ETV Bharat / state

বঙ্গ থেকে বিদায় বর্ষার ! তবে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে এখনই থামছে না বৃষ্টি - WEST BENGAL WEATHER FORECAST

বঙ্গ থেকে বর্ষা বিদায় নিয়েছে ৷ তবে দক্ষিণ বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তের কারণে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, জানাল আলিপুর আবহাওয়া দফতর ৷

west bengal weather forecast
বঙ্গ থেকে বিদায় নিল বর্ষা (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 14, 2024, 8:07 AM IST

Updated : Oct 14, 2024, 8:16 AM IST

কলকাতা, 14 অক্টোবর: দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে ৷ যদিও দূরত্ব অনেকটাই বেশি রয়েছে ৷ তবে বঙ্গের আবহাওয়ায় তার পরোক্ষ প্রভাব পড়বে ৷ মঙ্গলবারের পর দক্ষিণবঙ্গের বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ ৷ এবার এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর ৷ ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী 4-5 দিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতেরও সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস ৷

বঙ্গে বর্ষার অবস্থান

সোমবারই বঙ্গ থেকে বর্ষার বিদায়ের কথা আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর ৷ রবিবারই সেই পূর্বাভাসে সিলমোহর পড়েছে ৷ আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই মুহূর্তে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর কোনও প্রভাব নেই ৷ রবিবারই বঙ্গ থেকে বিদায় নিয়েছে বর্ষা ৷ ফলে আগামী 4-5 দিন ঝড়-বৃষ্টি সংক্রান্ত কোনও সতর্কতা নেই ৷ স্থানীয় মেঘের প্রভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও, তা হবে বিক্ষিপ্তভাবে ৷

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে এখনই থামছে না বৃষ্টি (ইটিভি ভারত)

আলিপুর আবহাওয়া দফতরের ক্যালেন্ডার অনুযায়ী, বঙ্গ থেকে বর্ষা বিদায় নেয় 10 থেকে 12 অক্টোবরের মধ্যে । এই বছর বর্ষার বিদায় বিলম্বিত হওয়ার আশঙ্কা করা হচ্ছিল ৷ কিন্তু, বর্ষা তার নির্ধারিত সময়েই বিদায় নিল ৷

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আগামী 15 অক্টোবর রাজ্য সরকার আয়োজিত দুর্গা পুজোর কার্নিভাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ৷ হাওয়া অফিস জানিয়েছে, সেদিন কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । তারপর আগামী 4-5 দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ তবে তাপমাত্রার খুব বেশি পরিবর্তন হবে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রির আশেপাশেই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াসের কাছে ৷ যদিও জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম অনুভূত হবে ৷ কিন্তু, বিকেলের দিকে তা কমে যাবে ৷

উত্তরবঙ্গের আবহাওয়া

মঙ্গলবার অর্থাৎ 15 অক্টোবরের পর 4-5 দিন উত্তরবঙ্গের উপরের 5 জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস হাওয়া অফিসের ৷ তবে বর্ষা বিদায় নেওয়ার কারণে বাকি জেলাগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই ৷ তাপমাত্রারও কোনও রকম হেরফের হবে না বলেই জানিয়েছে মৌসম ভবন ৷

বঙ্গের তাপমাত্র

সোমবার দিনের আকাশ থাকবে আংশিক মেঘলা । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে । কিছু কিছু অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । রবিবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.8 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.9 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 94 শতাংশ ও সর্বনিম্ন 62 শতাংশ ।

আরও পড়ুন:

বিক্ষিপ্তভাবে বৃষ্টি একাধিক জেলায়

কার্নিভালে কেমন থাকবে আবহাওয়া

কলকাতা, 14 অক্টোবর: দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে ৷ যদিও দূরত্ব অনেকটাই বেশি রয়েছে ৷ তবে বঙ্গের আবহাওয়ায় তার পরোক্ষ প্রভাব পড়বে ৷ মঙ্গলবারের পর দক্ষিণবঙ্গের বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ ৷ এবার এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর ৷ ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী 4-5 দিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতেরও সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস ৷

বঙ্গে বর্ষার অবস্থান

সোমবারই বঙ্গ থেকে বর্ষার বিদায়ের কথা আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর ৷ রবিবারই সেই পূর্বাভাসে সিলমোহর পড়েছে ৷ আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই মুহূর্তে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর কোনও প্রভাব নেই ৷ রবিবারই বঙ্গ থেকে বিদায় নিয়েছে বর্ষা ৷ ফলে আগামী 4-5 দিন ঝড়-বৃষ্টি সংক্রান্ত কোনও সতর্কতা নেই ৷ স্থানীয় মেঘের প্রভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও, তা হবে বিক্ষিপ্তভাবে ৷

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে এখনই থামছে না বৃষ্টি (ইটিভি ভারত)

আলিপুর আবহাওয়া দফতরের ক্যালেন্ডার অনুযায়ী, বঙ্গ থেকে বর্ষা বিদায় নেয় 10 থেকে 12 অক্টোবরের মধ্যে । এই বছর বর্ষার বিদায় বিলম্বিত হওয়ার আশঙ্কা করা হচ্ছিল ৷ কিন্তু, বর্ষা তার নির্ধারিত সময়েই বিদায় নিল ৷

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আগামী 15 অক্টোবর রাজ্য সরকার আয়োজিত দুর্গা পুজোর কার্নিভাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ৷ হাওয়া অফিস জানিয়েছে, সেদিন কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । তারপর আগামী 4-5 দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ তবে তাপমাত্রার খুব বেশি পরিবর্তন হবে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রির আশেপাশেই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াসের কাছে ৷ যদিও জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম অনুভূত হবে ৷ কিন্তু, বিকেলের দিকে তা কমে যাবে ৷

উত্তরবঙ্গের আবহাওয়া

মঙ্গলবার অর্থাৎ 15 অক্টোবরের পর 4-5 দিন উত্তরবঙ্গের উপরের 5 জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস হাওয়া অফিসের ৷ তবে বর্ষা বিদায় নেওয়ার কারণে বাকি জেলাগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই ৷ তাপমাত্রারও কোনও রকম হেরফের হবে না বলেই জানিয়েছে মৌসম ভবন ৷

বঙ্গের তাপমাত্র

সোমবার দিনের আকাশ থাকবে আংশিক মেঘলা । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে । কিছু কিছু অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । রবিবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.8 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.9 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 94 শতাংশ ও সর্বনিম্ন 62 শতাংশ ।

আরও পড়ুন:

বিক্ষিপ্তভাবে বৃষ্টি একাধিক জেলায়

কার্নিভালে কেমন থাকবে আবহাওয়া

Last Updated : Oct 14, 2024, 8:16 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.