ETV Bharat / state

সপ্তম দফায় উত্তপ্ত সন্দেশখালি, অশান্তির আঁচে রাজ্যে শেষ হল ভোটগ্রহণ; অপেক্ষা 4 জুনের - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Seventh Phase Lok Sabha Polls
বঙ্গে সপ্তম দফা নির্বাচনের আপডেট
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 1, 2024, 7:06 AM IST

Updated : Jun 1, 2024, 9:16 PM IST

21:10 June 01

শেষ হল চব্বিশের লোকসভা নির্বাচন ৷ কোথাও ফাটল মাথা, কোথাও চলল গুলি, বিক্ষোভ, গো-ব্যাক ও বচসায় কাটল দিন ৷ প্রাণহানি না হলেও একাধিক জায়গায় ঝরল রক্ত ৷ বসিরহাট ও ভাঙড়ের কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ছাড়া মোটের উপর সপ্তম দফা তথা শেষ দফার ভোট শান্তিপূর্ণ বলেই জানাল নির্বাচন কমিশন ৷ দিল্লির মসনদে কে বসে তা দেখার জন্য এবার অপেক্ষা 4 জুনের ৷

  • অশান্তির আঁচ গায়ে মেখেই শেষ হল রাজ্যে সপ্তম দফা নির্বাচন ৷ 4 জুন ফলাফল প্রকাশের আগে আপাতত চোখ বুথ ফেরত সমীক্ষায় ৷

18:32 June 01

  • সপ্তম দফার নির্বাচন নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম । আলিমুদ্দিন স্ট্রিটে দলের রাজ্য দফতরে ভোট শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,"সপ্তম পর্যায়ে বিজেপি আর তৃণমূলের সেটিং বোঝা গিয়েছে । ডায়মন্ড হারবার যাদবপুরের মতো কেন্দ্র ছেড়ে দিয়েছে বিজেপি । বিজেপিকে কোথাও দেখা যায়নি । বিজেপির কোলে বসে তৃণমূল ভোট করেছে । মনে হল তৃণমূলকে যেন বিজেপি দত্তক নিয়েছে । আর তাই বিজেপির কোলে বসে নির্বাচন কমিশনের সাহায্যে তৃণমূল যা ইচ্ছা করেছে ।"

18:05 June 01

  • বরানগরে বিজেপির পার্টি অফিসে হামলা চালানোর তৃণমূলের দুষ্কৃতীরা । প্রায় 50 থেকে 60 জন এসে পার্টি অফিসে থাকা বিজেপি কর্মীদের মাটিতে ফেলে মারধর করে এবং একজনের মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ ৷ এরপরই বিজেপির কর্মী সমর্থকরা এসে তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে । শুধু মারধরই নয়, কম্পিউটার-সহ একাধিক জিনিসপত্র ভাঙচুর চালায় বিজেপির পার্টি অফিসে । এছাড়াও আলমপুরে সজল ঘোষের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে । যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় তৃণমূলের প্রতিক্রিয়া পাওয়া যায়নি । বিজেপির অভিযোগ শান্তিপূর্ণ ভোটের নামে সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল ।

17:42 June 01

  • সপ্তম দফা নির্বাচনে রাজ্যে বিকেল 5টা পর্যন্ত ভোট পড়ল 69.89 শতাংশ ৷ যার মধ্যে বারাসতে ভোট পড়েছে 71.80 %, বসিরহাট 76.56 %, ডায়মন্ড হারবার 72.87 %, দমদম 67.60 %, যাদবপুর 70.41 %, জয়নগর 73.44 %, কলকাতা দক্ষিণ 60.88 %, কলকাতা উত্তর 59.23 %, মথুরাপুর 74.13 % ৷ ভোটদানে এগিয়ে বসিরহাট ৷ পিছিয়ে দুই কলকাতা ৷ অন্যদিকে, বরানগর বিধানসভা উপনির্বাচনে বিকেল 5টা পর্যন্ত ভোট পড়েছে 66.70 শতাংশ

16:46 June 01

Mamata Banerjee cast her vote
মিত্র ইন্সটিটিউশনে ভোট দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
  • "আজ কোনও কথা বলব না ৷" মিত্র ইন্সটিটিউশনে বিকেল সাড়ে 4টে নাগাদ ভোট দিয়ে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়
  • বাসন্তী বিধানসভার ঝড়খালিতে বিজেপি কর্মীদের উপর তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ ৷ মাথা ফাটল দু'জনের ৷
  • আলিপুর মাল্টিপারপাস স্কুলে ভোট দিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস ।
  • সন্দেশখালির আগরহাটি এলাকার মণ্ডলপাড়ায় গুলি চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ গুলিবিদ্ধ ব্যক্তি ইটিভি ভারতের কাছে তৃণমূলকে দুষেছেন ৷

16:10 June 01

Election Update
মাংস ভাত খাইয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
  • বাসন্তীর তালদহ শিকারীপাড়ার 65 নম্বর বুথের ভোটারদের মাংস ভাত খাইয়ে প্রভাবিত করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । প্রায় 1400 মানুষকে জন্য মাংস ভাত খাওয়ানো হয় । ঘটনার খবর পেয়ে কেন্দ্রীয়বাহিনীর জওয়ানরা এলাকায় গিয়ে হটিয়ে দেয় সকলকে ।
  • সন্দেশখালির রাজবাড়ি এলাকায় দফায় দফায় বিক্ষোভ ৷ উত্তপ্ত এলাকা ৷ রাজ্য পুলিশকে ধাক্কা ও তুই তোকারি করে গালিগালাজ রেখা পাত্রর ৷
  • বয়ারমানিতে পাঁচজন গ্রামবাসীকে ছাড়ার দাবিতে বাসন্তী আয়ুতে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ গ্রামবাসীদের ৷
  • সন্দেশখালির আগারহাটি বেড়মজুর এলাকায় ভোট দিতে তৃণমূল বাধা দেয় বলে অভিযোগ ৷ সেই সময় পুলিশ এসে মহিলাদের উপর হামলা চালায় বলে অভিযোগ ।

