কলকাতা, 11 অক্টোবর: হুগলি, দুই চব্বিশ পরগনা, নদীয়াতে ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতরের এই পূর্বাভাসে আজ অষ্টমী-নবমীর আবহাওয়া যে প্রাকৃতিক দূর্যোগের আশঙ্কা রয়েছে, তা বোঝাই যাচ্ছে।
দক্ষিণবঙ্গের বৃষ্টির পূর্বাভাস:
দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস মিলেছে। পুজোর প্রতিদিনই বঙ্গের সঙ্গী থাকছে বৃষ্টি। আগামিকাল শনিবার নবমী-দশমীতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের একাধিক জেলাতে। তবে বৃষ্টি কিন্তু ঝমঝমিয়ে ভারী নয়, হালকা থেকে মাঝারি বৃষ্টি পুজোমুখর দর্শনার্থীদের সঙ্গে পা মেলাবে। তবে বিক্ষিপ্ত এই ধারাস্নান পুজোর আনন্দে প্রভাব ফেলবে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে । রবিবার দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুর ছাড়া দক্ষিণবঙ্গের আর কোনও জেলায় বৃষ্টির পূর্বাভাস নেই।
উত্তরবঙ্গের বৃষ্টির পূর্বাভাস:
উত্তরবঙ্গের আট জেলাতেই আজ শুক্রবার অষ্টমী-নবমীতে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদূয়ারে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। আজ ও কাল অর্থাৎ দশমীতেও উত্তরবঙ্গের প্রায় প্রতিটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একাদশীতে দুই দিনাজপুর, মালদহে বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের বাকি পাঁচ জেলায় 15 অক্টোবর মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি চলবে।
বর্ষা বিদায়ের পূর্বাভাস:
পুজোর মধ্যে বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিস আগেই দিয়েছিল। দূর্যোগে পুজোর আনন্দে কাঁটা ছড়িয়ে পড়ার শঙ্কার কথা শুনিয়েছিল হাওয়া অফিস। কিন্তু, পরবর্তী সময়ে বৃষ্টি হওয়ার কথা বললেও তা পুজোর আনন্দে বাধা দেবে না বলে পূর্বাভাস দিয়েছিলেন আবহাওয়াবিদরা। তাই বিদায়ী বৃষ্টিতে বর্ষা তার উপস্থিতি জানান দিলেও সেভাবে দাগ কাটতে পারছে না। সেই অর্থে নতুন সপ্তাহেই বঙ্গ থেকে বিলম্বে হলেও বর্ষা বিদায় নেবে বলেই মনে করছে আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদরা।
কলকাতা এবং সংলগ্ন অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাস:
বৃহস্পতিবার কলকাতা এবং সংলগ্ন অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 0.6 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 2.7 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 92 শতাংশ এবং সর্বনিম্ন 62 শতাংশ। আজ শুক্রবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।