ETV Bharat / state

ফরাক্কার জলধারণ ক্ষমতা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার , কোশী নদীর ছাড়া জলে 6 জেলায় বন্যা-সতর্কতা - Mamata Warns Over Flood Situation

Mamata Banerjee Warns Six District for Flood Situation: ফরাক্কা বাঁধের জলধারণ ক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নেপাল থেকে কোশী নদীর ছাড়া 6 কিউসেক জল ধরে রাখার ক্ষমতা কেন ফরাক্কার নেই সেই প্রশ্নও তুলেছেন তিনি ৷ পাশাপাশি রাজ্যের 6 জেলায় বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কায় জেলাশাসকদের সতর্ক করলেন রাজ্যের প্রশসানিক প্রধান ৷

Mamata Banerjee
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 29, 2024, 6:40 PM IST

শিলিগুড়ি, 29 সেপ্টেম্বর: কোশী নদীর 6 লক্ষ কিউসেক জল ছেড়েছে নেপাল ৷ আর তারপরই উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের অন্তত 6টি জেলায় বন্যা পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে ৷ এই ছ’টি জেলার জেলাশাসকদের এ দিন সতর্ক করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ত্রাণ-সহ অন্যান্য সরকারি ব্যবস্থা তৈরি রাখতে নির্দেশ দিয়েছেন মমতা ৷

এই ইস্যুতে কেন্দ্রকেও নিশানা করলেন তিনি ৷ উত্তরকন্যার সাংবাদিক বৈঠক থেকে তাঁর অভিযোগ, ফরাক্কার চরে দীর্ঘ কয়েকবছর ধরে নিকাশির কাজ হয় না ৷ আর সেই কারণে, ফরাক্কায় জলধারণের ক্ষমতা কমে গিয়েছে ৷ উল্লেখ্য, ভুটানের সংকোশ নদীর জল ছাড়ায় উত্তরবঙ্গের একাংশ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ৷ সে নিয়েও কোচবিহার, জলপাইগুড়ি-সহ পাহাড়ের জেলাগুলিকেও সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী ৷

ফরাক্কার জলধারণ ক্ষমতা নিয়ে কেন্দ্রকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ (ইটিভি ভারত ৷)

রবিবার উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক শেষে মমতা বলেন, "কোশী নদীর 6 লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে ৷ তাই জেলাশাসকদের সতর্ক করা হল ৷ এটা বিহার দিয়ে গঙ্গা হয়ে ফরাক্কায় ঢুকবে ৷ তার আগে কিছুটা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, গাজল, সিতাই, দিনহাটা, তুফানগঞ্জ, মেখলীগঞ্জে ও ভূতনিচরে প্রভাব ফেলবে ৷ আমি জেলার সবাইকে বলব, লোকজনকে গঙ্গা তীরবর্তী এলাকা থেকে আগে থেকে সরিয়ে আনুন ৷ সাধারণ মানুষকেও বলব, প্রশাসনের সঙ্গে সহযোগিতা করুন ৷ আপনাদের প্রাণ বাঁচলে, বাড়ি আবার হবে ৷ সরকার পাশে রয়েছে ৷"

উল্লেখ্য, কোশী নদীর ছাড়া 6 লক্ষ কিউসেক জল ফরাক্কা বাঁধ ধরে রাখতে সক্ষম নয় বলে অভিযোগ করেছেন মমতা ৷ তিনি বলেন, "বহু বছর হয়ে গেল ফরাক্কা বাঁধের চরে পলি তোলা হয় না ৷ কেন্দ্র চরের পলি তুললে, 6 লক্ষ না-হোক, 4 লক্ষ কিউসেক জল ফরাক্কা ধরে রাখতে পারত ৷" বন্যা কবলিত এলাকার লোকজনদেরও সাবধানে থাকার অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী ৷ সেই সঙ্গে প্রতিটি গ্রামীণ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সাপের কামড়ের চিকিৎসার জন্য অ্যান্টি ভেনম প্রস্তুত রাখতেও নির্দেশ দিয়েছেন মমতা ৷

পাশাপাশি, মহালয়া পর্যন্ত ভরা কোটাল চলবে ৷ ফলে মহালয়া ও তার পরের কিছুদিন প্লাবিত এলাকার লোকজনদের ত্রাণশিবিরে থাকার অনুরোধ করেছেন তিনি ৷ সেই সঙ্গে মুখ্য়সচিবকে তিনি নির্দেশ দিয়েছেন, রাজ্যের দু’জন প্রিন্সিপাল সেক্রেটারিকে বন্যা কবলিত এলাকায় পোস্টিং করতে ৷ তাঁরা জেলাশাসকদের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করবেন ৷ তাছাড়া রাজ্যের ফসল বীমার আবেদনের সময়সীমা বাড়িয়ে 31 অক্টোবর পর্যন্ত করা হয়েছে ৷

পাহাড়ে 10 ও 15 নম্বর জাতীয় সড়কে ধস নামা নিয়েও এদিন প্রশাসনিক বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ৷ সেখানে মুখ্যমন্ত্রী বলেন, "10 ও 15 নম্বর জাতীয় সড়কের বিষয়টি কেন্দ্রের ৷ আমি মুখ্যসচিবকে বলেছি ৷ আমরা কেন্দ্রের সঙ্গে কথা বলে 15 নম্বর জাতীয় সড়কটা ঠিক করে দেব ৷ 10 নম্বর জাতীয় সড়ক নিয়ে সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করা হবে ৷ মুখ্য়সচিব সেটা দেখবেন ৷ কারণ, 10 নম্বর জাতীয় সড়ক বন্ধ হওয়ায়, সেনার সিকিমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ৷ তাই আমরা তাঁদের বলব, বিষয়টা দেখার জন্য ৷"

