ETV Bharat / state

ধূপগুড়িতে পুলিশ জনতা সংঘর্ষে গ্রেফতার 21, এলাকায় কেন্দ্রীয় বাহিনী - Protest in Dhupguri - PROTEST IN DHUPGURI

Agitaion in Dhupguri: পুলিশ-জনতা খণ্ডযুদ্ধে ধূপগুড়িতে উত্তেজনা ছড়ায় ৷ আন্দোলনকারীদের হামলায় আহত হন পুলিশকর্মী ৷ এই ঘটনায় 21 জনকে গ্রেফতার করে পুলিশ ৷ আদালতে তোলা হলে 11 জনকে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ৷

Agitaion in Dhupguri
ধূপগুড়িতে পুলিশ জনতা সংঘর্ষে গ্রেফতার 21 (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 19, 2024, 9:49 PM IST

Updated : May 20, 2024, 9:49 AM IST

জলপাইগুড়ি, 19 মে: ধূপগুড়িতে পুলিশ-জনতা সংঘর্ষে গ্রেফতার মোট 21 জন ৷ রবিবার অভিযুক্তদের জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করে পুলিশ ৷ 21 জনের বিরুদ্ধে তিনটি মামলা রুজু করেছে পুলিশ ৷ ধৃত 21 জনের মধ্যে 11 জনকে নিজেদের হেফাজতে নিয়েছে ধূপগুড়ি থানার পুলিশ। পাশাপাশি এদিন নতুন করে ধূপগুড়ি ষ্টেশন এলাকায় পুলিশ-জনতা সংঘর্ষে স্থানীয় থানার আইসি আহত হয়েছেন বলে জানা গিয়েছে ৷ তাঁর মাথায় চোট লেগেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয়েছে কেন্দ্রীয় বাহিনী। জেলা পুলিশ সুপারকে এই বিষয়ে ফোন করা হলেও প্রতিক্রিয়া মেলেনি।

এদিন, অভিযুক্তদের পক্ষে আইনজীবী সৌজিৎ সিংহ জানান, পুলিশ তিনটি মামলায় 21 জনকে গ্রেফতার করে আদালতে পেশ করেছে। কিন্তু কার বিরুদ্ধে কী কী অভিযোগ, পুলিশ সেটা উল্লেখ করেনি। পাশাপাশি, অনেক অভিযুক্তদের শরীরে আঘাত রয়েছেও বলে আইনজীবী জানান ৷ পুলিশ হেফাজতে থাকাকালীন এমন কেন হল, তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে ৷ যদিও পুলিশের উপর আক্রমণের ঘটনায় অভিযুক্তদের আইনজীবী দুঃখপ্রকাশ করেছেন ৷

সৌজিৎ সিংহ আরও জানান, আদালত 21 জনের মধ্যে 11 জনকে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। বাকি 10 জনকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। তাঁর অভিযোগ, ঘটনার সঙ্গে জড়িত নন এমন মানুষকেও গ্রেফতার করেছে পুলিশ ৷ আগামী 24 তারিখ মামলার পরবর্তী শুনানি রয়েছে ৷ প্রয়োজনে উচ্চ আদালতের দ্বারস্থ হবেন বলে জানান অভিযুক্তদের আইনজীবী ।

তিনি বলেন, "কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করছি। আমরা আগামিদিনে উচ্চ আদালতে যাব সুবিচারের আশায় । তারমধ্যেই সংঘর্ষ বাঁধে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে ৷ ঘটনায় আহত হন 3 পুলিশকর্মী। দু'জন পুলিশ অফিসারের আঘাত গুরুতর হওয়ায় তাঁদের ধূপগুড়ি গ্রামীণ হাসপাতাল থেকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এলাকায় জারি হয় 144 ধারা ৷ রবিবার অভিযুক্তদের গ্রেফতার করা হয় ৷ পাশাপাশি, নতুন করে এলাকায় অশান্তি শুরু হলে নামানো হয় কেন্দ্রীয় বাহিনী ৷