15:53 June 01

Dev Casts his Vote
ভোট দিলেন দেব
  • সপ্তম দফা নির্বাচনে রাজ্যে দুপুর 3টে পর্যন্ত ভোট পড়ল 58.46 শতাংশ ৷ যার মধ্যে বারাসতে ভোট পড়েছে 59.69 %, বসিরহাট 66.76 %, ডায়মন্ড হারবার 61.08 %, দমদম 53.06 %, যাদবপুর 56.49 %, জয়নগর 62.24 %, কলকাতা দক্ষিণ 50.61 %, কলকাতা উত্তর 51.22 %, মথুরাপুর 63.66 % ৷ এর মধ্যে এখনও পর্যন্ত ভোটদানে এগিয়ে রয়েছে বসিরহাট ৷ পিছিয়ে কলকাতার দুই কেন্দ্র ৷ অন্যদিকে, বরানগর বিধানসভা উপনির্বাচনে দুপুর 3টে পর্যন্ত ভোট পড়েছে 53.40 শতাংশ

15:17 June 01

Election Live
ভোট দিলেন রচনা ও শ্রাবন্তী
  • সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলে ভোট দিলেন কলকাতা দক্ষিণের ভোটার তথা ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব । দুপুর 3টে নাগাদ ভোট দেন তিনি ৷
  • বাসন্তীর আমঝাড়া এলাকায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ । ঘটনায় তৃণমূলের দুই কর্মী আহত । ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা । আহত তৃণমূল কর্মীদের নাম তন্ময় হালদার ও বিশ্বনাথ অধিকারী । আহতদের ক্যানিং মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে । ঘটনার পর কেন্দ্রীয়বাহিনী ও রাজ্য পুলিশের বিশাল বাহিনী এসে এলাকায় পরিস্থিতি সামাল দেয় ।
  • কলকাতা আরবানা সংলগ্ন একটি স্কুলে ভোট দিলেন রচনা ও শ্রাবন্তী ৷
  • দমদমের বিজেপি প্রার্থী শীলভদ্র দত্তের গাড়ি ভাঙার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷

14:44 June 01

  • বসিরহাট লোকসভার উত্তর মামুদপুর শিশু শিক্ষাকেন্দ্রের 98 নম্বর বুথে ইভিএম মেশিনে তৃণমূলের পক্ষ থেকে কলমের কালি দিয়ে বিশেষ চিহ্ন করা হয়েছে বলে দাবি করলেন বিজেপি প্রার্থী রেখা পাত্র । এছাড়াও তৃণমূলের বিরুদ্ধে বুথ দখলেরও অভিযোগ করেছেন তিনি ৷ অশান্তির খবর পেয়ে বুথে আসেন রেখা । এরপর বুথ পরিদর্শন করে এই অভিযোগ তোলেন তিনি ।
  • কেন্দ্রীয়বাহিনী ও পুলিশ সরতেই ফের উত্তপ্ত বারাসত লোকসভা কেন্দ্রের অধীন অশোকনগরের বাঁকপুল চাক সিমলা এলাকার 73 নম্বর বুথের কাছে আইএসএফ ও তৃণমূল উভয়পক্ষের মধ্যে ইটবৃষ্টি ও মারপিটের অভিযোগ । বাড়িতেও হামলা চালানো হয় বলে জানা গিয়েছে । অশোকনগরের ওই 73 নম্বর বুথে বিজেপি কর্মীদেরও মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । ভাঙচুর করা হয়েছে একাধিক গাড়ি ।

14:15 June 01

Firhad Hakim
সপরিবারে বুথমুখী ফিরহাদ হাকিম
  • চেতলা গার্লস স্কুলে পরিবারের সঙ্গে ভোট দিতে এলেন কলকাতা মেয়র ফিরহাদ হাকিম ৷
  • বরানগর বিধানসভা উপনির্বাচনে পরপর দু'বার ভুয়ো ভোটার ধরলেন বিজেপি প্রার্থী সজল ঘোষ ৷

13:28 June 01

Casting Vote
ভোট দিলেন শশী পাঁজা ও সস্ত্রীক মহম্মদ সেলিম
  • সপ্তম দফা নির্বাচনে রাজ্যে দুপুর 1টা পর্যন্ত ভোট পড়ল 45.07 শতাংশ ৷ যার মধ্যে বারাসতে 47.49 %, বসিরহাট 50.89 %, ডায়মন্ড হারবার 47.33 %, দমদম 41.09 %, যাদবপুর 43.25 %, জয়নগর 48.27 %, কলকাতা দক্ষিণ 39.70 %, কলকাতা উত্তর 39.48 %, মথুরাপুর 47.03 % ৷ দুপুর 1টা পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পড়েছে বসিরহাটেপিছিয়ে রয়েছে কলকাতা উত্তর ও দক্ষিণ ৷ অন্যদিকে, বরানগর বিধানসভা উপনির্বাচনে ভোট পড়েছে 41.10 শতাংশ ৷
  • শাসনে নিজের এলাকায় ভোট দিয়ে খোশমেজাজে বাড়িতে পত্রিকায় চোখ রাখলেন মজিদ আলি ওরফে মজিদ মাস্টার । পাশাপাশি মোদির ধ্যানে বসা নিয়ে তিনি কটাক্ষ করেন । রাজ্য সরকার উন্নয়নে সচেষ্ট হলেও নানাবিধ জনমুখী প্রকল্পের সমালোচনা করেন তিনি । তাঁর মতে লক্ষ্মীর ভাণ্ডার শুধু গরীব মহিলাদের দেওয়া হোক । এদিন তিনি নস্টালজিক হয়ে পড়েন একদিন তিনিও শাসনে ভোট পরিচালনা করতেন । আজ 80 বছর বয়সে এসে অবসর উপভোগ করছি বলে মন্তব্য করেন মজিদ মাস্টার ।
  • জয়নগর লোকসভা কেন্দ্রের মৈপিঠ বৈকুণ্ঠপুর গ্রামের 270 নম্বর বুথে তৃণমূল- বিজেপি সংঘর্ষ ৷ বিজেপির অভিযোগ, ভোট দিতে যাওয়ার পথে মেরে হাত পা ভেঙে দেওয়ার অভিযোগ । পালটা তৃণমূলের অভিযোগ, বিজেপির পক্ষ থেকে হামলা চালানো হয় ৷
  • সাতগাছিয়া বিধানসভার বিজেপি কার্যকর্তা অখিল মান্নার উপর প্রাণঘাতী হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ মাথা ফাটিয়ে দেওয়া হয় ৷

