ETV Bharat / state

ঘুঘুর বাসা ভেঙেছি, তাই এত লাফালাফি; ইঞ্জিনিয়রদের আন্দোলনকে কটাক্ষ ফিরহাদের - KMC Engineers Protest - KMC ENGINEERS PROTEST

Mayor Firhad Hakim Criticises Engineers Protest: ইটিভি ভারতেই প্রথম প্রকাশিত হয়েছিল, কলকাতা পুরনিগমের বিল্ডিং বিভাগের ইঞ্জিনিয়রদের একাংশ মাসিক অধিবেশনের দিন সব গেটে তালা ঝুলিয়ে দেবে বলে হুঁশিয়ারি দিয়েছে ৷ সেই খবরের পর, এবার মেয়র ফিরহাদ হাকিম পালটা বামপন্থী ইঞ্জিনিয়রদের এই আন্দোলনকে কটাক্ষ করলেন ৷

Mayor Firhad Hakim Criticises Engineers Protest
ফিরহাদ হাকিম ৷ (ইটিভি ভারত ৷)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 21, 2024, 8:43 PM IST

কলকাতা, 21 সেপ্টেম্বর: কলকাতা পুরনিগমের বিল্ডিং বিভাগের ইঞ্জিনিয়রদের আন্দোলনকে কটাক্ষ করলেন মেয়র ফিরহাদ হাকিম ৷ আগামী 25 সেপ্টেম্বর মাসিক অধিবেশনের দিন পুরনিগমের সব গেটে তালা ঝুলিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাম সংগঠনের ইঞ্জিনিয়ররা ৷ যার পালটা জবাব দিলেন মেয়র ফিরহাদ হাকিম ৷ তাঁর জবাব, "ঘুঘুর বাসা ভেঙেছি, তাই এত লাফালাফি ৷"

গার্ডেনরিচ বহুতল ভেঙে পড়ার ঘটনার 6 মাসের বেশি অতিক্রান্ত ৷ সেই ঘটনায় বিল্ডিং বিভাগের তিন ইঞ্জিনিয়ার বর্তমানে সাসপেন্ড রয়েছেন ৷ কিন্তু, সেই সময় থাকা অস্থায়ী ডিজিকে করে স্থায়ী পদে নিয়োগ করা হয়েছে ৷ এই ঘটনা-সহ বিল্ডিং বিভাগের বেআইনি নির্মাণ ও তোলাবাজি অভিযোগে প্রতিবাদে সামিল হয়েছেন ইঞ্জিনিয়ররা ৷ এবার মাসিক অধিবেশনের দিন কলকাতা পুরনিগমের কেন্দ্রীয় ভবনের সব গেটে তালা লাগানোর হুঁশিয়ারি দিয়েছে বাম ইঞ্জিনিয়র সংগঠন ৷

ইঞ্জিনিয়রদের আন্দোলনকে কটাক্ষ ফিরহাদের (ইটিভি ভারত)

এই প্রসঙ্গে মেয়র ফিরহাদ বলেন, "হঠাৎ করে বামেদের কোনও জায়গায় ইনজেকশন পড়ে গিয়েছে ৷ তাই লাফালাফি শুরু করেছে ৷ কর্পোরেশনে সব ঠিক আছে ৷ ওদের খুব দুঃখ 12-13 বছর ধরে এক একটি বিভাগে একই পদে বসে মৌরসীপাট্টা চালাচ্ছিল ৷ এতদিন কোনও মেয়র সেটা ভাঙতে পারেনি ৷ আমি ওদের বদলি করিয়ে দিয়েছি ৷ যাঁরা বিল্ডিং বিভাগে ছিল, তাঁদের অন্য বিভাগে পাঠানো হয়েছে ৷ এক জায়গায় অনেক দিন থাকতে পারবে না ৷ এটাই হচ্ছে রাগের মূল কারণ ৷"

আর পদন্নোতি নিয়ে ফিরহাদ বলেন, "আরেকটা পদোন্নতি বিষয় ৷ আমাদের সরকারি নিয়ম অনুসরণ করা হয় ৷ পিডব্লুডি-র নিয়ম অনুসরণ করি ৷ তাই সরাসরি পদোন্নতি একটা অংশে, বিশেষত উচ্চপদে নিয়োগ সেই নিয়ম মেনেই হবে ৷ সম্প্রতি বামেদের ছাত্র যুব সংগঠনগুলি দাবি মেনে নেওয়া হয়েছে ৷ তাই ওরা ভাবছে মানুষের সমর্থন পাচ্ছে ৷ ভোট এলে সেই 6 শতাংশ আটকে যাবে ৷"

অন্যদিকে, স্বাস্থ্য ভনের সামনে জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ অবস্থান উঠে যেতেই রাস্তা ও আশপাশে সমস্ত স্লোগান মুছে ফেলা হয়েছে ৷ এই প্রসঙ্গে পুর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী হিসেবে ফিরহাদ হাকিম বলেন, "ওখানে বাইরে থেকে প্রচুর লোকজন আসেন ৷ দৃশ্য দূষণ হয়, তাই মুছে ফেলা হয়েছে ৷ আন্দোলন মুছে দেওয়ার বিষয় নয় ৷"

কলকাতা, 21 সেপ্টেম্বর: কলকাতা পুরনিগমের বিল্ডিং বিভাগের ইঞ্জিনিয়রদের আন্দোলনকে কটাক্ষ করলেন মেয়র ফিরহাদ হাকিম ৷ আগামী 25 সেপ্টেম্বর মাসিক অধিবেশনের দিন পুরনিগমের সব গেটে তালা ঝুলিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাম সংগঠনের ইঞ্জিনিয়ররা ৷ যার পালটা জবাব দিলেন মেয়র ফিরহাদ হাকিম ৷ তাঁর জবাব, "ঘুঘুর বাসা ভেঙেছি, তাই এত লাফালাফি ৷"

গার্ডেনরিচ বহুতল ভেঙে পড়ার ঘটনার 6 মাসের বেশি অতিক্রান্ত ৷ সেই ঘটনায় বিল্ডিং বিভাগের তিন ইঞ্জিনিয়ার বর্তমানে সাসপেন্ড রয়েছেন ৷ কিন্তু, সেই সময় থাকা অস্থায়ী ডিজিকে করে স্থায়ী পদে নিয়োগ করা হয়েছে ৷ এই ঘটনা-সহ বিল্ডিং বিভাগের বেআইনি নির্মাণ ও তোলাবাজি অভিযোগে প্রতিবাদে সামিল হয়েছেন ইঞ্জিনিয়ররা ৷ এবার মাসিক অধিবেশনের দিন কলকাতা পুরনিগমের কেন্দ্রীয় ভবনের সব গেটে তালা লাগানোর হুঁশিয়ারি দিয়েছে বাম ইঞ্জিনিয়র সংগঠন ৷

ইঞ্জিনিয়রদের আন্দোলনকে কটাক্ষ ফিরহাদের (ইটিভি ভারত)

এই প্রসঙ্গে মেয়র ফিরহাদ বলেন, "হঠাৎ করে বামেদের কোনও জায়গায় ইনজেকশন পড়ে গিয়েছে ৷ তাই লাফালাফি শুরু করেছে ৷ কর্পোরেশনে সব ঠিক আছে ৷ ওদের খুব দুঃখ 12-13 বছর ধরে এক একটি বিভাগে একই পদে বসে মৌরসীপাট্টা চালাচ্ছিল ৷ এতদিন কোনও মেয়র সেটা ভাঙতে পারেনি ৷ আমি ওদের বদলি করিয়ে দিয়েছি ৷ যাঁরা বিল্ডিং বিভাগে ছিল, তাঁদের অন্য বিভাগে পাঠানো হয়েছে ৷ এক জায়গায় অনেক দিন থাকতে পারবে না ৷ এটাই হচ্ছে রাগের মূল কারণ ৷"

আর পদন্নোতি নিয়ে ফিরহাদ বলেন, "আরেকটা পদোন্নতি বিষয় ৷ আমাদের সরকারি নিয়ম অনুসরণ করা হয় ৷ পিডব্লুডি-র নিয়ম অনুসরণ করি ৷ তাই সরাসরি পদোন্নতি একটা অংশে, বিশেষত উচ্চপদে নিয়োগ সেই নিয়ম মেনেই হবে ৷ সম্প্রতি বামেদের ছাত্র যুব সংগঠনগুলি দাবি মেনে নেওয়া হয়েছে ৷ তাই ওরা ভাবছে মানুষের সমর্থন পাচ্ছে ৷ ভোট এলে সেই 6 শতাংশ আটকে যাবে ৷"

অন্যদিকে, স্বাস্থ্য ভনের সামনে জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ অবস্থান উঠে যেতেই রাস্তা ও আশপাশে সমস্ত স্লোগান মুছে ফেলা হয়েছে ৷ এই প্রসঙ্গে পুর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী হিসেবে ফিরহাদ হাকিম বলেন, "ওখানে বাইরে থেকে প্রচুর লোকজন আসেন ৷ দৃশ্য দূষণ হয়, তাই মুছে ফেলা হয়েছে ৷ আন্দোলন মুছে দেওয়ার বিষয় নয় ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.