আরও পড়ুন

  1. ধূপগুড়িতে জারি 144 ধারা, আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে আহত 3 পুলিশকর্মী
  2. ধূপগুড়িতে জাতীয় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ, ঘটনাস্থলে পুলিশের বিশাল বাহিনী
  3. 'বাংলায় কেন্দ্রীয় এজেন্সি এলেই আক্রমণ হয়', ধূপগুড়ি থেকে দাবি মোদির

জলপাইগুড়ি, 19 মে: ধূপগুড়িতে পুলিশ-জনতা সংঘর্ষে গ্রেফতার মোট 21 জন ৷ রবিবার অভিযুক্তদের জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করে পুলিশ ৷ 21 জনের বিরুদ্ধে তিনটি মামলা রুজু করেছে পুলিশ ৷ ধৃত 21 জনের মধ্যে 11 জনকে নিজেদের হেফাজতে নিয়েছে ধূপগুড়ি থানার পুলিশ। পাশাপাশি এদিন নতুন করে ধূপগুড়ি ষ্টেশন এলাকায় পুলিশ-জনতা সংঘর্ষে স্থানীয় থানার আইসি আহত হয়েছেন বলে জানা গিয়েছে ৷ তাঁর মাথায় চোট লেগেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয়েছে কেন্দ্রীয় বাহিনী। জেলা পুলিশ সুপারকে এই বিষয়ে ফোন করা হলেও প্রতিক্রিয়া মেলেনি।

এদিন, অভিযুক্তদের পক্ষে আইনজীবী সৌজিৎ সিংহ জানান, পুলিশ তিনটি মামলায় 21 জনকে গ্রেফতার করে আদালতে পেশ করেছে। কিন্তু কার বিরুদ্ধে কী কী অভিযোগ, পুলিশ সেটা উল্লেখ করেনি। পাশাপাশি, অনেক অভিযুক্তদের শরীরে আঘাত রয়েছেও বলে আইনজীবী জানান ৷ পুলিশ হেফাজতে থাকাকালীন এমন কেন হল, তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে ৷ যদিও পুলিশের উপর আক্রমণের ঘটনায় অভিযুক্তদের আইনজীবী দুঃখপ্রকাশ করেছেন ৷

সৌজিৎ সিংহ আরও জানান, আদালত 21 জনের মধ্যে 11 জনকে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। বাকি 10 জনকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। তাঁর অভিযোগ, ঘটনার সঙ্গে জড়িত নন এমন মানুষকেও গ্রেফতার করেছে পুলিশ ৷ আগামী 24 তারিখ মামলার পরবর্তী শুনানি রয়েছে ৷ প্রয়োজনে উচ্চ আদালতের দ্বারস্থ হবেন বলে জানান অভিযুক্তদের আইনজীবী ।

তিনি বলেন, "কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করছি। আমরা আগামিদিনে উচ্চ আদালতে যাব সুবিচারের আশায় । তারমধ্যেই সংঘর্ষ বাঁধে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে ৷ ঘটনায় আহত হন 3 পুলিশকর্মী। দু'জন পুলিশ অফিসারের আঘাত গুরুতর হওয়ায় তাঁদের ধূপগুড়ি গ্রামীণ হাসপাতাল থেকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এলাকায় জারি হয় 144 ধারা ৷ রবিবার অভিযুক্তদের গ্রেফতার করা হয় ৷ পাশাপাশি, নতুন করে এলাকায় অশান্তি শুরু হলে নামানো হয় কেন্দ্রীয় বাহিনী ৷

আরও পড়ুন

  1. ধূপগুড়িতে জারি 144 ধারা, আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে আহত 3 পুলিশকর্মী
  2. ধূপগুড়িতে জাতীয় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ, ঘটনাস্থলে পুলিশের বিশাল বাহিনী
  3. 'বাংলায় কেন্দ্রীয় এজেন্সি এলেই আক্রমণ হয়', ধূপগুড়ি থেকে দাবি মোদির
Last Updated : May 20, 2024, 9:49 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.