দার্জিলিং, 19 জুলাই: ফের বড়সড় ধাক্কার মুখে দার্জিলিং হিমালয়ান রেল কর্তৃপক্ষ। চলতি বছরে প্রায় কোটি টাকা ক্ষতির মুখে ডিএইচআর। উত্তর-পূর্ব সীমান্ত রেল সূত্রে জানা গিয়েছে, গত বছরের তুলনায় একদিকে যেমন আয় কমেছে, পাশাপাশি কমেছে যাত্রীর সংখ্যাও ৷ আর এতেই সিঁদুরে মেঘ দেখছেন পর্যটন ব্যবসায়ীরা ৷
2023 সালে জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ডিএইচআরের আয় হয়েছিল 13 কোটি 46 লক্ষ টাকা ৷ পাশাপাশি যাত্রী চড়েছিল 1 লক্ষ 11 হাজার 541 জন ৷ কিন্তু চলতি বছরে ওই ছয় মাসেই আয় কমে হয়েছে 12 কোটি 66 লক্ষ টাকা ৷ যাত্রী চড়েছে 1 লক্ষ 4 হাজার 848 জন। তাতে প্রায় 80 লক্ষ টাকার বেশি ক্ষতি হয়েছে ডিএইচআরের। পাশাপাশি যাত্রী কমেছে অন্ততপক্ষে 6 হাজার 600 জন ৷ এমতাবস্থায় যাত্রী পরিষেবা দ্রুত স্বাভাবিক করার দাবি তুলেছে পর্যটন সংস্থাগুলি। ব্যবসায়ীদের দাবিকে গুরুত্ব দিয়ে দ্রুত পরিষেবা স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে রেল কর্তৃপক্ষ ৷
এবিষয়ে ইস্টার্ন হিমালয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের মুখ্য উপদেষ্টা দেবাশিস মৈত্র বলেন, "গত বছর প্রথম ছ'মাসে ডিএইচআরের যা আয় হয়েছিল, এবার অন্তত 80 লক্ষ টাকা কম হয়েছে। তার কারণ হিসেবে পরিষেবা ব্যাঘাত হওয়াই অন্যতম কারণ ৷ টানা বৃষ্টিতে পাহাড়ে ধস পর্যটকদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়েছিল ৷ যে কারণে পর্যটকরা কম এসেছেন। তবে সামনে পুজোর মরশুম। আমরা চাই রেল কর্তৃপক্ষ দ্রুত পরিষেবা স্বাভাবিক করুক।"
এই বিষয়ে উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জন সংযোগ আধিকারিক সব্যসাচী দে বলেন, "চলতি বছরে গত বারের তুলনায় আয় কম হয়েছে। কারণ এই বছর লোকসভা নির্বাচন ছিল। পাশাপাশি, সম্প্রতি ধসে টয়ট্রেনের লাইনে কিছু জায়গায় ক্ষতি হয়েছে। তবে দ্রুত পরিষেবা স্বাভাবিক করার কাজ করা হচ্ছে।" দার্জিলিং হিমালয়ান রেল ইউনেসকোর হেরিটেজ শিরোপাধারী। পাহাড়ের পর্যটনের মূল আকর্ষণ। 1881 সাল থেকে পাহাড়ে টয়ট্রেন পরিষেবা চালু হয়েছিল। টয়ট্রেনকে পর্যটনের মাত্রায় তুলে ধরতে একাধিক উদ্যোগ নেয় রেল কর্তৃপক্ষ।
জয়রাইড, ঘুম মিউজিয়াম ছাড়াও প্রতি বছর ঘুম ফেস্টিভ্যালের আয়োজন করে থাকে রেল কর্তৃপক্ষ। আগে জয়রাইডে তিনটে করে কামরা থাকত, কিন্তু সম্প্রতি দু'টো করে কামরা ব্যবহার করা হচ্ছে। এতে পর্যটকরা সবাই জায়গা পাচ্ছেন না। এই বছরের শুরুতেই কার্শিয়াংয়ের মহানদী, তিনধারিয়ার একাধিক জায়গায় ধসের কারণে টানা প্রায় বেশ কিছুদিন নিউ জলপাইগুড়ি থেকে কার্শিয়াংয়ের তিনধারিয়া ও দার্জিলিং পর্যন্ত টয়ট্রেন পরিষেবা বন্ধ রাখতে হয় ৷ এতেও বেশ ক্ষতি হয় রেল কর্তৃপক্ষ ৷
তবে চলতি বছরে এই ক্ষতি কাটিয়ে উঠতে বেশ কিছু নতুন উদ্যোগের কথা জানিয়েছেন রেল আধিকারিকরা ৷ টয়ট্রেন কামরা দিয়ে কোচ রেস্টুরেন্ট, ঘুম মিউজিয়াম উন্নত করা এবং ধসের হাত থেকে বাঁচাতে বেশ কিছু নতুন সেতু তৈরি করার লক্ষ্য রাখা হয়েছে ৷