ডাবগ্রাম, 13 এপ্রিল: এবার তৃণমূল নেত্রীর গলায় আক্ষেপের সুর ৷ শনিবার জলপাইগুড়ির ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে প্রচারের জনসভায় মমতা প্রথমেই তাঁর দুঃখের কথা ভাগ করে নেন ৷ মুখ্যমন্ত্রী বলেন, "আজ আপনাদের একটা দুঃখের কথা বলি ৷ গৌতম যখন শেষবার 2021 সালে দাঁড়িয়েছিল ৷ তখন আমি এখানে এসেছিলাম ৷ আমি দেখেছিলাম মাঠ উপচানো ভিড় ৷ কিন্তু পরে দেখলাম গৌতম হেরে গেল ৷" এই সভা থেকেই তিনি ঘোষণা করেছেন, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহারে যাদের বাড়িঘর একেবারে ভেঙে গিয়েছে তাদের দু'কিস্তিতে 1 লক্ষ 20 হাজার টাকা দেবে সরকার ৷
বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের নাম না-করে তৃণমূল সুপ্রিমো বলেন, "আপনারা যাঁকে জেতালেন, তাঁকে আমি রাস্তা থেকে তুলে নিয়ে এসে গ্রামসভা পঞ্চায়েতের মেম্বার করেছিলাম ৷" এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতায় মাঝেমাঝেই এই আক্ষেপের কথা উঠে এসেছে ৷ বারবার তিনি মা-বোনেদের প্রশ্ন করেন, "আপনারা বিজেপিকে ভোট দিলেন কেন ? আপনারা বিজেপিকে জেতালেন ৷ কী দোষ করেছিল তৃণমূল ? উত্তরবঙ্গে তিনটি কেন্দ্র পেল বিজেপি ৷ জঙ্গলমহলের সব সিট বিজেপি পেল ?"
2019 লোকসভা নির্বাচনের পরাজয় মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ভুলতে পারেননি ৷ ওই আসনে 87 হাজার ভোটে পরাজিত হয়েছিলেন তৃণমূল প্রার্থী তথা বর্তমান শিলিগুড়ির মেয়র গৌতম দেব ৷ শুধু বিধানসভা নির্বাচনে নয়, গত লোকসভা নির্বাচনেও উত্তরবঙ্গের আটটি আসনের মধ্যে সাতটি আসনেই জয় পেয়েছিল বিজেপি ৷ তবে ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা থেকে দু-দু'বার জয়ী হয়েছিলেন গৌতম দেব ৷ কিন্তু একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির শিখা চট্টোপাধ্যায়ের কাছে তিনি পরাজিত হয়েছিলেন 27 হাজার ভোটে ৷
মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি সমর্থকদের কটাক্ষ করে বলেন, "আমি বিজেপির বন্ধুদের জিজ্ঞেস করি, আপনারা কেন বিজেপিকে সমর্থন করেন, আপনারা তো আগে এরকম ছিলেন না ৷ আগে তো ডেডিকেটেড ছিলেন ৷ কাজ করতেন ৷ আর এখন কি পেয়ে পেয়ে হাত-পাগুলো মোটা মোটা হয়ে গিয়েছে ? শরীরগুলো মোটামোটা হয়ে গিয়েছে ৷ তাই এখন বিজেপি না-থাকলে আপনাদের চলবে না ? তাই জেলায় জেলায় গিয়ে টাকা দিচ্ছেন ৷ নানারকম কীর্তি-কেলেঙ্কারি করছেন ৷" প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গ্যারান্টিকে জুমলা করে আক্রমণ শানান তিনি ৷
এদিনও একশো দিনের টাকা, আবাস যোজনার টাকার প্রসঙ্গ উঠল ৷ এমনকী সন্দেশখালির কাছে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বাধা দিয়েছিলেন পুলিশ আধিকারিক যশপ্রীত সিং ৷ তখন তাঁকে 'খালিস্তানি' বলার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে ৷ এই ঘটনার বিতর্ক তৈরি হয় ৷ এই প্রসঙ্গ উত্থাপন করে মমতা বলেন, "এই বিজেপি নেতারা পাঞ্জাবি পুলিশকে খালিস্তানি বলল ৷ মুসলিম পুলিশ অফিসারকে বলল পাকিস্তানি ৷ আপনারা কোনও প্রতিবাদ করেননি ৷ আমরা 100 দিনের কাজের টাকা আমরা দিলাম, বিজেপি কেন ভোট পাবে ?"
জলপাইগুড়িতে টর্নেডো হওয়ার দিন মাঝরাতে তিনি বিপর্যস্ত এলাকা দেখতে পৌঁছেছিলেন ৷ সেই থেকে প্রায় উত্তরবঙ্গই মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিকানা হয়ে গিয়েছে, বলাই যায় ৷ জনসভা মঞ্চ থেকে আগামী দিনেও উত্তরবঙ্গে তাঁর কর্মসূচির কথা জানালেন ৷ উল্লেখ্য, আগামী সপ্তাহে শুক্রবার, 19 এপ্রিল প্রথম দফার ভোটে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে লোকসভা ভোট হওয়ার কথা রয়েছে ৷ এই জনসভা থেকেই তিনি ঘোষণা করেন, 16 এপ্রিল ময়নাগুড়ির সভা সেরে শিলিগুড়িতে মিছিল করবেন ৷ এই মিছিলে অংশ নিতে সর্বধর্ম নির্বিশেষে সবাইকে আহ্বান জানান ৷
আরও পড়ুন: