কলকাতা, 19 ফেব্রুয়ারি: নবান্নে দুপুরে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন আধার কার্ড বাতিল নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখবেন। কয়েক ঘণ্টার মধ্যেই আধারের বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত এই চিঠিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষ আধার কার্ড বাতিল হওয়ার কারণে যে অসুবিধায় পড়েছেন সেই বিষয়টিই প্রধানমন্ত্রীর কাছে সবিস্তারে তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী।
একই সঙ্গে, এই বিষয়ে যে রাজ্য সরকার অন্ধকারে রয়েছে তাও জানাতে ভোলেননি বাংলার মুখ্যমন্ত্রী। এই চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, "কোনও তদন্ত না করে, কারও সঙ্গে কথা না বলে এবং রাজ্য সরকারকে অবগত না করে, কারও কারও আধার কার্ড নিষ্ক্রিয় করার বিষয়ে জানিয়ে সরাসরি চিঠি দিচ্ছে দিল্লিতে ইউএডিআই-এর প্রধান কার্যালয়। নাগরিকদের তাদের বক্তব্য জানানোর সুযোগ না দিয়ে আধার কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া এ সংক্রান্ত আইনের 29-এর (1) ধারার চরম উলঙ্ঘন।" আর সে কারণেই প্রধানমন্ত্রী মোদির হস্তক্ষেপ চেয়েছেন মমতা।
প্রসঙ্গত, সোমবার নবান্নে আধার নিষ্ক্রিয় করা নিয়ে সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেখানে তিনি বলেন, "আধার বাতিলের নেপথ্যে আছে এনআরসি। শরীরে একফোঁটা রক্ত থাকতে এনআরসি হতে দেব না। মানুষকে বঞ্চিত হতে দেব না ৷ যা যা করার আমরা করব। আধার কার্ড নিয়ে ছেলেখেলা করছে কেন্দ্র, মানুষকে বঞ্চিত করার চেষ্টা করছে। মানুষকে বঞ্চিত করলে, মানুষ আপনাদের আঁধারে ফেলে দেবে। আধারের বিকল্প কার্ড দেবে রাজ্য সরকার, সরকারি সব সুযোগ-সুবিধা মিলবে। এই গা-জোয়ারি আমরা মানি না। প্রধানমন্ত্রীকে চিঠি দেব। এটা অসম, উত্তরপ্রদেশ, বিহার নয়, এটা বাংলা। এখানে এনআরসি-ডিটেনশন কার্ড করতে দেব না।"
অন্যদিকে, আধার কার্ড বাতিল নিয়ে আসরে নেমেছে বিজেপিও ৷ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় আধার কার্ড নিয়ে রাজনৈতিক বিভ্রান্তি ছড়াচ্ছেন বলেও এবার সরাসরি অভিযোগ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ৷ একই সঙ্গে, মুখ্যমন্ত্রীর ফাঁদে পা দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত না হওয়ারও আবেদন করেছেন শান্তনু ৷ তাঁর দাবি, আধার কার্ড প্রযুক্তিগত ত্রুটির কারণেই বাতিল হয়েছে। এই প্রসঙ্গে সোমবার তিনি বলেন, "যাঁদের আধার কার্ড এবং ব্যাঙ্ক অ্য়াকাউন্ট বাতিল হয়ে গিয়েছে তাঁরা বিভ্রান্ত না হবেন না ৷ বিভ্রান্তির শিকারও হবেন না ৷"
আরও পড়ুন
'প্রযুক্তিগত ত্রুটির কারণেই বাতিল আধার কার্ড', হোয়াটস অ্যাপ নম্বর দিয়ে দাবি শান্তনুর
আধার বাতিল কেন্দ্রীয় চক্রান্ত, প্রয়োজনে আলাদা কার্ড দেওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রীর