দুর্গাপুর, 6 মার্চ: লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশিত হয়নি ৷ তবে রাজনৈতিক দলগুলির তৎপরতা দেখে বোঝা যাচ্ছে শিয়রে নির্বাচন ৷ বঙ্গের 42টি আসনের মধ্যে 20টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি ৷ প্রার্থীরা প্রচার করতে শুরু করেছেন ৷ পদযাত্রা, জনসভা, দেওয়াল লিখন, স্ট্রিট কর্নার, কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ, প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রীর রাজ্যের বিভিন্ন জেলায় উপস্থিতি এবং রাজনৈতিক হেভিওয়েটদের গরমাগরম বক্তব্য জানান দিচ্ছে, 'ভোট এসে গিয়েছে'। সেই প্রেক্ষাপটে ইটিভি ভারতের মুখোমুখি রাজ্যের শাসক দলের সংখ্যালঘু সেল তথা ইটাহারের তৃণমূল কংগ্রেসের বিধায়ক মোশারফ হোসেন।
এদিন ইটিভি ভারতের সাংবাদিকের কাছেই জানান, এরাজ্যের মানুষ অত্যন্ত নিরাপদে ও শান্তিতে আছেন ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা উল্লেখ করেন ৷ তিনি বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজ করেছেন তাতে রাজ্যের সংখ্যালঘু মানুষ অত্যন্ত সন্তুষ্ট। তাই সংখ্যালঘু ভোটব্যাংক 2021 সালে যেমন তৃণমূল কংগ্রেসের পক্ষে ছিল সেই ভোট আজও তৃণমূল কংগ্রেসের অটুট আছে ।"
পাশাপাশি সন্দেশখালির সংখ্যালঘুদের নেতা শেখ শাহজাহান এবং তার দলের লোকজনকে নিয়ে স্থানীয় মানুযের উপর অত্যাচার নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলি যখন এরাজ্যের রাজনৈতিক ফায়দা তুলতে মরিয়া তখন শাসকদলের সংখ্যালঘু সেল-এর সভাপতি মোশারফ হোসেন জানিয়ে দিলেন, "এরা সিপিআইএম থেকে আসা লোক। এদেরকে সামনে রেখে সংখ্যালঘু ভোটব্যাংক ভাগ করার রঙিন স্বপ্ন দেখছে বিজেপি। কিন্তু তৃণমূল কংগ্রেস এই ধরনের কাজকর্মকে যে সমর্থন করে না তা স্পষ্ট করেছেন দলনেত্রী । এদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সুতরাং সন্দেশখালির ঘটনার কোনও প্রভাব পড়বে না নির্বাচনে ।"
ইটাহারের তৃণমূল কংগ্রেসের বিধায়ক মোশারফ হোসেন আইএসএফ-কে কাটক্ষ করতে ছাড়েননি ৷ নওশাদ সিদ্দিকি-র দল আইএসএফ 'ব্যবসায়িক দল' বলে কটাক্ষ করেন ৷ বিজেপি কেন্দ্রীয় স্তরে ব্যবহার করে এই দলকে ৷ সেই সঙ্গে কংগ্রেস ও সিপিআইএমকে 'মাইক্রোস্কোপিক দল' বলে কটাক্ষ করেন বিধায়ক। কংগ্রেস এবং সিপিআইএমের জোটের প্রার্থী বাইরন বিশ্বাস সাগরদিঘিতে জয়লাভের পর রাজনৈতিক বিশ্লেষকরা বলেছিলেন সংখ্যালঘু ভোটব্যাংক থাবা বসালো বিরোধী বাম কংগ্রেস জোট। সেই তত্ত্বকে খারিজ করে দিয়ে মোশারফ হোসেন জানান, "সাগরদিঘীতে আমাদের প্রার্থী নির্বাচনে ত্রুটি ছিল। সেখানে মহাজোট হয়েছিল যেখানে বিজেপি ও তাদেরকে সমর্থন করেছিল। সংখ্যালঘু ভোট একেবারে অটুট আছে তৃণমূল কংগ্রেসের পক্ষে। লোকসভা নির্বাচনে তার প্রমাণ মিলবে।"
আরও পড়ুন: