কলকাতা, 15 মার্চ: স্থিতিশীল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে এমনটাই জানালেন রাজ্য প্রশাসনের এক শীর্ষ আধিকারিক ৷ সংবাদসংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী শুক্রবার সকালে ওই আধিকারিক জানিয়েছেন, রাতে তাঁর ভালো ঘুম হয়েছে ৷ চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থার দিকে নজর রাখছেন ৷ মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা এখন অনেকটাই স্বাভাবিক ৷ আজ আবারও চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থা যাচাই করবেন ৷
উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধেয় নিজের বাড়িতেই পড়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর কপালে তিনটি ও নাকে একটি সেলাই পড়েছে ৷ এসএসকেএম হাসপাতালের ডিরেক্টর সাংবাদিকদের জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রী ধাক্কা লাগার ফলে পড়ে গিয়ে আহত হয়েছেন ৷ কিন্তু, কীভাবে ধাক্কা লাগল তাঁর ? সে নিয়ে কোনও প্রশ্নের জবাব তিনি দেননি ৷ আজ লালবাজারের আধিকারিকরা মমতার কালীঘাটের বাড়িতে যাবেন ৷ সেখানে পুরো ঘটনার তদন্ত করা হবে ৷ মুখ্যমন্ত্রীর বাড়ির সামনেও পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে ৷
রাজ্য সরকারের ওই আধিকারিক সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, "মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল ৷ রাতে তাঁর ভালো ঘুম হয়েছে ৷ একজন সিনিয়র চিকিৎসক তাঁর শারীরিক অবস্থার উপর রাতভর নজর রেখেছেন ৷ আজ আবারও তাঁর স্বাস্থ্য পরীক্ষা করবেন চিকিৎসকরা ৷" উল্লেখ্য, গতকাল রাতেই চিকিৎসার পর মুখ্যমন্ত্রী বাড়ি ফেরেন ৷ এসএসকেএমের ডিরেক্টর চিকিৎসক মণিময় বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, মমতার সেলিব্রাল কনকাশন ছিল ৷ অর্থাৎ, মাথায় চোট লাগার কারণে একটা ঘোরের মধ্যে ছিলেন তিনি ৷
গতকাল রাতেই ইসিজি, ইকোকার্ডিয়োগ্রাম, সিটি স্ক্যান এবং ড্রপলার টেস্ট হয়েছে মমতার ৷ তবে, যে বিষয়টি সবচেয়ে বড় বিতর্ক তৈরি করেছে, তা হল, মুখ্যমন্ত্রীকে বাড়ির ভিতরে ধাক্কা মারার ঘটনা ৷ যা এসএসকেএমের বুলেটিনে উল্লেখ করা হয়েছে ৷ এই পরিস্থিতিতে লালবাজারের তরফে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে ৷ এর মাথায় রয়েছেন স্বয়ং কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। আছেন গোয়েন্দা প্রধান ওয়াকার রাজা-সহ কলকাতা পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিক। সায়েন্টিফিক উইং, ফরেন্সিক উইং, ফটোগ্রাফি সেকশনকেও যোগ করা হয়েছে এই সিটে ৷ হতে পারে থ্রি-ডি ক্যমেরার ব্যবহারও।
আরও পড়ুন: