ETV Bharat / state

আন্তর্জাতিক জাদুঘর দিবসে মেট্রো-বন্দে ভারত স্থান পেল বিড়লা মিউজিয়ামে - International Museum Day

International Museum Day: সময়ের সঙ্গে সঙ্গে মেট্রো তার প্রভাব বিস্তার করে চলেছে ৷ এই মেট্রোর ক্রমবিবর্তন দেখা যাবে এবার গ্যালারিতে ৷ আন্তর্জাতিক জাদুঘর দিবসে দেশের প্রাচীনতম সরকারি বিজ্ঞান জাদুঘরে জায়গা পেল দুই নতুন জিনিস ৷ এক হুগলি নদীর নীচের মেট্রো ও দুই বন্দে ভারত এক্সপ্রেস ৷

International Museum Day
বিড়লা মিউজিয়ামের গ্যালারি (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 18, 2024, 7:39 PM IST

কলকাতা, 18 মে: আজ আন্তর্জাতিক জাদুঘর দিবস ৷ আজকের দিনেই দেশের প্রাচীনতম সরকারি বিজ্ঞান জাদুঘর বিড়লা শিল্প ও কারিগরি সংগ্রহশালা (বিআইটিএম)-এ পাকাপাকিভাবে প্রদর্শনের জন্য রাখা হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস ও দেশের প্রথম নদীর নীচ দিয়ে চলা মেট্রোর মডেল।

2022 সালের 30 ডিসেম্বর রাজ্যে প্রথম সেমি সুপারফাস্ট ট্রেন বন্দে ভারতের উদ্বোধন হয়েছিল। মাত্র 7 ঘণ্টায় হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশে রওনা দিয়েছিল 16 কোচের ওই ট্রেন। ঠিক একইভাবে চলতি বছরের 15 মার্চ উদ্বোধন হল দেশের প্রথম নদীর নীচের মেট্রো পরিষেবা। দু'টি প্রকল্পের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

International Museum Day
বিড়লা মিউজিয়ামের গ্যালারি (ইটিভি ভারত)

এই প্রসঙ্গে বিআইটিএম-এর এডুকেশন অফিসার অদিতি ঘোষ বলেন, "আজ থেকে এখানকার ট্রান্সপোর্ট গ্যালারিতে বন্দে ভারত এবং দেশের প্রথম নদীর নীচের মেট্রোরেলের মডেল রাখা হল প্রদর্শনের জন্য। এর পাশাপাশি লন্ডন সায়েন্স মিউজিয়ামের দেওয়া বেশ কিছু নৌকা এবং নৌকার বিবর্তনের মডেল যেগুলি বিআইটিএম-এর সংগ্রহে ছিল সেগুলিকেও রাখা হল। এর পাশাপাশি মেট্রো পরিষেবার পেপার টিকিট থেকে টোকেন এবং স্মার্ট কার্ড ব্যবস্থার বিবর্তনের পুরো বিষয়টিকেও পুঙ্খানুপুঙ্খভাবে ছবি এবং মডেল টিকিটের মাধ্যমে তুলে ধরা হয়েছে।

যদিও অনেক আগে থেকেই এই জাদুঘরে কলকাতা মেট্রোর একটি ডায়রামা রাখা রয়েছে সাধারণ মানুষের দেখার জন্য। তবে নদীর নীচের মেট্রো পরিষেবা এবং মেট্রো টিকিটের বিবর্তনের মডেলগুলি যুক্ত করা হল। চাকার আবিষ্কার থেকে শুরু করে বর্তমান সুপার ট্রান্সপোর্ট ব্যবস্থা ৷ যার মধ্যে রয়েছে বিদ্যুৎচালিত ব্যাটারিচালিত এবং গ্যাস চালিত গাড়ি সেগুলি আগের থেকেই এখানে ছবি, মডেল ও সংক্ষিপ্ত ভিডিয়োর মাধ্যমে তুলে ধরা রয়েছে।

International Museum Day
মেট্রো-বন্দে ভারত স্থান পেল বিড়লা মিউজিয়ামে (ইটিভি ভারত)

ত্রিমাত্রিক মডেলের সাহায্যে নদীর নীচে দিয়ে কীভাবে মেট্রো চলাচল করে সেটাও তুলে ধরা হয়েছে। এর পাশাপাশি আরও একটি ত্রিমাত্রিক মডেলের মাধ্যমে ভূগর্ভস্থ মেট্রো স্টেশনের বিভিন্ন স্তর, ভূপৃষ্ঠের ওপরের স্তর এবং মেট্রোর যাতায়াত ফুটিয়ে তোলা হয়েছে। বিভিন্ন দুষ্প্রাপ্য ও পুরোনো আলোকচিত্রও স্থান পেয়েছে এই গ্যালারিতে। বিশ্বের কোন কোন দেশে মেট্রো চলে এবং সেই মেট্রো কবে চালু হয়েছিল সেই ব্যাপারে সম্যক ধারণা পাওয়া যাবে এই গ্যালারিতে। বিভিন্ন দুষ্প্রাপ্য ও চিত্তাকর্ষক সামগ্রী দিয়ে সাজানো এই গালারিটি দেখে বেরোনোর মুখে দর্শকরা দেখতে পাবেন মেট্রোর পুরোনো টিকিট ও স্মার্ট কার্ড।

International Museum Day
বিড়লা শিল্প ও কারিগরি সংগ্রহশালা (ইটিভি ভারত)

মেট্রো রেলের পক্ষ থেকে বিভিন্ন দুষ্প্রাপ্য ছবি, নকশা এবং অন্যান্য প্রদর্শন সামগ্রী দিয়ে এই গ্যালারিকে সমৃদ্ধ করা হয়েছে। আগামী দিনে ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষিকা, বিজ্ঞানপিপাসু ব্যক্তি, বৈজ্ঞানিক, গবেষক এমনকী মেট্রো যাত্রীদের অনেকটাই সুবিধা হবে বুঝতে। আজ থেকেই এই ট্রান্সপোর্ট গ্যালারিতে গেলে দেখতে পাওয়া যাবে নতুন মডেলগুলো।

আরও পড়ুন:

  1. জাদুঘর-রাজভবনে বোমা বিস্ফোরণের হুমকি, তদন্তে লালবাজার
  2. রেমিংটন-মার্সিডিজ-করোনার তৈরি 'টাইপরাইটার', বিরল সংগ্রহশালা ইন্দোরে
  3. এই মিউজিয়ামগুলির খ্যাতি বিশ্বজোড়া ! ঘুরে দেখবেন নাকি ?

কলকাতা, 18 মে: আজ আন্তর্জাতিক জাদুঘর দিবস ৷ আজকের দিনেই দেশের প্রাচীনতম সরকারি বিজ্ঞান জাদুঘর বিড়লা শিল্প ও কারিগরি সংগ্রহশালা (বিআইটিএম)-এ পাকাপাকিভাবে প্রদর্শনের জন্য রাখা হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস ও দেশের প্রথম নদীর নীচ দিয়ে চলা মেট্রোর মডেল।

2022 সালের 30 ডিসেম্বর রাজ্যে প্রথম সেমি সুপারফাস্ট ট্রেন বন্দে ভারতের উদ্বোধন হয়েছিল। মাত্র 7 ঘণ্টায় হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশে রওনা দিয়েছিল 16 কোচের ওই ট্রেন। ঠিক একইভাবে চলতি বছরের 15 মার্চ উদ্বোধন হল দেশের প্রথম নদীর নীচের মেট্রো পরিষেবা। দু'টি প্রকল্পের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

International Museum Day
বিড়লা মিউজিয়ামের গ্যালারি (ইটিভি ভারত)

এই প্রসঙ্গে বিআইটিএম-এর এডুকেশন অফিসার অদিতি ঘোষ বলেন, "আজ থেকে এখানকার ট্রান্সপোর্ট গ্যালারিতে বন্দে ভারত এবং দেশের প্রথম নদীর নীচের মেট্রোরেলের মডেল রাখা হল প্রদর্শনের জন্য। এর পাশাপাশি লন্ডন সায়েন্স মিউজিয়ামের দেওয়া বেশ কিছু নৌকা এবং নৌকার বিবর্তনের মডেল যেগুলি বিআইটিএম-এর সংগ্রহে ছিল সেগুলিকেও রাখা হল। এর পাশাপাশি মেট্রো পরিষেবার পেপার টিকিট থেকে টোকেন এবং স্মার্ট কার্ড ব্যবস্থার বিবর্তনের পুরো বিষয়টিকেও পুঙ্খানুপুঙ্খভাবে ছবি এবং মডেল টিকিটের মাধ্যমে তুলে ধরা হয়েছে।

যদিও অনেক আগে থেকেই এই জাদুঘরে কলকাতা মেট্রোর একটি ডায়রামা রাখা রয়েছে সাধারণ মানুষের দেখার জন্য। তবে নদীর নীচের মেট্রো পরিষেবা এবং মেট্রো টিকিটের বিবর্তনের মডেলগুলি যুক্ত করা হল। চাকার আবিষ্কার থেকে শুরু করে বর্তমান সুপার ট্রান্সপোর্ট ব্যবস্থা ৷ যার মধ্যে রয়েছে বিদ্যুৎচালিত ব্যাটারিচালিত এবং গ্যাস চালিত গাড়ি সেগুলি আগের থেকেই এখানে ছবি, মডেল ও সংক্ষিপ্ত ভিডিয়োর মাধ্যমে তুলে ধরা রয়েছে।

International Museum Day
মেট্রো-বন্দে ভারত স্থান পেল বিড়লা মিউজিয়ামে (ইটিভি ভারত)

ত্রিমাত্রিক মডেলের সাহায্যে নদীর নীচে দিয়ে কীভাবে মেট্রো চলাচল করে সেটাও তুলে ধরা হয়েছে। এর পাশাপাশি আরও একটি ত্রিমাত্রিক মডেলের মাধ্যমে ভূগর্ভস্থ মেট্রো স্টেশনের বিভিন্ন স্তর, ভূপৃষ্ঠের ওপরের স্তর এবং মেট্রোর যাতায়াত ফুটিয়ে তোলা হয়েছে। বিভিন্ন দুষ্প্রাপ্য ও পুরোনো আলোকচিত্রও স্থান পেয়েছে এই গ্যালারিতে। বিশ্বের কোন কোন দেশে মেট্রো চলে এবং সেই মেট্রো কবে চালু হয়েছিল সেই ব্যাপারে সম্যক ধারণা পাওয়া যাবে এই গ্যালারিতে। বিভিন্ন দুষ্প্রাপ্য ও চিত্তাকর্ষক সামগ্রী দিয়ে সাজানো এই গালারিটি দেখে বেরোনোর মুখে দর্শকরা দেখতে পাবেন মেট্রোর পুরোনো টিকিট ও স্মার্ট কার্ড।

International Museum Day
বিড়লা শিল্প ও কারিগরি সংগ্রহশালা (ইটিভি ভারত)

মেট্রো রেলের পক্ষ থেকে বিভিন্ন দুষ্প্রাপ্য ছবি, নকশা এবং অন্যান্য প্রদর্শন সামগ্রী দিয়ে এই গ্যালারিকে সমৃদ্ধ করা হয়েছে। আগামী দিনে ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষিকা, বিজ্ঞানপিপাসু ব্যক্তি, বৈজ্ঞানিক, গবেষক এমনকী মেট্রো যাত্রীদের অনেকটাই সুবিধা হবে বুঝতে। আজ থেকেই এই ট্রান্সপোর্ট গ্যালারিতে গেলে দেখতে পাওয়া যাবে নতুন মডেলগুলো।

আরও পড়ুন:

  1. জাদুঘর-রাজভবনে বোমা বিস্ফোরণের হুমকি, তদন্তে লালবাজার
  2. রেমিংটন-মার্সিডিজ-করোনার তৈরি 'টাইপরাইটার', বিরল সংগ্রহশালা ইন্দোরে
  3. এই মিউজিয়ামগুলির খ্যাতি বিশ্বজোড়া ! ঘুরে দেখবেন নাকি ?
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.