ETV Bharat / state

চিঠি লিখে আবেদন ঘরে ঘরে ! অভিনব ভোট প্রচারে বিজেপি প্রার্থী ডাঃ সুভাষ সরকার - Lok Sabha Election 2024

SUBHAS SARKAR Vote Campaign: ভোটারদের মন জিততে অভিনব প্রচার বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকারের ৷ জুতো পালিশের পর এবার চিঠি লিখে প্রচার ৷ এই কেন্দ্রে 25 মে ষষ্ঠ দফায় ভোট হবে ৷ বিজেপির পক্ষ এই কেন্দ্রের প্রার্থী তিনি ৷

Subhas Sarkar
পোস্ট কার্ডে চিঠি লিখে ভোট প্রচার বিজেপি প্রার্থী ডা:সুভাষ সরকারের (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 14, 2024, 3:34 PM IST

পোস্ট কার্ডে চিঠি লিখে ভোট প্রচার বিজেপি প্রার্থী ডা:সুভাষ সরকারের (নিজস্ব প্রতিনিধি)

বাঁকুড়া, 14 মে: যুগের সঙ্গে তালমেলাতে নির্বাচনী প্রচারে অভিনবত্ব এনেছে রাজনৈতিক দলগুলি ৷ ভোটারদের মন জয়ে কোনও রাজনৈতিক দল পিছিয়ে থাকতে চান না ৷ সেই দৌড় পিছিয়ে নেই সুভাষ সরকারও ৷ এই কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন তিনি ৷ সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত প্রচার পর্ব চালাচ্ছেন ৷ প্রচারের জন্য তিনি অভিনব পন্থা গ্রহণ করেছেন । নিজে হাতে পোস্ট কার্ডে চিঠি লিখে মানুষের মধ্যে বিলি করে দিল্লিতে সরকার গড়ার জন্য ভোট চাইছেন তিনি । মানুষকে নস্টালজিয়ায় ফিরিয়ে নিয়ে যেতেই এই পন্থা বিজেপি প্রার্থীর ।

প্রার্থী হিসেবে নাম ঘো৷ণার পর থেকেই প্রচারে অভিনব পন্থা অবলম্বন করেছেন তিনি ৷ কখনও হুড খোলা গাড়িতে প্রচার করেছেন ৷ আবার কখনও ভোটারদের জুতো পালিশ করে দিয়েছেন তিনি ৷ এখানেই থেমে যাননি, প্রচারে বেরিয়ে কখনও কখনও মানুষজনকে নিজে হাতে স্নান করিয়ে দিতে দেখা গিয়েছে তাঁকে। এমনকি ভোট প্রচারের মাঝে মানুষকে সাঁতার কাটাতও আগ্রহী করতে তিনি সদলবলে পুকুরে নেমে সাঁতার কেটেছেন ৷ এই সবের পাশাপাশি তিনি চিকিৎসকের দায়িত্বও পালন করেছেন ৷ এলাকাবাসীকে ফুসফুসের ক্যনসার নিয়ে সচেতন করতে পোস্টার হাতে মিছিল করেছেন তিনি।

পোস্টকার্ড লিখে প্রচারের মতো অভিনব পন্থা প্রসঙ্গেই প্রার্থী সুভাষ সরকার বলেন, "চিঠি লেখা আজও সমাজের সর্বস্তরে মানুষের কাছে জনপ্রিয় ৷ বলা যায় চিঠির সঙ্গে আত্মিক যোগাযোগ আছে ৷ চিঠি সমাজের বিভিন্ন স্তরে পৌঁছয় । বর্তমানে পোস্ট কার্ড বা ইনল্যান্ড লেটার প্রায় বিলুপ্ত বললেই চলে।" তাই পুরনো সংস্কৃতিকে তুলে ধরতেই সুভাষবাবুর এই উদ্যোগ বলেই তিনি জানিয়েছেন ৷

যদিও এই সুভাষ সরকারের এই পদক্ষেপকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। বাঁকুড়া লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী অরূপ চক্রবর্তী বলেন, "সুভাষ বাবুর লোকের কাছের যাওয়ার সাহস নেই ৷ কারণ, তিনি মানুষের জন্য কোনও কাজ করেনি ৷ তাই তাকে চিঠি দেওয়ার পন্থা অবলম্বন করতে হচ্ছে।"

আরও পড়ুন:

  1. ভোট প্রচারে প্রকাশ্যে দলীয় কোন্দল! প্রসূন-মনোজকে গো ব্যাক স্লোগান তৃণমূল কর্মীদের
  2. ভোটের দিনও প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, রাস্তায় ফেলে মারধরে আহত দুই টোটোচালক

পোস্ট কার্ডে চিঠি লিখে ভোট প্রচার বিজেপি প্রার্থী ডা:সুভাষ সরকারের (নিজস্ব প্রতিনিধি)

বাঁকুড়া, 14 মে: যুগের সঙ্গে তালমেলাতে নির্বাচনী প্রচারে অভিনবত্ব এনেছে রাজনৈতিক দলগুলি ৷ ভোটারদের মন জয়ে কোনও রাজনৈতিক দল পিছিয়ে থাকতে চান না ৷ সেই দৌড় পিছিয়ে নেই সুভাষ সরকারও ৷ এই কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন তিনি ৷ সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত প্রচার পর্ব চালাচ্ছেন ৷ প্রচারের জন্য তিনি অভিনব পন্থা গ্রহণ করেছেন । নিজে হাতে পোস্ট কার্ডে চিঠি লিখে মানুষের মধ্যে বিলি করে দিল্লিতে সরকার গড়ার জন্য ভোট চাইছেন তিনি । মানুষকে নস্টালজিয়ায় ফিরিয়ে নিয়ে যেতেই এই পন্থা বিজেপি প্রার্থীর ।

প্রার্থী হিসেবে নাম ঘো৷ণার পর থেকেই প্রচারে অভিনব পন্থা অবলম্বন করেছেন তিনি ৷ কখনও হুড খোলা গাড়িতে প্রচার করেছেন ৷ আবার কখনও ভোটারদের জুতো পালিশ করে দিয়েছেন তিনি ৷ এখানেই থেমে যাননি, প্রচারে বেরিয়ে কখনও কখনও মানুষজনকে নিজে হাতে স্নান করিয়ে দিতে দেখা গিয়েছে তাঁকে। এমনকি ভোট প্রচারের মাঝে মানুষকে সাঁতার কাটাতও আগ্রহী করতে তিনি সদলবলে পুকুরে নেমে সাঁতার কেটেছেন ৷ এই সবের পাশাপাশি তিনি চিকিৎসকের দায়িত্বও পালন করেছেন ৷ এলাকাবাসীকে ফুসফুসের ক্যনসার নিয়ে সচেতন করতে পোস্টার হাতে মিছিল করেছেন তিনি।

পোস্টকার্ড লিখে প্রচারের মতো অভিনব পন্থা প্রসঙ্গেই প্রার্থী সুভাষ সরকার বলেন, "চিঠি লেখা আজও সমাজের সর্বস্তরে মানুষের কাছে জনপ্রিয় ৷ বলা যায় চিঠির সঙ্গে আত্মিক যোগাযোগ আছে ৷ চিঠি সমাজের বিভিন্ন স্তরে পৌঁছয় । বর্তমানে পোস্ট কার্ড বা ইনল্যান্ড লেটার প্রায় বিলুপ্ত বললেই চলে।" তাই পুরনো সংস্কৃতিকে তুলে ধরতেই সুভাষবাবুর এই উদ্যোগ বলেই তিনি জানিয়েছেন ৷

যদিও এই সুভাষ সরকারের এই পদক্ষেপকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। বাঁকুড়া লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী অরূপ চক্রবর্তী বলেন, "সুভাষ বাবুর লোকের কাছের যাওয়ার সাহস নেই ৷ কারণ, তিনি মানুষের জন্য কোনও কাজ করেনি ৷ তাই তাকে চিঠি দেওয়ার পন্থা অবলম্বন করতে হচ্ছে।"

আরও পড়ুন:

  1. ভোট প্রচারে প্রকাশ্যে দলীয় কোন্দল! প্রসূন-মনোজকে গো ব্যাক স্লোগান তৃণমূল কর্মীদের
  2. ভোটের দিনও প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, রাস্তায় ফেলে মারধরে আহত দুই টোটোচালক
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.