ETV Bharat / state

ভাঙড়ে মহিলাদের বিউটিশিয়ান ও গাড়ি চালানোর প্রশিক্ষণ দেবে লালবাজার - Kolkata Police

Kolkata Police arrangements for Bhangar women: ভাঙড়ে মহিলাদের স্বনির্ভর করতে বিউটিশিয়ান ও গাড়ি চালানোর প্রশিক্ষণ দেবে কলকাতা পুলিশ ৷ বিস্তারিত জানতে প্রতিবেদনটি পড়ুন ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 16, 2024, 5:42 PM IST

কলকাতা, 16 ফেব্রুয়ারি: সদ্য ভাঙড় থেকে গ্রেফতার হয়েছেন তৃণমূলের দাপুটে নেতা আরাবুল ইসলাম । ভাঙড়ের বেশ কয়েকটি থানা এলাকা কলকাতা পুলিশের আওতাধীন হওয়ার পরেই ওই এলাকায় আইন-শৃঙ্খলার অবনতি যাতে না হয়, তার জন্য কড়া বার্তা দিয়েছিলেন কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল । এরপরই দেখা যায়, আরাবুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ । এ বার আরাবুলহীন ভাঙড়ের মানুষের প্রতি পুলিশের প্রতি আস্থা বাড়াতে নয়া উদ্যোগ নিল লালবাজার ৷ ওই এলাকার নারীদের স্বনির্ভর করে তুলতে 25 জন মহিলাকে বেছে নেওয়া হয়েছে । তাঁদের মধ্যে থেকে একেক জনকে একেক রকম প্রশিক্ষণে প্রশিক্ষিত করতে চায় কলকাতা পুলিশ । যে মহিলারা বিউটিশিয়ানের কোর্স করতে ইচ্ছুক তাঁদের বিউটিশিয়ান কোর্স করানো হবে ৷ পাশাপাশি যাঁরা গাড়ি চালাতে ইচ্ছুক, তাঁদের গাড়ি চালানোর প্রশিক্ষণ দেওয়া হবে ৷ মহিলাদের নিযুক্ত করা হবে অন্যান্য কাজেও ৷

তবে কেন ওই এলাকায় মহিলাদের উন্নয়নের উপর জোর দিতে চলেছে কলকাতা পুলিশ ? এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের একজন অতিরিক্ত নগরপাল পদমর্যাদার আধিকারিক বলেন, মূলত ওই এলাকায় মহিলাদের এই প্রশিক্ষণ দেওয়ার জন্য অতিরিক্ত মহিলা পুলিশ নিয়োজিত করা হয়েছে ৷ পাশাপাশি, কলকাতা পুলিশের কমিউনিটি পুলিশিং উইং রয়েছে । যার নাম কিরণ । এই কিরণ প্রকল্পের মাধ্যমে এলাকার মহিলাদের স্বনির্ভর করে তোলার কাজ করে আসছে কলকাতা পুলিশ । যেহেতু সদ্য ভাঙড় এলাকাটি বারুইপুর জেলা পুলিশের থেকে কলকাতা পুলিশের হাতে এসেছে, তাই সেখানে ধীরে ধীরে কলকাতা পুলিশের যে কমিউনিটি পুলিশিং রয়েছে, সেটিও চালু করা বন্দোবস্ত করা হচ্ছে ।

সদ্য কলকাতা পুলিশের আওতায় এসেছে ভাঙড়ের চারটি থানা । ইতিমধ্যেই কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান এবং কলকাতা পুলিশের নগরপাল ওই এলাকার প্রত্যেক অফিসার ইনচার্জ এবং ডেপুটি কমিশনারকে নির্দেশ দিয়েছেন, যাতে এলাকায় শান্তি-শৃঙ্খলা কোনওভাবেই বিঘ্নিত না হয় ৷

সম্প্রতি এলাকায় তোলাবাজি এবং আর্থিক তছরুপের অভিযোগে তৃণমূল নেতা তথা ভাঙড়ের বেতাজ বাদশা বলে পরিচিত আরাবুল ইসলামকে গ্রেফতার করে কলকাতা পুলিশ ৷ বর্তমানে আরাবুল রয়েছেন কলকাতা পুলিশের হেফাজতে । গত নির্বাচনে ভাঙড়ে সাংঘাতিক উত্তেজনা ছড়ায় এবং আইএসএফ ও তৃণমূল সমর্থকদের মধ্যে হাতাহাতি, বোমা, গুলির বন্যা ছোটে ৷ সেই সময় এলাকাটি ছিল বারুইপুর পুলিশের অধীন ।

আরও পড়ুন:

