কলকাতা, 26 জানুয়ারি: ধনধান্য অডিটোরিয়ামে বৃহস্পতিবার অন্য চেহারায় দেখা গেল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে । এদিন মূল অনুষ্ঠানের আগে ব্যাট হাতে দেখা গেল তাঁকে । বোলারের ভূমিকায় ছিলেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস ।
প্রসঙ্গত, বৃহস্পতিবার ধনধান্য স্টেডিয়ামে ক্রীড়াক্ষেত্রে সম্মান প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছিল রাজ্য সরকার ৷ সেখানে যে সমস্ত ক্রীড়াবিদরা জাতীয় ক্ষেত্রে এবং এশিয়াডে রাজ্যকে সম্মান এনে দিয়েছেন তাদেরই সম্মানিত করল রাজ্য সরকার । মোট 322 জনকে এদিন পুরস্কৃত করা হয় । যার মধ্যে 72 জনকে নিজের হাতে পুরস্কার তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
মূল অনুষ্ঠানের আগেই এদিন ব্যাট হাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল । এদিন খেলাশ্রী প্রকল্পের মাধ্যমে ক্রীড়াবিদদের সম্মান জানাতেই ধনধান্য স্টেডিয়ামে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী । মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্রীড়া প্রীতির কথা কারও অজানা নয় । সেখানেই ছিল ব্যাট-বল, ফুটবল । অডিটোরিয়ামে আসার পর সেগুলি দেখেই প্রথমে নিজের হাতে তুলে নেন ফুটবল । পরে ব্যাট বল নিয়েও তাকে ক্রিকেট খেলতেও দেখা যায় ।
বাংলার ছেলে-মেয়েরা যারা ক্রীড়াক্ষেত্রে জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে রাজ্যকে সম্মানিত করেছে ৷ এবার তাঁদের 'খেলাশ্রী' পুরস্কার দিয়ে সম্মানিত করল রাজ্য সরকার ৷ রাজ্য সরকারের তরফে ক্রীড়াক্ষেত্রে বাংলার নক্ষত্রদের হাতে পুরস্কার তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এই খেলোয়াড়দের মধ্যে 2023 সালে 19তম এশিয়ান গেমসে সোনা, রূপো, ব্রোঞ্জ মেডেল জয়ীরা আছেন ৷ এছাড়া 2022 সালে 36তম ন্যাশনাল গেমস, 2023 সালের 37তম ন্যাশনাল গেমস, 2022 ও 2023 সালের ন্যাশনাল প্যারা চ্যাম্পিয়নশিপে পদকজয়ীদেরও খেলাশ্রী পুরস্কার দিল রাজ্য সরকার ৷ ধনধান্য অডিটোরিয়ামে এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি ৷ এর পাশাপাশি প্রাক্তন খেলোয়াড়দের মাসিক সাম্মানিক দেওয়া নিয়ে একটি প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ৷
এদিন অন্য মেজাজে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে । এখানেই বিভিন্ন প্রবীণ ক্রীড়াবিদদের সঙ্গেও খোশমেজাজে গল্প করতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে । প্রসঙ্গত, বুধবার বর্ধমানে প্রশাসনিক বৈঠক সেরে ফেরার পথে মাথায় সামান্য চোট পান মুখ্যমন্ত্রী । তবে সেসব উপেক্ষা করেই বৃহস্পতিবার রাজভবনে গিয়েছিলেন তিনি । একইভাবে ধনধান্য অডিটোরিয়ামে ক্রীড়াবিদদের এই অনুষ্ঠানেও যোগ দেন তিনি ।
আরও পড়ুন :
- রাজ্য ও দেশকে সম্মানিত করা ক্রীড়াবিদদের এবার চাকরি দিতে চান মুখ্যমন্ত্রী
- মুখ্যমন্ত্রী আহত হওয়ার ঘটনায় প্রশ্নের মুখে পড়লেন পূর্ব বর্ধমানের পুলিশ সুপার
- বাংলার ক্রীড়াক্ষেত্রে উজ্জ্বল নক্ষত্রদের খেলাশ্রী পুরস্কার প্রদান অনুষ্ঠান, দেখুন ইটিভি ভারতে