কলকাতা, 4 জুন: লোকসভা ভোট গণনার দিন বৃষ্টি বাধা হবে কি না তা জানতে অনেকেই আগ্রহী। হাওয়া অফিস জানিয়ে দিয়েছে, বৃষ্টি বাধা হয়ে দাঁড়াবে না ভোটগণনায় ৷
উত্তরবঙ্গে বর্ষা শুরু হয়েছে। তাই পাহাড় এবং সমতলের বিস্তীর্ণ এলাকাজুড়ে বৃষ্টি মিলবে। আজ, 4 তারিখ উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলা, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ দিনাজপুর এবং মালদায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আগামিকাল এবং পরশু অর্থাৎ 5 এবং 6 জুন উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। এই দু'দিন দক্ষিণের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি। 7, 8 এবং 9 তারিখ সার্বিকভাবে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে উত্তরবঙ্গে।
পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দুই বর্ধমান এবং বীরভূম জেলায় আগামী 48 ঘণ্টায় তাপমাত্রা বাড়বে। জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। ফলে এই জেলাগুলিতে চরম অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হবে। আবহবিদরা বলছেন, উত্তরপ্রদেশ থেকে অসম পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। তার প্রভাবে সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। ফলে বাড়তি আর্দ্রতার প্রভাবে গরমের অস্বস্তি আরও বাড়বে ।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু এখন উত্তরপূর্বমুখী। তা ইসলামপুরের ওপরে অবস্থান করছে। এই রাজ্যে তার কোনও অগ্রগতি হয়নি ৷ তবে বঙ্গোপসাগরের ওপর পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু অগ্রসর হয়েছে। এখন প্রশ্ন হল দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করবে কবে। হাওয়া অফিস এই ব্যাপারে নির্দিষ্ট করে জানায়নি।
দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের স্বাভাবিক দিন 10 জুন। আপাতত আগামী দুই তিন দিনের মধ্যে বর্ষা কেরল এবং তামিলনাড়ুর সীমা ছাড়িয়ে কর্ণাটক ও রায়লসীমার দিকে ঢুকবে। তারপর আরও পূর্ব ভারতের দিকে অগ্রসর হবে। তাই উত্তরবঙ্গে বর্ষা কিছুটা আগে ঢুকলেও তা নিয়ে আশাহত হওয়ার কারণ নেই। দক্ষিণবঙ্গে নির্ধারিত সময়ে বর্ষা প্রবেশ করবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।
সোমবার কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.9 ডিগ্রি যা স্বাভাবিকের চেয়ে 1.9 ডিগ্রির কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.9 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 85 শতাংশ, সর্বনিম্ন 51 শতাংশ। আজ মঙ্গলবার দিনের আকাশ সাধারণত মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 33 ডিগ্রি এবং 28 ডিগ্রির আশেপাশে থাকবে ৷