  1. মঙ্গলেই ভাঙড়ের চারটি থানা কলকাতা পুলিশের অন্তর্ভুক্ত
  2. লালবাজারে আলোচনার জন্য ডেকে গ্রেফতার আরাবুলকে, দাবি ছেলে হাকিমুলের
  3. লালবাজারের সেন্ট্রাল লকআপে বিনিদ্র রজনী, আজ আদালতে পেশ আরাবুলকে

কলকাতা, 16 ফেব্রুয়ারি: সদ্য ভাঙড় থেকে গ্রেফতার হয়েছেন তৃণমূলের দাপুটে নেতা আরাবুল ইসলাম । ভাঙড়ের বেশ কয়েকটি থানা এলাকা কলকাতা পুলিশের আওতাধীন হওয়ার পরেই ওই এলাকায় আইন-শৃঙ্খলার অবনতি যাতে না হয়, তার জন্য কড়া বার্তা দিয়েছিলেন কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল । এরপরই দেখা যায়, আরাবুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ । এ বার আরাবুলহীন ভাঙড়ের মানুষের প্রতি পুলিশের প্রতি আস্থা বাড়াতে নয়া উদ্যোগ নিল লালবাজার ৷ ওই এলাকার নারীদের স্বনির্ভর করে তুলতে 25 জন মহিলাকে বেছে নেওয়া হয়েছে । তাঁদের মধ্যে থেকে একেক জনকে একেক রকম প্রশিক্ষণে প্রশিক্ষিত করতে চায় কলকাতা পুলিশ । যে মহিলারা বিউটিশিয়ানের কোর্স করতে ইচ্ছুক তাঁদের বিউটিশিয়ান কোর্স করানো হবে ৷ পাশাপাশি যাঁরা গাড়ি চালাতে ইচ্ছুক, তাঁদের গাড়ি চালানোর প্রশিক্ষণ দেওয়া হবে ৷ মহিলাদের নিযুক্ত করা হবে অন্যান্য কাজেও ৷

তবে কেন ওই এলাকায় মহিলাদের উন্নয়নের উপর জোর দিতে চলেছে কলকাতা পুলিশ ? এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের একজন অতিরিক্ত নগরপাল পদমর্যাদার আধিকারিক বলেন, মূলত ওই এলাকায় মহিলাদের এই প্রশিক্ষণ দেওয়ার জন্য অতিরিক্ত মহিলা পুলিশ নিয়োজিত করা হয়েছে ৷ পাশাপাশি, কলকাতা পুলিশের কমিউনিটি পুলিশিং উইং রয়েছে । যার নাম কিরণ । এই কিরণ প্রকল্পের মাধ্যমে এলাকার মহিলাদের স্বনির্ভর করে তোলার কাজ করে আসছে কলকাতা পুলিশ । যেহেতু সদ্য ভাঙড় এলাকাটি বারুইপুর জেলা পুলিশের থেকে কলকাতা পুলিশের হাতে এসেছে, তাই সেখানে ধীরে ধীরে কলকাতা পুলিশের যে কমিউনিটি পুলিশিং রয়েছে, সেটিও চালু করা বন্দোবস্ত করা হচ্ছে ।

সদ্য কলকাতা পুলিশের আওতায় এসেছে ভাঙড়ের চারটি থানা । ইতিমধ্যেই কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান এবং কলকাতা পুলিশের নগরপাল ওই এলাকার প্রত্যেক অফিসার ইনচার্জ এবং ডেপুটি কমিশনারকে নির্দেশ দিয়েছেন, যাতে এলাকায় শান্তি-শৃঙ্খলা কোনওভাবেই বিঘ্নিত না হয় ৷

সম্প্রতি এলাকায় তোলাবাজি এবং আর্থিক তছরুপের অভিযোগে তৃণমূল নেতা তথা ভাঙড়ের বেতাজ বাদশা বলে পরিচিত আরাবুল ইসলামকে গ্রেফতার করে কলকাতা পুলিশ ৷ বর্তমানে আরাবুল রয়েছেন কলকাতা পুলিশের হেফাজতে । গত নির্বাচনে ভাঙড়ে সাংঘাতিক উত্তেজনা ছড়ায় এবং আইএসএফ ও তৃণমূল সমর্থকদের মধ্যে হাতাহাতি, বোমা, গুলির বন্যা ছোটে ৷ সেই সময় এলাকাটি ছিল বারুইপুর পুলিশের অধীন ।

আরও পড়ুন:

  1. মঙ্গলেই ভাঙড়ের চারটি থানা কলকাতা পুলিশের অন্তর্ভুক্ত
  2. লালবাজারে আলোচনার জন্য ডেকে গ্রেফতার আরাবুলকে, দাবি ছেলে হাকিমুলের
  3. লালবাজারের সেন্ট্রাল লকআপে বিনিদ্র রজনী, আজ আদালতে পেশ আরাবুলকে
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.