কলকাতা, 23 জুলাই: বৃষ্টি পরিস্থিতি এখন রাজ্যজুড়ে। ঘূর্ণাবর্তের কোনও সম্ভাবনা সাগরে নেই। তবে মৌসুমী অক্ষরেখা সক্রিয় এবং আরব সাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করায় দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি পরিস্থিতি। উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট কমলেও, থমাবে না ৷ আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। মৌসুমী অক্ষরেখার অনুকূল অবস্থান এর কারণেই বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে আর তার প্রভাবেই বৃষ্টি চলবে রাজ্যে। জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত ৷
হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ ও আগামিকাল পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে । আজ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে, হুগলি ও পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। পূর্ব মেদিনীপুরে বৃষ্টি ভারী বৃষ্টি চলবে আগামিকাল বুধবারও ৷ পাশাপাশি ঝড়ো হাওয়ার কারণে সমুদ্র থাকবে উত্তাল ৷ নিরাপত্তার স্বার্থে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ সর্বোচ্চ 65 কিলোমিটার পর্যন্ত গতিবেগ থাকবে ঝড়ো হাওয়া বইতে পারে। ফলে 25 জুলাই পর্যন্ত উত্তর-পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের প্রবেশ নিষিদ্ধ করেছে আবহাওয়া দফতর ।
উত্তরবঙ্গে বৃষ্টির দাপট কমলেও, তা থামাবে না ৷ আগামী 24 ঘণ্টায় উত্তরবঙ্গে কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। সেইসঙ্গে দার্জিলিং, কোচবিহার এবং জলপাইগুড়িতেও বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে । আগামী 48 ঘণ্টায় মালদা ও দুই দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা আছে ।
সোমবার কলকাতা এবং সংলগ্ন অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.2 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 97 শতাংশ, সর্বনিম্ন 88 শতাংশ। গত 24 ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে 34.6 মিলিমিটার । আজ মঙ্গলবার দিনের আকাশ মেঘলা থাকতে পারে । বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে । সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে ।