বিনা হাজিরায় একদিনের বেতন কাটা যাবে, বিজ্ঞপ্তিতে জানিয়েছে রাজ্য সরকার ৷

বুধ ও বৃহস্পতির মধ্যরাতে আরজি কর হাসপাতালের জরুরি বিভাগে তাণ্ডব চালিয়েছে কয়েকজন দুষ্কৃতী ৷ এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা ৷ এই অবস্থায় এসইউসিআই শুক্রবার রাজ্যজুড়ে 12 ঘণ্টার বনধ ডেকেছে ৷ এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমাদের বাংলায় স্ট্রাইক হয় না ৷ কারণ স্ট্রাইক বন্ধ করা আছে ৷ যে স্ট্রাইকে যোগ দেবে, সে নিজেরটা নিজে বুঝে নেবে ৷ আমি সবাইকে সবকিছু খোলা রাখার আবেদন জানাব ৷" এই বনধকে বাম-রামের চক্রান্ত বলে উল্লেখ করেন তিনি ৷

Nabanna on Strike of SUCI
বনধ নিয়ে সরকারের বিজ্ঞপ্তি (ইটিভি ভারত)

অতএব শুক্রবার অর্থাৎ আগামীকাল রাজ্যে ডাকা 12 ঘণ্টার বাংলা বনধের কোনও প্রভাব কোথাও পড়বে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ এদিন রাজ্য সরকারের তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, তাতে স্পষ্ট ভাবে বলা হয়েছে, সমস্ত দফতরের কর্মীদের আর পাঁচটা সাধারণ দিনের মতোই অফিসে আসতে হবে ৷ সরকারি এবং বেসরকারি পরিবহণ যাতে স্বাভাবিক থাকবে ৷ রাজ্যবাসীকে রাস্তায় নেমে অসুবিধার মধ্যে পড়তে না হয়, সেজন্য রাজ্যের পরিবহণ সচিব সরকারি এবং বেসরকারি সংস্থার সঙ্গে আলোচনা করে আগামিকাল সর্বাধিক মাত্রায় বাস যাতে দেওয়া যায়, তা নিশ্চিত করবেন ৷

Nabanna on Strike of SUCI
বনধ নিয়ে সরকারের বিজ্ঞপ্তি (ইটিভি ভারত)

এই বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে 16ই আগস্ট অর্থাৎ আগামিকাল কেউ ছুটি নিতে পারবে না ৷ তবে অতি জরুরি ক্ষেত্রে তা অবশ্যই ব্যতিক্রম ৷ সাম্প্রতিক সময়ে 16 অগস্টের জন্য করা ছুটির আবেদন বাতিল করেছেন নবান্ন ৷ এক্ষেত্রে সরকারি কর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে বলা হয়েছে ৷ সরকারি কর্মীরা এদিন হাজিরা না দিলে, তাঁদের একদিনের বেতন কাটা যাবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে ৷

কলকাতা, 15 অগস্ট: রাজ্য সরকার কর্মনাশা বনধকে সমর্থন করে না ৷ এটা এই সরকারের নীতিগত অবস্থান ৷ শুক্রবার বিকেলে রাজভবনের সামনে থেকে পরিষ্কার জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নবান্নের তরফেও একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ৷ সরকারি কর্মীদের এদিন হাজিরা বাধ্যতামূলক করা হয়েছে ৷ বিনা হাজিরায় একদিনের বেতন কাটা যাবে, বিজ্ঞপ্তিতে জানিয়েছে রাজ্য সরকার ৷

বুধ ও বৃহস্পতির মধ্যরাতে আরজি কর হাসপাতালের জরুরি বিভাগে তাণ্ডব চালিয়েছে কয়েকজন দুষ্কৃতী ৷ এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা ৷ এই অবস্থায় এসইউসিআই শুক্রবার রাজ্যজুড়ে 12 ঘণ্টার বনধ ডেকেছে ৷ এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমাদের বাংলায় স্ট্রাইক হয় না ৷ কারণ স্ট্রাইক বন্ধ করা আছে ৷ যে স্ট্রাইকে যোগ দেবে, সে নিজেরটা নিজে বুঝে নেবে ৷ আমি সবাইকে সবকিছু খোলা রাখার আবেদন জানাব ৷" এই বনধকে বাম-রামের চক্রান্ত বলে উল্লেখ করেন তিনি ৷

Nabanna on Strike of SUCI
বনধ নিয়ে সরকারের বিজ্ঞপ্তি (ইটিভি ভারত)

অতএব শুক্রবার অর্থাৎ আগামীকাল রাজ্যে ডাকা 12 ঘণ্টার বাংলা বনধের কোনও প্রভাব কোথাও পড়বে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ এদিন রাজ্য সরকারের তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, তাতে স্পষ্ট ভাবে বলা হয়েছে, সমস্ত দফতরের কর্মীদের আর পাঁচটা সাধারণ দিনের মতোই অফিসে আসতে হবে ৷ সরকারি এবং বেসরকারি পরিবহণ যাতে স্বাভাবিক থাকবে ৷ রাজ্যবাসীকে রাস্তায় নেমে অসুবিধার মধ্যে পড়তে না হয়, সেজন্য রাজ্যের পরিবহণ সচিব সরকারি এবং বেসরকারি সংস্থার সঙ্গে আলোচনা করে আগামিকাল সর্বাধিক মাত্রায় বাস যাতে দেওয়া যায়, তা নিশ্চিত করবেন ৷

Nabanna on Strike of SUCI
বনধ নিয়ে সরকারের বিজ্ঞপ্তি (ইটিভি ভারত)

এই বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে 16ই আগস্ট অর্থাৎ আগামিকাল কেউ ছুটি নিতে পারবে না ৷ তবে অতি জরুরি ক্ষেত্রে তা অবশ্যই ব্যতিক্রম ৷ সাম্প্রতিক সময়ে 16 অগস্টের জন্য করা ছুটির আবেদন বাতিল করেছেন নবান্ন ৷ এক্ষেত্রে সরকারি কর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে বলা হয়েছে ৷ সরকারি কর্মীরা এদিন হাজিরা না দিলে, তাঁদের একদিনের বেতন কাটা যাবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে ৷

Last Updated : Aug 15, 2024, 8:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.