শিলিগুড়ি, 29 সেপ্টেম্বর: কোশী নদীর 6 লক্ষ কিউসেক জল ছেড়েছে নেপাল ৷ আর তারপরই উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের অন্তত 6টি জেলায় বন্যা পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে ৷ এই ছ’টি জেলার জেলাশাসকদের এ দিন সতর্ক করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ত্রাণ-সহ অন্যান্য সরকারি ব্যবস্থা তৈরি রাখতে নির্দেশ দিয়েছেন মমতা ৷

এই ইস্যুতে কেন্দ্রকেও নিশানা করলেন তিনি ৷ উত্তরকন্যার সাংবাদিক বৈঠক থেকে তাঁর অভিযোগ, ফরাক্কার চরে দীর্ঘ কয়েকবছর ধরে নিকাশির কাজ হয় না ৷ আর সেই কারণে, ফরাক্কায় জলধারণের ক্ষমতা কমে গিয়েছে ৷ উল্লেখ্য, ভুটানের সংকোশ নদীর জল ছাড়ায় উত্তরবঙ্গের একাংশ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ৷ সে নিয়েও কোচবিহার, জলপাইগুড়ি-সহ পাহাড়ের জেলাগুলিকেও সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী ৷

ফরাক্কার জলধারণ ক্ষমতা নিয়ে কেন্দ্রকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ (ইটিভি ভারত ৷)

রবিবার উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক শেষে মমতা বলেন, "কোশী নদীর 6 লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে ৷ তাই জেলাশাসকদের সতর্ক করা হল ৷ এটা বিহার দিয়ে গঙ্গা হয়ে ফরাক্কায় ঢুকবে ৷ তার আগে কিছুটা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, গাজল, সিতাই, দিনহাটা, তুফানগঞ্জ, মেখলীগঞ্জে ও ভূতনিচরে প্রভাব ফেলবে ৷ আমি জেলার সবাইকে বলব, লোকজনকে গঙ্গা তীরবর্তী এলাকা থেকে আগে থেকে সরিয়ে আনুন ৷ সাধারণ মানুষকেও বলব, প্রশাসনের সঙ্গে সহযোগিতা করুন ৷ আপনাদের প্রাণ বাঁচলে, বাড়ি আবার হবে ৷ সরকার পাশে রয়েছে ৷"

উল্লেখ্য, কোশী নদীর ছাড়া 6 লক্ষ কিউসেক জল ফরাক্কা বাঁধ ধরে রাখতে সক্ষম নয় বলে অভিযোগ করেছেন মমতা ৷ তিনি বলেন, "বহু বছর হয়ে গেল ফরাক্কা বাঁধের চরে পলি তোলা হয় না ৷ কেন্দ্র চরের পলি তুললে, 6 লক্ষ না-হোক, 4 লক্ষ কিউসেক জল ফরাক্কা ধরে রাখতে পারত ৷" বন্যা কবলিত এলাকার লোকজনদেরও সাবধানে থাকার অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী ৷ সেই সঙ্গে প্রতিটি গ্রামীণ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সাপের কামড়ের চিকিৎসার জন্য অ্যান্টি ভেনম প্রস্তুত রাখতেও নির্দেশ দিয়েছেন মমতা ৷

পাশাপাশি, মহালয়া পর্যন্ত ভরা কোটাল চলবে ৷ ফলে মহালয়া ও তার পরের কিছুদিন প্লাবিত এলাকার লোকজনদের ত্রাণশিবিরে থাকার অনুরোধ করেছেন তিনি ৷ সেই সঙ্গে মুখ্য়সচিবকে তিনি নির্দেশ দিয়েছেন, রাজ্যের দু’জন প্রিন্সিপাল সেক্রেটারিকে বন্যা কবলিত এলাকায় পোস্টিং করতে ৷ তাঁরা জেলাশাসকদের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করবেন ৷ তাছাড়া রাজ্যের ফসল বীমার আবেদনের সময়সীমা বাড়িয়ে 31 অক্টোবর পর্যন্ত করা হয়েছে ৷

পাহাড়ে 10 ও 15 নম্বর জাতীয় সড়কে ধস নামা নিয়েও এদিন প্রশাসনিক বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ৷ সেখানে মুখ্যমন্ত্রী বলেন, "10 ও 15 নম্বর জাতীয় সড়কের বিষয়টি কেন্দ্রের ৷ আমি মুখ্যসচিবকে বলেছি ৷ আমরা কেন্দ্রের সঙ্গে কথা বলে 15 নম্বর জাতীয় সড়কটা ঠিক করে দেব ৷ 10 নম্বর জাতীয় সড়ক নিয়ে সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করা হবে ৷ মুখ্য়সচিব সেটা দেখবেন ৷ কারণ, 10 নম্বর জাতীয় সড়ক বন্ধ হওয়ায়, সেনার সিকিমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ৷ তাই আমরা তাঁদের বলব, বিষয়টা দেখার জন্য ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.