ETV Bharat / state

চা-বাগানে বন্ধুদের নিয়ে নাবালিকা প্রেমিকাকে গণধর্ষণ ! গ্রেফতার প্রেমিক-সহ অভিযুক্ত 7 - Minor Girl Gang Rape Case - MINOR GIRL GANG RAPE CASE

Minor Girl Gang Rape Case: চা-বাগানে বন্ধুর নাবালিকা প্রেমিকাকে গণধর্ষণ ৷ ডুয়ার্সের মেটেলি থানা এলাকার ঘটনা ৷ অভিযুক্ত সাতজন ৷ অভিযুক্তদের মধ্যে রয়েছে মেয়েটির প্রেমিকও ৷ পুলিশ সাতজনকেই গ্রেফতার করেছে ৷

Representative Image
প্রতীকী ছবি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 16, 2024, 1:04 PM IST

Updated : Jul 16, 2024, 2:09 PM IST

জলপাইগুড়ি, 16 জুলাই: চা-বাগানে নিয়ে গিয়ে বন্ধুর নাবালিকা প্রেমিকাকে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে সাত যুবকের বিরুদ্ধে ৷ অভিযুক্তদের মধ্যে নির্যাতিতার প্রেমিকও রয়েছে ৷ ঘটনার সময়ের ভিডিয়ো করে রাখে অভিযুক্তরা ৷ পরে সেই ভিডিয়ো ভাইরাল হয় ৷ তার পরই নাবালিকার পরিবারের তরফে ডুয়ার্সের মেটেলি থানায় অভিযোগ দায়ের করা হয় ৷ তদন্তে নেমে পুলিশ সাতজন অভিযুক্তকে গ্রেফতার করেছে ৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দু’দিন আগে ঘটনাটি ঘটে৷ ছ’জন ছেলে ডুয়ার্সের মেটেলি থানা এলাকায় এক বন্ধুর বাড়িতে বেড়াতে আসে ৷ তার পর তারা বন্ধু ও বন্ধুর নাবালিকা প্রেমিকাকে নিয়ে চা-বাগানে যায় ৷ সেখানে প্রেমিক ও তার বন্ধুরা মেয়েটিকে ধর্ষণ করে ৷ সেই সময় তারা ভিডিয়ো রেকর্ডও করে ৷ গত রবিবার সেই ভিডিয়ো ভাইরাল হয়ে যায় ৷ তার পরই এই নিয়ে হইচই পড়ে ৷

অভিযোগ, ইতিমধ্যে অভিযুক্তদের তরফে নাবালিকার পরিবারের সঙ্গে আলোচনা করে বিষয়টি মিটিয়ে ফেলার চেষ্টা করা হয় ৷ কিন্তু নাবালিকার পরিবার মেটেলি থানায় অভিযোগ দায়ের করে ৷ তার পর জলপাইগুড়ি জেলা পুলিশ জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অভিযান চালিয়ে সাত অভিযুক্তকে গ্রেফতার করে ।

জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপত জানান, মেটেলি থানা এলাকায় একটা ঘটনা ঘটেছিল । বন্ধুর বাড়িতে ঘুরতে এসেছিল ছ’জন । এরপর সাতজন মিলে এক নাবালিকাকে ধর্ষণ করার ঘটনা ঘটে । এক বন্ধুর প্রেমিকাকে নিয়ে গিয়ে চা-বাগানের মাঝে ধর্ষণ করে সাতজন । একটা ভিডিয়ো ভাইরাল হয় । অভিযোগ দায়ের হওয়ার সঙ্গে সঙ্গেই তদন্ত শুরু হয় ৷ মেটেলি থানার একটি চা-বাগান থেকে তিনজন, জটেশ্বর ও শামুকতলা এলাকা থেকে আরও চারজনকে গ্রেফতার করা হয়েছে । ধৃতদের মধ্যে পাঁচজন নাবালক রয়েছে ।

জলপাইগুড়ি, 16 জুলাই: চা-বাগানে নিয়ে গিয়ে বন্ধুর নাবালিকা প্রেমিকাকে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে সাত যুবকের বিরুদ্ধে ৷ অভিযুক্তদের মধ্যে নির্যাতিতার প্রেমিকও রয়েছে ৷ ঘটনার সময়ের ভিডিয়ো করে রাখে অভিযুক্তরা ৷ পরে সেই ভিডিয়ো ভাইরাল হয় ৷ তার পরই নাবালিকার পরিবারের তরফে ডুয়ার্সের মেটেলি থানায় অভিযোগ দায়ের করা হয় ৷ তদন্তে নেমে পুলিশ সাতজন অভিযুক্তকে গ্রেফতার করেছে ৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দু’দিন আগে ঘটনাটি ঘটে৷ ছ’জন ছেলে ডুয়ার্সের মেটেলি থানা এলাকায় এক বন্ধুর বাড়িতে বেড়াতে আসে ৷ তার পর তারা বন্ধু ও বন্ধুর নাবালিকা প্রেমিকাকে নিয়ে চা-বাগানে যায় ৷ সেখানে প্রেমিক ও তার বন্ধুরা মেয়েটিকে ধর্ষণ করে ৷ সেই সময় তারা ভিডিয়ো রেকর্ডও করে ৷ গত রবিবার সেই ভিডিয়ো ভাইরাল হয়ে যায় ৷ তার পরই এই নিয়ে হইচই পড়ে ৷

অভিযোগ, ইতিমধ্যে অভিযুক্তদের তরফে নাবালিকার পরিবারের সঙ্গে আলোচনা করে বিষয়টি মিটিয়ে ফেলার চেষ্টা করা হয় ৷ কিন্তু নাবালিকার পরিবার মেটেলি থানায় অভিযোগ দায়ের করে ৷ তার পর জলপাইগুড়ি জেলা পুলিশ জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অভিযান চালিয়ে সাত অভিযুক্তকে গ্রেফতার করে ।

জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপত জানান, মেটেলি থানা এলাকায় একটা ঘটনা ঘটেছিল । বন্ধুর বাড়িতে ঘুরতে এসেছিল ছ’জন । এরপর সাতজন মিলে এক নাবালিকাকে ধর্ষণ করার ঘটনা ঘটে । এক বন্ধুর প্রেমিকাকে নিয়ে গিয়ে চা-বাগানের মাঝে ধর্ষণ করে সাতজন । একটা ভিডিয়ো ভাইরাল হয় । অভিযোগ দায়ের হওয়ার সঙ্গে সঙ্গেই তদন্ত শুরু হয় ৷ মেটেলি থানার একটি চা-বাগান থেকে তিনজন, জটেশ্বর ও শামুকতলা এলাকা থেকে আরও চারজনকে গ্রেফতার করা হয়েছে । ধৃতদের মধ্যে পাঁচজন নাবালক রয়েছে ।

Last Updated : Jul 16, 2024, 2:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.