ETV Bharat / state

খাদিম কর্তা অপহরণেও যুক্ত ছিল পার্ক স্ট্রিটে গুলিকাণ্ডের মূল অভিযুক্ত - Kolkata Shoot out - KOLKATA SHOOT OUT

PARK STREET SHOOT OUT: মির্জা গালিব স্ট্রিটে গুলি চালানোর ঘটনার তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য ৷ সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ 4 অভিযুক্তকে গ্রেফতার করলেও সোনা নামে মূল অভিযুক্ত এখনও অধরা ৷ তাঁর খোঁজে তল্লাশি চলছে ৷ জানা গিয়েছে, সোনা খাদিম কর্তা অপহরণ কাণ্ডেও জড়িত ছিল ৷

PARK STREET SHOOT OUT
মির্জা গালিব স্ট্রিটের গুলিকাণ্ডে অধরা মূল অভিযুক্ত (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 17, 2024, 1:09 PM IST

কলকাতা, 17 জুন: মির্জা গালিব স্ট্রিটে গুলিকাণ্ডে মূল অভিযুক্ত সোনা খাদিম কর্তা অপহরণ কাণ্ডে জড়িত ৷ তদন্তে নেমে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার গোয়েন্দাদের হাতে এমনই চাঞ্চল্যকর তথ্য এসেছে ৷ 2001 সালের পর থেকে 'আন্ডারগ্রাউন্ডে' গা ঢাকা দিয়েছিল সোনা । তারপর ফিরে এসে সে নতুন একটি গ্যাং বানায়। তাঁর খোঁজে ভিন রাজ্যে পাড়ি দিতে চলেছে কলকাতা পুলিশ ৷

গত শুক্রবার পার্কস্ট্রিট থানার অন্তর্গত মির্জা গালিব স্ট্রিটে গুলি চলার ঘটনা ঘটে ৷ বাইক রেষারেষিকে কেন্দ্র করে দুই দলের মধ্যে বচসা বাঁধে ৷ তখনই গুলি চালানোর ঘটনা ঘটে ৷ এক যুবকের পায়ে গুলি লাগে ৷ বর্তমানে সে ন্যাশনাল মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন । এই ঘটনার পরই সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করে পুলিশ ৷ তবে এখনও পর্যন্ত ফেরার সোনার হদিশ পাননি তদন্তকারীরা । প্রাথমিকভাবে অনুমান, সোনা সেই ঘটনার পর বিহারে পালিয়েছে । ওই ব্যক্তির খোঁজ শুরু করে দিয়েছে পুলিশ । অভিযুক্ত সোনার বিরুদ্ধে এলাকায় উত্তেজনা ছড়ানো, ডাকাতি ও খুনের চেষ্টা-সহ একাধিক অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে ৷

মির্জা গালিব স্ট্রিটে গুলি চালানোর ঘটনায় ইতিমধ্যেই 4 জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ । সিসিটিভি ফুটেজ দেখেই অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে ৷ তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । তাঁরা কোথা থেকে অস্ত্র পেল তাও খতিয়ে দেখা হচ্ছে ৷ তাঁদের সঙ্গে কথা বলেই অভিযুক্তদের খোঁজে ভিন রাজ্যে পাড়ি দিতে চলেছে কলকাতা পুলিশ ৷ এই ঘটনায় আরও এক অভিযুক্ত সোনার খোঁজেই এবার ভিন রাজ্যে তল্লাশি চালানো হবে ৷

কলকাতা, 17 জুন: মির্জা গালিব স্ট্রিটে গুলিকাণ্ডে মূল অভিযুক্ত সোনা খাদিম কর্তা অপহরণ কাণ্ডে জড়িত ৷ তদন্তে নেমে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার গোয়েন্দাদের হাতে এমনই চাঞ্চল্যকর তথ্য এসেছে ৷ 2001 সালের পর থেকে 'আন্ডারগ্রাউন্ডে' গা ঢাকা দিয়েছিল সোনা । তারপর ফিরে এসে সে নতুন একটি গ্যাং বানায়। তাঁর খোঁজে ভিন রাজ্যে পাড়ি দিতে চলেছে কলকাতা পুলিশ ৷

গত শুক্রবার পার্কস্ট্রিট থানার অন্তর্গত মির্জা গালিব স্ট্রিটে গুলি চলার ঘটনা ঘটে ৷ বাইক রেষারেষিকে কেন্দ্র করে দুই দলের মধ্যে বচসা বাঁধে ৷ তখনই গুলি চালানোর ঘটনা ঘটে ৷ এক যুবকের পায়ে গুলি লাগে ৷ বর্তমানে সে ন্যাশনাল মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন । এই ঘটনার পরই সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করে পুলিশ ৷ তবে এখনও পর্যন্ত ফেরার সোনার হদিশ পাননি তদন্তকারীরা । প্রাথমিকভাবে অনুমান, সোনা সেই ঘটনার পর বিহারে পালিয়েছে । ওই ব্যক্তির খোঁজ শুরু করে দিয়েছে পুলিশ । অভিযুক্ত সোনার বিরুদ্ধে এলাকায় উত্তেজনা ছড়ানো, ডাকাতি ও খুনের চেষ্টা-সহ একাধিক অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে ৷

মির্জা গালিব স্ট্রিটে গুলি চালানোর ঘটনায় ইতিমধ্যেই 4 জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ । সিসিটিভি ফুটেজ দেখেই অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে ৷ তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । তাঁরা কোথা থেকে অস্ত্র পেল তাও খতিয়ে দেখা হচ্ছে ৷ তাঁদের সঙ্গে কথা বলেই অভিযুক্তদের খোঁজে ভিন রাজ্যে পাড়ি দিতে চলেছে কলকাতা পুলিশ ৷ এই ঘটনায় আরও এক অভিযুক্ত সোনার খোঁজেই এবার ভিন রাজ্যে তল্লাশি চালানো হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.