12:23 June 01

  • শূন্যের ঝড়ের প্রতিফলন দেখা যাবে 4 তারিখ ৷ আলিমুদ্দিন স্ট্রিটের এ কে ফজলুল হক স্কুলে ভোট দিয়ে এমনটাই বললেন বামফ্রন্ট চেয়ারম্যান কমরেড বিমান বসু । পাশাপাশি সন্দেশখালির গোসাবা কেন্দ্রে ইভিএম মেশিন জলে ফেলে দেওয়ার ঘটনার নিন্দাও করলেন বাম নেতা ৷
  • মুড়াগাছার তেঘড়িয়া হাইস্কুলে সিপিএম নেতা সুজন চক্রবর্তীকে দেখে তৃণমূলের গো-ব্যাক স্লোগান ঘিরে উত্তেজনা । পরিস্থিতি সামাল দিতে আসরে নামে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা । ওই স্কুলে 212,213 ও 216 তিনটি বুথ রয়েছে । এদিন অভিযোগ পেয়ে ওই স্কুলে ঢুকতেই বিলকান্দ-2 পঞ্চায়েতের তৃণমূলের জেলা পরিষদের সদস্য সোমা ঘোষ দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে সুজন চক্রবর্তীর উদ্যেশ্যে গো-ব্যাক স্লোগান দিতে থাকেন বলে জানা গিয়েছে । তৃণমূলের জেলা পরিষদের সদস্য সোমা ঘোষের অভিযোগ, এখানে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে । সুজন চক্রবর্তী বহিরাগতদের নিয়ে এসে শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে । অবশেষে পুলিশ ও কেন্দ্রীয়বাহিনী ঘেরাটোপে সেখান থেকে বেরিয়ে যান বামপ্রার্থী ।
  • কলকাতা দক্ষিণের তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায় ভোট দিলেন দেশপ্রাণ বীরেন্দ্র ইন্সটিটিউশনে ৷ সঙ্গে ছিলেন ছেলে নির্বাণ রায় । এদিন মালা রায় বলেন, "মোটের উপর এখনও পর্যন্ত শান্তিপূর্ণই নির্বাচন হচ্ছে ৷ তবে বেশ কিছু জায়গায় কেন্দ্রীয়বাহিনী অতি সক্রিয়তা নিয়ে তিনি উষ্মাপ্রকাশ করলেন পাশাপাশি তিনি জানালেন যে যাকেই ভোট দিক না কেন সকল মানুষ তার ভোটদান প্রয়োগ করুক সেটাই আমি চাই ৷"
  • ভোট দিলেন অপর্ণা সেন, কোয়েল মল্লিক, অঞ্জনা বসু, রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় । বাঙুরের একটি স্কুলে বাবা রঞ্জিত মল্লিক ও মা দীপা মল্লিকের সঙ্গে ভোট দিলেন কোয়েল ৷ মিমি চক্রবর্তী ভোট দিলেন কসবার সারদা অ্যাকাডেমিতে । অঞ্জনা বসু দিলেন জুবিলি পার্কের একটি স্কুলে ।

11:26 June 01

  • বেলা 11:15

এখনও পর্যন্ত কমিশনে মোট অভিযোগ পড়ল 1450টি । এর মধ্যে সিএমএস পোর্টালে জমা পড়া অভিযোগের সংখ্যা 307টি । যার মধ্যে বিজেপির তরফে জমা পড়েছে 76টি, সিপিএমের তরফে 142টি ও কংগ্রেস 9টি । ডায়মন্ড হারবারে 183টি অভিযোগ জমা পড়েছে । সি-ভিজিল অ্যাপে জমা পড়া অভিযোগের সংখ্যা 128টি ও এনজিআর‌এসে জমা পড়া অভিযোগ 1015টি । দমদমে 473টি ও ডায়মন্ড হারবারে 463টি ৷

  • বেলা 11:30

বারাসত লোকসভা কেন্দ্রে স্ত্রীকে সঙ্গে নিয়ে ভোট দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ কালিন্দী প্লট ওনারস লাইব্রেরি হলে ভোট দেন তাঁরা ৷

ভোট দিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায় ৷ টালিগঞ্জে নিজের বুথে স্ত্রীকে সঙ্গে নিয়ে ভোট দেন তিনি ৷

  • বেলা 11:37

সপ্তম দফা নির্বাচনে রাজ্যে বেলা 11টা পর্যন্ত ভোট পড়ল 28.10 শতাংশ ৷ যার মধ্যে বারাসতে 27.86 %, বসিরহাট 32.57 %, ডায়মন্ড হারবার 31.51 %, দমদম 24.83 %, যাদবপুর 26.59 %, জয়নগর 30.25 %, কলকাতা দক্ষিণ 24.02 %, কলকাতা উত্তর 24.02 %, মথুরাপুর 30.50 % ৷ ভোটদানে এগিয়ে বসিরহাট ৷ একসঙ্গে পিছিয়ে কলকাতা উত্তর ও দক্ষিণ ৷ এদিকে বরানগর বিধানসভা উপনির্বাচন 24.20 শতাংশ ৷

11:09 June 01

  • লেবুতলা পার্কে সজল ঘোষের বাড়ির সামনে বঙ্গবাসী কলেজ-স্কুল বুথের সামনে বিজেপি প্রার্থী তাপস রায়কে ঘিরে বিক্ষোভ । প্রক্সি ভোটিংয়ের অভিযোগ তুলল তৃণমূল কর্মীরা । তাপস রায়কে ঘিরে 'গো ব্যাক' স্লোগান । পালটা 'জয় শ্রীরাম' স্লোগান দিলেন বিজেপি কর্মীরা ।
  • বরানগর বিদ্যামন্দিরের 36 থেকে 40 নম্বর বুথে কৌস্তভ বাগচি ঢোকামাত্রই তাঁকে দেখে গো ব্যাক স্লোগান ও অশ্লীল গালাগালি দিয়ে ভিতরে ঢুকতে বাধা দেয় তৃণমূল কংগ্রেস কর্মীরা । বরানগর পৌরসভার পৌরপিতা রামকৃষ্ণ পালের সঙ্গে হাতাহাতি ও বচসায় জড়িয়ে পড়েন কৌস্তভ ৷
  • ক্যানিংয়ের গোলাবাড়ি বাজারে ভোটারদের বাধা দেওয়ার চেষ্টা তৃণমূলের । বাধা দিতে গেলে মারধর, ছবি তুলতে গিয়ে আক্রান্ত সংবাদমাধ্যমের কর্মী । পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি । ঘটনায় এক সংবাদকর্মী গুরুতর আহত । এলাকায় ব্যাপক উত্তেজনা । বিরোধী দলের ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ।

10:13 June 01

  • দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটের পর শান্তিপূর্ণভাবে দমদম লোকসভা কেন্দ্রের নির্বাচন হচ্ছে বলে সন্তোষপ্রকাশ করলেন দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী । এদিন সকাল থেকে বিভিন্ন বুথে বুথে ঘুরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন তিনি ।
  • দক্ষিণ দমদম পৌরসভার 11 নং ওয়ার্ডের কাউন্সিলর মৃন্ময় দাসের নেতৃত্বে সিপিআইএম কর্মীদের আগ্নেয়াস্ত্র নিয়ে হুমকি দেওয়া ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ ।
  • ভোটের দিনেই ভোট বয়কটের ডাক ৷ বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ, ঘটনাটি দক্ষিণ 24 পরগনা জেলার মথুরাপুর লোকসভার কাশীনগর গ্রাম পঞ্চায়েতের 111 নম্বর বুথের । বিক্ষোভকারী সূত্রে জানা যায় বহুদিন ধরেই রাস্তা হাল বেহাল শাসকদলকে বলে কোনও কাজ হয়নি ।
  • সল্টলেকে এপিজে স্কুলে ভোট দিলেন রাজ্যসভার বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য
  • সন্দেশখালি 2 নম্বর ব্লকের খুলনা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ 177 নম্বর বুথের তৃণমূলের পঞ্চায়েত সদস্য মণিকা মণ্ডলের স্বামী রামকৃষ্ণ মণ্ডলকে রিভালভার দিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ আশঙ্কাজনক অবস্থায় খুলনা হাসপাতালে ভর্তি তৃণমূল নেতা রামকৃষ্ণ মণ্ডল ৷
  • ভোট দিলেন বারাসত লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার । শনিবার সকালে দিগবেড়িয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালযের 232 নম্বর বুথে ভোট দেন তিনি ।
  • ভোটের দিন আচমকাই একসময়ের সতীর্থ তথা তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গেলেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় । কিন্তু বাড়ি গিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা না হওয়ায় সেখানকার বুথ পরিদর্শন করে ফিরে যান তিনি ।

09:45 June 01

রাজ্যে সকাল 9টা পর্যন্ত ভোট পড়ল 12.63 শতাংশ ৷ যার মধ্যে বারাসতে 12.94 %, বসিরহাটে 15.66 %, ডায়মন্ড হারবারে 14.16 %, দমদমে 10.86 %, যাদবপুরে 13.46 %, জয়নগরে 13.13 %, কলকাতা দক্ষিণ 10.16 %, কলকাতা উত্তর 8.92 %, মথুরাপুর 13.54 % ৷ ভোটদানে এগিয়ে রয়েছে বসিরহাট, পিছিয়ে কলকাতা উত্তর ৷ এছাড়াও বরানগর বিধানসভা উপনির্বাচনে ভোট পড়েছে 11 শতাংশ ৷

বারুইপুর পূর্ব বিধানসভার হিঞ্চি অবৈতনিক বিদ্যালয়ে বুথ এজেন্ট বসাতে গিয়ে তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য

সকাল 10টা নাগাদ মিত্র ইন্সটিটিউশনে ভোট দিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়

09:34 June 01

  • ভাঙড়ে বোমা উদ্ধারের ঘটনায় অ্যাকশন টেকেন রিপোর্ট চাইল নির্বাচন কমিশন ৷
  • স্বামীকে সঙ্গে নিয়ে নিজের কেন্দ্রে ভোট দিলেন বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র ৷

09:02 June 01

  • ভোট দিয়ে ভাঙড়ের উদ্দেশ্যে রওনা দিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ ৷
  • উত্তর দমদম পৌরসভার আলিপুর বিদ্যামন্দির স্কুলের 231 নম্বর বুথে দলীয় এজেন্ট গৌতম অধিকারীকে মেরে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দমদমের বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত গিয়ে বুথে এজেন্টদের ফের বসানোর ব্যবস্থা করেন ৷
  • ভোট দিলেন বসিরহাট লোকসভা সিপিআইএমের প্রার্থী নিরাপদ সরদার ৷ খুলনা গ্রাম পঞ্চায়েতের 170 নং বুথে ভোট দিলেন তিনি ৷

08:37 June 01

Lok Sabha Polls
স্ত্রী নয়নাকে নিয়ে ভোট দিলেন কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়
  • স্ত্রীর সঙ্গে সকাল সকাল ভোট দিলেন কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় ৷
  • এদিকে, কলকাতা দক্ষিণের সিপিএম প্রার্থী তথা স্ত্রী সায়রা হালিমকে সঙ্গে নিয়ে ভোট দিলেন ফুয়াদ হালিম ৷
  • বেলেঘাটা 33 নম্বর বুথের সামনে তাপস রায়কে 'গো ব্যাক' স্লোগান তৃণমূল কর্মী সমর্থকদের । 'তাপস রায় দলবদল করে দিদির সঙ্গে বেইমানি করেছেন', এই দাবিতে তাপস রায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ মহিলাদের ।

07:10 June 01

Lok Sabha Poll 2024
সস্ত্রীক ভোট দিলেন সিপিএম নেতা ফুয়াদ হালিম
  • ভোটের সকালেই উত্তপ্ত ভাঙড়ের সাতুলিয়া । যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভগবানপুর অঞ্চলের সাতুলিয়া এলাকায় আইএসএফ ও সিপিএম কর্মী সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । এই ঘটনায় বেশ কয়েকজন আইএসএফ কর্মী সমর্থক আহত হয়েছে বলে খবর । ঘটনাস্থলে এখনও পর্যন্ত পড়ে আছে তাজা বোমা । পরিস্থিতি সামাল দিতে এলাকায় পোলারহাট থানার পুলিশ ।
  • তৃণমূলের এজেন্ট ও কর্মীদের সঙ্গে বচসায় জড়ালেন বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচি ৷
  • খড়দায় তৃণমূলের অস্থায়ী অফিসে আগুন লাগানোর অভিযোগ ৷
  • বেহালায় পথচারীদের উপর চড়াও কেন্দ্রীয়বাহিনী ৷
  • কুলতলিতে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসীরা ইভিএম জলে ফেলে দিলেন ৷
  • "জীবনে আমি নিজে প্রথম ভোট দেব ৷ আর সন্দেশখালির মা-বোনেরাও প্রথমবার ভোট দেবেন", শনিবার ভোটের দিন সকালে এলাকা পরিদর্শনে বেরিয়ে প্রথম প্রতিক্রিয়া বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের ৷

06:08 June 01

  • নির্বিঘ্নেই শুরু হল সপ্তম তথা শেষ দফার লোকসভা নির্বাচন ৷ সকাল সকাল ভোটের লাইনে জনতা ৷
  • কোটরা কদম্বগাছি আদর্শ কলোনিতে বিজেপির বুথ সভাপতি হিরণ বিশ্বাসের বাড়িতে মধ্যরাতে আক্রমণের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ বাঁশ ও লাঠির আঘাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি বিজেপি নেতা ও তাঁর মেয়ে পিয়াসা বিশ্বাস ৷

