কলকাতা, 19 অগস্ট: আরজি করে চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার পর থেকেই হাসপাতালে অধ্যক্ষ সঞ্জীব ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল । বিশেষ করে চিকিৎসকদের একাংশ তথা প্রতিবাদীদের তরফ থেকে সেখানে এই দুর্নীতিচক্রের অভিযোগ তোলা হচ্ছিল । এবার আরজি করের দুর্নীতির তদন্ত করতে চার সদস্যের সিট গঠন করল নবান্ন ।
সোমবার রাজ্যের স্বরাষ্ট্র দফতরের তরফ থেকে চার সদস্যের সিট গঠনের কথা ঘোষণা করা হয়েছে । এই সিটের মাথায় রয়েছেন স্বামী বিবেকানন্দ পুলিশ অ্যাকাডেমির দায়িত্বে থাকা আইজি প্রণব কুমার । এছাড়াও থাকছেন ডিআইজি মুর্শিদাবাদ রেঞ্জ ওয়াকার রাজা, থাকছেন ডিআইজি সিআইডি সোমা দাস মিত্র ও কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় ।
বলা হয়েছে আরজি কর নিয়ে ওঠা সমস্ত দুর্নীতির অভিযোগ নিয়ে এরা তদন্ত করবে এবং রাজ্য সরকারকে আগামী একমাসের মধ্যে রিপোর্ট দেবে ।
প্রসঙ্গত, আরজি কর হাসপাতালে মহিলা জুনিয়র চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলায় রাজ্য রাজনীতি উত্তাল । প্রতিবাদ জানাচ্ছে সব মহল ৷ দেশজুড়ে ছড়িয়ে পড়েছে আন্দোলন ৷ চলছে চিকিৎসকদরে কর্মবিরতিও ৷
ধর্ষণ ও খুনের ঘটনার তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ৷ এই অবস্থায় আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের তরফ থেকে যে দুর্নীতির অভিযোগ তোলা হয়েছিল তা নিয়ে এবার পদক্ষেপ করল নবান্ন । এই অবস্থায় দেখার আন্দোলনকারীরা রাজ্য সরকারের এই পদক্ষেপকে কীভাবে ব্যাখ্যা করে । এছাড়াও রাজ্য সরকারের সিট কতটা দুর্নীতির তদন্তে সফল হয় সেই দিকে তাকিয়ে রাজনৈতিক মহল ৷