ETV Bharat / state

'রায় শুনে শান্তি পেয়েছে আত্মা', বিজেপি'কে চাকরিখেকো বাঘ বলে আক্রমণে মমতা - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : May 8, 2024, 3:41 PM IST

Updated : May 8, 2024, 5:41 PM IST

Mamata Banerjee
মমতা বন্দ্যোপাধ্যায় (ফেসবুক)

Mamata Slams BJP: মিতালি বাগের সমর্থনে বুধবার আরামবাগ থেকে 2016 এসএসসি প্যানেল বাতিল নিয়ে হাইকোর্টের রায়ে শীর্ষ আদালতের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ নিয়ে কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই প্রসঙ্গে বিজেপি'কে 'চাকরিখেকো বাঘ' আখ্যা দিয়ে তৃণমূল সুপ্রিমো জানান, সুপ্রিম নির্দেশে তাঁর আত্মা শান্তি পেয়েছে ৷

মমতার বক্তব্য (নিজস্ব ভিডিয়ো)

আরামবাগ, 8 মে: দুর্গাপুরে মিছিলে হাঁটছিলেন, কিন্তু মন পড়েছিল শীর্ষ আদালতের রায়ের দিকে ৷ স্বাভাবিকভাবেই হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিয়ে সুপ্রিম কোর্ট প্রায় 26 হাজার শিক্ষক-শিক্ষাকর্মীদের চাকরি বহাল রাখায় তাঁর মন তৃপ্ত হয়েছে ৷ বুধবার মিতালি বাগের সমর্থনে আরামবাগ থেকে 2016 এসএসসি প্যানেল বাতিল নিয়ে শীর্ষ আদালতের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশকে এভাবেই ব্যাখ্যা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শুধু তাই নয়, এই প্রসঙ্গে বিজেপি'কে 'চাকরিখেকো বাঘ' আখ্যা দিয়েও তীব্র আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো ৷

মঙ্গলবার সুপ্রিম নির্দেশের পরই তাঁর অভিমত ব্যক্ত করেছিলেন মুখ্যমন্ত্রী ৷ মমতা জানিয়েছিলেন, সুপ্রিম কোর্টের রায়ে তিনি বাস্তবিকই খুশি এবং মানসিকভাবে তৃপ্ত। সমগ্র শিক্ষক সমাজকে অভিনন্দন জানানোর পাশাপাশি সুপ্রিম কোর্টকে আন্তরিক শ্রদ্ধা জানিয়েছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান ৷ এদিনও একই সুরেই মমতা বলেন, "আমি সেদিন থেকেই বলেছিলাম ছাত্রছাত্রীদের চিন্তা করবেন না বন্ধুরা, দেশে অনেক মানুষ আছে ৷ আমরাও আছি, আমরাও আপনাদের সঙ্গে আছি, ভয় পাবেন না ৷"

এরপর মমতা জানান, মঙ্গলবার সুপ্রিম কোর্ট যখন 'সংক্ষিপ্ত রায়' ঘোষণা করছিল তখন তিনি দুর্গাপুরে মিছিলে হাঁটলেও তাঁর মন পড়েছিল রায়ের দিকে ৷ মমতা বলেন, "যখন রায়টা শুনলাম আমার মনটা স্নিগ্ধ হয়ে গেল, আমার মনটা তৃপ্ত হয়ে গেল, আমার আত্মা শান্তি পেয়ে গেল এবং আমি বললাম সত্যের জয় হবেই ৷ এভাবে মানুষের মুখের গ্রাস যারা কেড়ে নেয় তারা মানব নয়, দানব ৷"

মঙ্গলবার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাকে একটি 'পরিকল্পিত জালিয়াতি' আখ্যা দিয়ে কলকাতা হাইকোর্টের রায়ে আপাত স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট ৷ শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, যোগ্য-অযোগ্য বিভাজন করতে পারলে পুরো প্যানেল বাতিল করার সিদ্ধান্ত ন্যায্য নয় ৷ সে ক্ষেত্রে আপাতত 25,573 জন চাকরিতে বহাল থাকছে বলে জানিয়ে দেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ৷ আগামী 16 জুলাই মামলায় পরবর্তী শুনানি ৷

আরও পড়ুন:

  1. এসএসসি মামলায় হাইকোর্টের রায়ে সুপ্রিম স্থগিতাদেশ, এখনই চাকরি যাচ্ছে না কারও
  2. এসএসসি'র সুপ্রিম-রায়ে খুশি মমতা, প্রতিক্রিয়া দিলেন অভিষেক-ব্রাত্যও
Last Updated :May 8, 2024, 5:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.