21:10 June 01

শেষ হল চব্বিশের লোকসভা নির্বাচন ৷ কোথাও ফাটল মাথা, কোথাও চলল গুলি, বিক্ষোভ, গো-ব্যাক ও বচসায় কাটল দিন ৷ প্রাণহানি না হলেও একাধিক জায়গায় ঝরল রক্ত ৷ বসিরহাট ও ভাঙড়ের কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ছাড়া মোটের উপর সপ্তম দফা তথা শেষ দফার ভোট শান্তিপূর্ণ বলেই জানাল নির্বাচন কমিশন ৷ দিল্লির মসনদে কে বসে তা দেখার জন্য এবার অপেক্ষা 4 জুনের ৷

  • অশান্তির আঁচ গায়ে মেখেই শেষ হল রাজ্যে সপ্তম দফা নির্বাচন ৷ 4 জুন ফলাফল প্রকাশের আগে আপাতত চোখ বুথ ফেরত সমীক্ষায় ৷

18:32 June 01

  • সপ্তম দফার নির্বাচন নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম । আলিমুদ্দিন স্ট্রিটে দলের রাজ্য দফতরে ভোট শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,"সপ্তম পর্যায়ে বিজেপি আর তৃণমূলের সেটিং বোঝা গিয়েছে । ডায়মন্ড হারবার যাদবপুরের মতো কেন্দ্র ছেড়ে দিয়েছে বিজেপি । বিজেপিকে কোথাও দেখা যায়নি । বিজেপির কোলে বসে তৃণমূল ভোট করেছে । মনে হল তৃণমূলকে যেন বিজেপি দত্তক নিয়েছে । আর তাই বিজেপির কোলে বসে নির্বাচন কমিশনের সাহায্যে তৃণমূল যা ইচ্ছা করেছে ।"

18:05 June 01

  • বরানগরে বিজেপির পার্টি অফিসে হামলা চালানোর তৃণমূলের দুষ্কৃতীরা । প্রায় 50 থেকে 60 জন এসে পার্টি অফিসে থাকা বিজেপি কর্মীদের মাটিতে ফেলে মারধর করে এবং একজনের মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ ৷ এরপরই বিজেপির কর্মী সমর্থকরা এসে তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে । শুধু মারধরই নয়, কম্পিউটার-সহ একাধিক জিনিসপত্র ভাঙচুর চালায় বিজেপির পার্টি অফিসে । এছাড়াও আলমপুরে সজল ঘোষের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে । যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় তৃণমূলের প্রতিক্রিয়া পাওয়া যায়নি । বিজেপির অভিযোগ শান্তিপূর্ণ ভোটের নামে সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল ।

17:42 June 01

  • সপ্তম দফা নির্বাচনে রাজ্যে বিকেল 5টা পর্যন্ত ভোট পড়ল 69.89 শতাংশ ৷ যার মধ্যে বারাসতে ভোট পড়েছে 71.80 %, বসিরহাট 76.56 %, ডায়মন্ড হারবার 72.87 %, দমদম 67.60 %, যাদবপুর 70.41 %, জয়নগর 73.44 %, কলকাতা দক্ষিণ 60.88 %, কলকাতা উত্তর 59.23 %, মথুরাপুর 74.13 % ৷ ভোটদানে এগিয়ে বসিরহাট ৷ পিছিয়ে দুই কলকাতা ৷ অন্যদিকে, বরানগর বিধানসভা উপনির্বাচনে বিকেল 5টা পর্যন্ত ভোট পড়েছে 66.70 শতাংশ

16:46 June 01

Mamata Banerjee cast her vote
মিত্র ইন্সটিটিউশনে ভোট দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
  • "আজ কোনও কথা বলব না ৷" মিত্র ইন্সটিটিউশনে বিকেল সাড়ে 4টে নাগাদ ভোট দিয়ে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়
  • বাসন্তী বিধানসভার ঝড়খালিতে বিজেপি কর্মীদের উপর তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ ৷ মাথা ফাটল দু'জনের ৷
  • আলিপুর মাল্টিপারপাস স্কুলে ভোট দিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস ।
  • সন্দেশখালির আগরহাটি এলাকার মণ্ডলপাড়ায় গুলি চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ গুলিবিদ্ধ ব্যক্তি ইটিভি ভারতের কাছে তৃণমূলকে দুষেছেন ৷

16:10 June 01

Election Update
মাংস ভাত খাইয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
  • বাসন্তীর তালদহ শিকারীপাড়ার 65 নম্বর বুথের ভোটারদের মাংস ভাত খাইয়ে প্রভাবিত করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । প্রায় 1400 মানুষকে জন্য মাংস ভাত খাওয়ানো হয় । ঘটনার খবর পেয়ে কেন্দ্রীয়বাহিনীর জওয়ানরা এলাকায় গিয়ে হটিয়ে দেয় সকলকে ।
  • সন্দেশখালির রাজবাড়ি এলাকায় দফায় দফায় বিক্ষোভ ৷ উত্তপ্ত এলাকা ৷ রাজ্য পুলিশকে ধাক্কা ও তুই তোকারি করে গালিগালাজ রেখা পাত্রর ৷
  • বয়ারমানিতে পাঁচজন গ্রামবাসীকে ছাড়ার দাবিতে বাসন্তী আয়ুতে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ গ্রামবাসীদের ৷
  • সন্দেশখালির আগারহাটি বেড়মজুর এলাকায় ভোট দিতে তৃণমূল বাধা দেয় বলে অভিযোগ ৷ সেই সময় পুলিশ এসে মহিলাদের উপর হামলা চালায় বলে অভিযোগ ।

15:53 June 01

Dev Casts his Vote
ভোট দিলেন দেব
  • সপ্তম দফা নির্বাচনে রাজ্যে দুপুর 3টে পর্যন্ত ভোট পড়ল 58.46 শতাংশ ৷ যার মধ্যে বারাসতে ভোট পড়েছে 59.69 %, বসিরহাট 66.76 %, ডায়মন্ড হারবার 61.08 %, দমদম 53.06 %, যাদবপুর 56.49 %, জয়নগর 62.24 %, কলকাতা দক্ষিণ 50.61 %, কলকাতা উত্তর 51.22 %, মথুরাপুর 63.66 % ৷ এর মধ্যে এখনও পর্যন্ত ভোটদানে এগিয়ে রয়েছে বসিরহাট ৷ পিছিয়ে কলকাতার দুই কেন্দ্র ৷ অন্যদিকে, বরানগর বিধানসভা উপনির্বাচনে দুপুর 3টে পর্যন্ত ভোট পড়েছে 53.40 শতাংশ

15:17 June 01

Election Live
ভোট দিলেন রচনা ও শ্রাবন্তী
  • সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলে ভোট দিলেন কলকাতা দক্ষিণের ভোটার তথা ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব । দুপুর 3টে নাগাদ ভোট দেন তিনি ৷
  • বাসন্তীর আমঝাড়া এলাকায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ । ঘটনায় তৃণমূলের দুই কর্মী আহত । ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা । আহত তৃণমূল কর্মীদের নাম তন্ময় হালদার ও বিশ্বনাথ অধিকারী । আহতদের ক্যানিং মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে । ঘটনার পর কেন্দ্রীয়বাহিনী ও রাজ্য পুলিশের বিশাল বাহিনী এসে এলাকায় পরিস্থিতি সামাল দেয় ।
  • কলকাতা আরবানা সংলগ্ন একটি স্কুলে ভোট দিলেন রচনা ও শ্রাবন্তী ৷
  • দমদমের বিজেপি প্রার্থী শীলভদ্র দত্তের গাড়ি ভাঙার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷

14:44 June 01

  • বসিরহাট লোকসভার উত্তর মামুদপুর শিশু শিক্ষাকেন্দ্রের 98 নম্বর বুথে ইভিএম মেশিনে তৃণমূলের পক্ষ থেকে কলমের কালি দিয়ে বিশেষ চিহ্ন করা হয়েছে বলে দাবি করলেন বিজেপি প্রার্থী রেখা পাত্র । এছাড়াও তৃণমূলের বিরুদ্ধে বুথ দখলেরও অভিযোগ করেছেন তিনি ৷ অশান্তির খবর পেয়ে বুথে আসেন রেখা । এরপর বুথ পরিদর্শন করে এই অভিযোগ তোলেন তিনি ।
  • কেন্দ্রীয়বাহিনী ও পুলিশ সরতেই ফের উত্তপ্ত বারাসত লোকসভা কেন্দ্রের অধীন অশোকনগরের বাঁকপুল চাক সিমলা এলাকার 73 নম্বর বুথের কাছে আইএসএফ ও তৃণমূল উভয়পক্ষের মধ্যে ইটবৃষ্টি ও মারপিটের অভিযোগ । বাড়িতেও হামলা চালানো হয় বলে জানা গিয়েছে । অশোকনগরের ওই 73 নম্বর বুথে বিজেপি কর্মীদেরও মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । ভাঙচুর করা হয়েছে একাধিক গাড়ি ।

14:15 June 01

Firhad Hakim
সপরিবারে বুথমুখী ফিরহাদ হাকিম
  • চেতলা গার্লস স্কুলে পরিবারের সঙ্গে ভোট দিতে এলেন কলকাতা মেয়র ফিরহাদ হাকিম ৷
  • বরানগর বিধানসভা উপনির্বাচনে পরপর দু'বার ভুয়ো ভোটার ধরলেন বিজেপি প্রার্থী সজল ঘোষ ৷

13:28 June 01

Casting Vote
ভোট দিলেন শশী পাঁজা ও সস্ত্রীক মহম্মদ সেলিম
  • সপ্তম দফা নির্বাচনে রাজ্যে দুপুর 1টা পর্যন্ত ভোট পড়ল 45.07 শতাংশ ৷ যার মধ্যে বারাসতে 47.49 %, বসিরহাট 50.89 %, ডায়মন্ড হারবার 47.33 %, দমদম 41.09 %, যাদবপুর 43.25 %, জয়নগর 48.27 %, কলকাতা দক্ষিণ 39.70 %, কলকাতা উত্তর 39.48 %, মথুরাপুর 47.03 % ৷ দুপুর 1টা পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পড়েছে বসিরহাটেপিছিয়ে রয়েছে কলকাতা উত্তর ও দক্ষিণ ৷ অন্যদিকে, বরানগর বিধানসভা উপনির্বাচনে ভোট পড়েছে 41.10 শতাংশ ৷
  • শাসনে নিজের এলাকায় ভোট দিয়ে খোশমেজাজে বাড়িতে পত্রিকায় চোখ রাখলেন মজিদ আলি ওরফে মজিদ মাস্টার । পাশাপাশি মোদির ধ্যানে বসা নিয়ে তিনি কটাক্ষ করেন । রাজ্য সরকার উন্নয়নে সচেষ্ট হলেও নানাবিধ জনমুখী প্রকল্পের সমালোচনা করেন তিনি । তাঁর মতে লক্ষ্মীর ভাণ্ডার শুধু গরীব মহিলাদের দেওয়া হোক । এদিন তিনি নস্টালজিক হয়ে পড়েন একদিন তিনিও শাসনে ভোট পরিচালনা করতেন । আজ 80 বছর বয়সে এসে অবসর উপভোগ করছি বলে মন্তব্য করেন মজিদ মাস্টার ।
  • জয়নগর লোকসভা কেন্দ্রের মৈপিঠ বৈকুণ্ঠপুর গ্রামের 270 নম্বর বুথে তৃণমূল- বিজেপি সংঘর্ষ ৷ বিজেপির অভিযোগ, ভোট দিতে যাওয়ার পথে মেরে হাত পা ভেঙে দেওয়ার অভিযোগ । পালটা তৃণমূলের অভিযোগ, বিজেপির পক্ষ থেকে হামলা চালানো হয় ৷
  • সাতগাছিয়া বিধানসভার বিজেপি কার্যকর্তা অখিল মান্নার উপর প্রাণঘাতী হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ মাথা ফাটিয়ে দেওয়া হয় ৷

12:23 June 01

  • শূন্যের ঝড়ের প্রতিফলন দেখা যাবে 4 তারিখ ৷ আলিমুদ্দিন স্ট্রিটের এ কে ফজলুল হক স্কুলে ভোট দিয়ে এমনটাই বললেন বামফ্রন্ট চেয়ারম্যান কমরেড বিমান বসু । পাশাপাশি সন্দেশখালির গোসাবা কেন্দ্রে ইভিএম মেশিন জলে ফেলে দেওয়ার ঘটনার নিন্দাও করলেন বাম নেতা ৷
  • মুড়াগাছার তেঘড়িয়া হাইস্কুলে সিপিএম নেতা সুজন চক্রবর্তীকে দেখে তৃণমূলের গো-ব্যাক স্লোগান ঘিরে উত্তেজনা । পরিস্থিতি সামাল দিতে আসরে নামে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা । ওই স্কুলে 212,213 ও 216 তিনটি বুথ রয়েছে । এদিন অভিযোগ পেয়ে ওই স্কুলে ঢুকতেই বিলকান্দ-2 পঞ্চায়েতের তৃণমূলের জেলা পরিষদের সদস্য সোমা ঘোষ দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে সুজন চক্রবর্তীর উদ্যেশ্যে গো-ব্যাক স্লোগান দিতে থাকেন বলে জানা গিয়েছে । তৃণমূলের জেলা পরিষদের সদস্য সোমা ঘোষের অভিযোগ, এখানে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে । সুজন চক্রবর্তী বহিরাগতদের নিয়ে এসে শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে । অবশেষে পুলিশ ও কেন্দ্রীয়বাহিনী ঘেরাটোপে সেখান থেকে বেরিয়ে যান বামপ্রার্থী ।
  • কলকাতা দক্ষিণের তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায় ভোট দিলেন দেশপ্রাণ বীরেন্দ্র ইন্সটিটিউশনে ৷ সঙ্গে ছিলেন ছেলে নির্বাণ রায় । এদিন মালা রায় বলেন, "মোটের উপর এখনও পর্যন্ত শান্তিপূর্ণই নির্বাচন হচ্ছে ৷ তবে বেশ কিছু জায়গায় কেন্দ্রীয়বাহিনী অতি সক্রিয়তা নিয়ে তিনি উষ্মাপ্রকাশ করলেন পাশাপাশি তিনি জানালেন যে যাকেই ভোট দিক না কেন সকল মানুষ তার ভোটদান প্রয়োগ করুক সেটাই আমি চাই ৷"
  • ভোট দিলেন অপর্ণা সেন, কোয়েল মল্লিক, অঞ্জনা বসু, রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় । বাঙুরের একটি স্কুলে বাবা রঞ্জিত মল্লিক ও মা দীপা মল্লিকের সঙ্গে ভোট দিলেন কোয়েল ৷ মিমি চক্রবর্তী ভোট দিলেন কসবার সারদা অ্যাকাডেমিতে । অঞ্জনা বসু দিলেন জুবিলি পার্কের একটি স্কুলে ।

11:26 June 01

  • বেলা 11:15

এখনও পর্যন্ত কমিশনে মোট অভিযোগ পড়ল 1450টি । এর মধ্যে সিএমএস পোর্টালে জমা পড়া অভিযোগের সংখ্যা 307টি । যার মধ্যে বিজেপির তরফে জমা পড়েছে 76টি, সিপিএমের তরফে 142টি ও কংগ্রেস 9টি । ডায়মন্ড হারবারে 183টি অভিযোগ জমা পড়েছে । সি-ভিজিল অ্যাপে জমা পড়া অভিযোগের সংখ্যা 128টি ও এনজিআর‌এসে জমা পড়া অভিযোগ 1015টি । দমদমে 473টি ও ডায়মন্ড হারবারে 463টি ৷

  • বেলা 11:30

বারাসত লোকসভা কেন্দ্রে স্ত্রীকে সঙ্গে নিয়ে ভোট দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ কালিন্দী প্লট ওনারস লাইব্রেরি হলে ভোট দেন তাঁরা ৷

ভোট দিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায় ৷ টালিগঞ্জে নিজের বুথে স্ত্রীকে সঙ্গে নিয়ে ভোট দেন তিনি ৷

  • বেলা 11:37

সপ্তম দফা নির্বাচনে রাজ্যে বেলা 11টা পর্যন্ত ভোট পড়ল 28.10 শতাংশ ৷ যার মধ্যে বারাসতে 27.86 %, বসিরহাট 32.57 %, ডায়মন্ড হারবার 31.51 %, দমদম 24.83 %, যাদবপুর 26.59 %, জয়নগর 30.25 %, কলকাতা দক্ষিণ 24.02 %, কলকাতা উত্তর 24.02 %, মথুরাপুর 30.50 % ৷ ভোটদানে এগিয়ে বসিরহাট ৷ একসঙ্গে পিছিয়ে কলকাতা উত্তর ও দক্ষিণ ৷ এদিকে বরানগর বিধানসভা উপনির্বাচন 24.20 শতাংশ ৷

11:09 June 01

  • লেবুতলা পার্কে সজল ঘোষের বাড়ির সামনে বঙ্গবাসী কলেজ-স্কুল বুথের সামনে বিজেপি প্রার্থী তাপস রায়কে ঘিরে বিক্ষোভ । প্রক্সি ভোটিংয়ের অভিযোগ তুলল তৃণমূল কর্মীরা । তাপস রায়কে ঘিরে 'গো ব্যাক' স্লোগান । পালটা 'জয় শ্রীরাম' স্লোগান দিলেন বিজেপি কর্মীরা ।
  • বরানগর বিদ্যামন্দিরের 36 থেকে 40 নম্বর বুথে কৌস্তভ বাগচি ঢোকামাত্রই তাঁকে দেখে গো ব্যাক স্লোগান ও অশ্লীল গালাগালি দিয়ে ভিতরে ঢুকতে বাধা দেয় তৃণমূল কংগ্রেস কর্মীরা । বরানগর পৌরসভার পৌরপিতা রামকৃষ্ণ পালের সঙ্গে হাতাহাতি ও বচসায় জড়িয়ে পড়েন কৌস্তভ ৷
  • ক্যানিংয়ের গোলাবাড়ি বাজারে ভোটারদের বাধা দেওয়ার চেষ্টা তৃণমূলের । বাধা দিতে গেলে মারধর, ছবি তুলতে গিয়ে আক্রান্ত সংবাদমাধ্যমের কর্মী । পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি । ঘটনায় এক সংবাদকর্মী গুরুতর আহত । এলাকায় ব্যাপক উত্তেজনা । বিরোধী দলের ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ।

10:13 June 01

  • দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটের পর শান্তিপূর্ণভাবে দমদম লোকসভা কেন্দ্রের নির্বাচন হচ্ছে বলে সন্তোষপ্রকাশ করলেন দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী । এদিন সকাল থেকে বিভিন্ন বুথে বুথে ঘুরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন তিনি ।
  • দক্ষিণ দমদম পৌরসভার 11 নং ওয়ার্ডের কাউন্সিলর মৃন্ময় দাসের নেতৃত্বে সিপিআইএম কর্মীদের আগ্নেয়াস্ত্র নিয়ে হুমকি দেওয়া ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ ।
  • ভোটের দিনেই ভোট বয়কটের ডাক ৷ বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ, ঘটনাটি দক্ষিণ 24 পরগনা জেলার মথুরাপুর লোকসভার কাশীনগর গ্রাম পঞ্চায়েতের 111 নম্বর বুথের । বিক্ষোভকারী সূত্রে জানা যায় বহুদিন ধরেই রাস্তা হাল বেহাল শাসকদলকে বলে কোনও কাজ হয়নি ।
  • সল্টলেকে এপিজে স্কুলে ভোট দিলেন রাজ্যসভার বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য
  • সন্দেশখালি 2 নম্বর ব্লকের খুলনা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ 177 নম্বর বুথের তৃণমূলের পঞ্চায়েত সদস্য মণিকা মণ্ডলের স্বামী রামকৃষ্ণ মণ্ডলকে রিভালভার দিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ আশঙ্কাজনক অবস্থায় খুলনা হাসপাতালে ভর্তি তৃণমূল নেতা রামকৃষ্ণ মণ্ডল ৷
  • ভোট দিলেন বারাসত লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার । শনিবার সকালে দিগবেড়িয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালযের 232 নম্বর বুথে ভোট দেন তিনি ।
  • ভোটের দিন আচমকাই একসময়ের সতীর্থ তথা তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গেলেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় । কিন্তু বাড়ি গিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা না হওয়ায় সেখানকার বুথ পরিদর্শন করে ফিরে যান তিনি ।

09:45 June 01

রাজ্যে সকাল 9টা পর্যন্ত ভোট পড়ল 12.63 শতাংশ ৷ যার মধ্যে বারাসতে 12.94 %, বসিরহাটে 15.66 %, ডায়মন্ড হারবারে 14.16 %, দমদমে 10.86 %, যাদবপুরে 13.46 %, জয়নগরে 13.13 %, কলকাতা দক্ষিণ 10.16 %, কলকাতা উত্তর 8.92 %, মথুরাপুর 13.54 % ৷ ভোটদানে এগিয়ে রয়েছে বসিরহাট, পিছিয়ে কলকাতা উত্তর ৷ এছাড়াও বরানগর বিধানসভা উপনির্বাচনে ভোট পড়েছে 11 শতাংশ ৷

বারুইপুর পূর্ব বিধানসভার হিঞ্চি অবৈতনিক বিদ্যালয়ে বুথ এজেন্ট বসাতে গিয়ে তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য

সকাল 10টা নাগাদ মিত্র ইন্সটিটিউশনে ভোট দিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়

09:34 June 01

  • ভাঙড়ে বোমা উদ্ধারের ঘটনায় অ্যাকশন টেকেন রিপোর্ট চাইল নির্বাচন কমিশন ৷
  • স্বামীকে সঙ্গে নিয়ে নিজের কেন্দ্রে ভোট দিলেন বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র ৷

09:02 June 01

  • ভোট দিয়ে ভাঙড়ের উদ্দেশ্যে রওনা দিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ ৷
  • উত্তর দমদম পৌরসভার আলিপুর বিদ্যামন্দির স্কুলের 231 নম্বর বুথে দলীয় এজেন্ট গৌতম অধিকারীকে মেরে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দমদমের বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত গিয়ে বুথে এজেন্টদের ফের বসানোর ব্যবস্থা করেন ৷
  • ভোট দিলেন বসিরহাট লোকসভা সিপিআইএমের প্রার্থী নিরাপদ সরদার ৷ খুলনা গ্রাম পঞ্চায়েতের 170 নং বুথে ভোট দিলেন তিনি ৷

08:37 June 01

Lok Sabha Polls
স্ত্রী নয়নাকে নিয়ে ভোট দিলেন কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়
  • স্ত্রীর সঙ্গে সকাল সকাল ভোট দিলেন কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় ৷
  • এদিকে, কলকাতা দক্ষিণের সিপিএম প্রার্থী তথা স্ত্রী সায়রা হালিমকে সঙ্গে নিয়ে ভোট দিলেন ফুয়াদ হালিম ৷
  • বেলেঘাটা 33 নম্বর বুথের সামনে তাপস রায়কে 'গো ব্যাক' স্লোগান তৃণমূল কর্মী সমর্থকদের । 'তাপস রায় দলবদল করে দিদির সঙ্গে বেইমানি করেছেন', এই দাবিতে তাপস রায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ মহিলাদের ।

07:10 June 01

Lok Sabha Poll 2024
সস্ত্রীক ভোট দিলেন সিপিএম নেতা ফুয়াদ হালিম
  • ভোটের সকালেই উত্তপ্ত ভাঙড়ের সাতুলিয়া । যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভগবানপুর অঞ্চলের সাতুলিয়া এলাকায় আইএসএফ ও সিপিএম কর্মী সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । এই ঘটনায় বেশ কয়েকজন আইএসএফ কর্মী সমর্থক আহত হয়েছে বলে খবর । ঘটনাস্থলে এখনও পর্যন্ত পড়ে আছে তাজা বোমা । পরিস্থিতি সামাল দিতে এলাকায় পোলারহাট থানার পুলিশ ।
  • তৃণমূলের এজেন্ট ও কর্মীদের সঙ্গে বচসায় জড়ালেন বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচি ৷
  • খড়দায় তৃণমূলের অস্থায়ী অফিসে আগুন লাগানোর অভিযোগ ৷
  • বেহালায় পথচারীদের উপর চড়াও কেন্দ্রীয়বাহিনী ৷
  • কুলতলিতে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসীরা ইভিএম জলে ফেলে দিলেন ৷
  • "জীবনে আমি নিজে প্রথম ভোট দেব ৷ আর সন্দেশখালির মা-বোনেরাও প্রথমবার ভোট দেবেন", শনিবার ভোটের দিন সকালে এলাকা পরিদর্শনে বেরিয়ে প্রথম প্রতিক্রিয়া বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের ৷

06:08 June 01

  • নির্বিঘ্নেই শুরু হল সপ্তম তথা শেষ দফার লোকসভা নির্বাচন ৷ সকাল সকাল ভোটের লাইনে জনতা ৷
  • কোটরা কদম্বগাছি আদর্শ কলোনিতে বিজেপির বুথ সভাপতি হিরণ বিশ্বাসের বাড়িতে মধ্যরাতে আক্রমণের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ বাঁশ ও লাঠির আঘাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি বিজেপি নেতা ও তাঁর মেয়ে পিয়াসা বিশ্বাস ৷
Last Updated : Jun 1, 2024, 9:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.