কলকাতা, 22 মার্চ: আগামী 29 মার্চ গুড ফ্রাইডে ৷ খ্রিস্টধর্মাবলম্বীদের জন্য এই দিনটি পবিত্র ৷ গুড ফ্রাইডে উপলক্ষ্যে রাজ্যেও ছুটি ঘোষণা করা হয়েছে ৷ তাই ওই দিন স্কুল কলেজ এবং বহু অফিসে ছুটি রয়েছে বলে ব্লু লাইনে কম সংখ্যক মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ।
আগামী 29 মার্চ ব্লু লাইনে 234টি পরিষেবা চালানো হবে। মোট মেট্রোর মধ্যে 117 টি আপ ও 117 টি ডাউন মেট্রো ৷ ব্লু লাইনে 29 মার্চ দিনের প্রথম পরিষেবা:
- দমদম স্টেশন থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 6:50 মিনিটে ৷ সময় অপরিবর্তিত থাকছে ৷
- কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে দক্ষিণেশ্বর যাওয়ার দিনের প্রথম মেট্রো ৷ সময় অপরিবর্তিত থাকছে প্রতিদিনের মতো দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 06:50 মিনিটে ৷
- দমদম থেকে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো ৷ সময় অপরিবর্তিত থাকছে ৷ প্রতিদিনের মতো পরিষেবা পাওয়া যাবে সকাল 06:55 মিনিটে ৷
- দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন যাওয়ার দিনের প্রথম পরিষেবার সময় অপরিবর্তিত থাকছে ৷ ওই দিনও প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 07:00 মিনিটে ৷
গুড ফ্রাইডেতে দিনের শেষ পরিষেবা: - দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার দিনের শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকছে ৷ অন্য দিনের মতো ওই দিনও মেট্রো পাওয়া যাবে রাত 9:28 মিনিটে ৷
- কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন যাওয়ার দিনের শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকছে ওই দিন মেট্রো পাওয়া যাবে রাত 9:30 মিনিটে ৷
- দমদম থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন যাওয়ার সময় অপরিবর্তিত থাকছে ৷ ওই দিন শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9:40 মিনিটে ৷
- কবি সুভাষ থেকে দমদম মেট্রো স্টেশন যাওয়ার দিনের শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকছে ওই দিন শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9:40 মিনিটে ৷
আরও পড়ুন: