ETV Bharat / state

বেআইনি নির্মাণ ঠেকাতে কড়া দাওয়াই কলকাতা পৌরনিগমের, চিঠিতে নয়া নির্দেশ পৌর কমিশনারের - Illegal Construction - ILLEGAL CONSTRUCTION

Kolkata Municipal Corporation: বেআইনি নির্মাণ ঠেকাতে পৌর কমিশনার ধবল জৈনের চিঠি ইন্সপেক্টর জেনারেল অব রেজিস্ট্রেশনকে অ্যান্ড কমিশনার অব স্ট্যাম্প রেভিনিউকে বিভাগকে ৷ বেআইনি নির্মাণ হলে মিলবে না বৈদ্যুতিক সংযোগও ৷

Kolkata Municipal Corporation
কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 15, 2024, 9:02 PM IST

Updated : Apr 15, 2024, 10:49 PM IST

বেআইনি নির্মাণ ঠেকাতে কড়া দাওয়াই কলকাতা পৌরনিগমের

কলকাতা, 15 এপ্রিল: গার্ডেনরিচ কাণ্ডের পর শহরের বেআইনি নির্মাণ নিয়ে নড়েচড়ে বসেছে কলকাতা পৌরনিগম ৷ এবার প্রায় নজিরবিহীন পদক্ষেপ নিলেন পৌরনিগমের কমিশনার ধবল জৈন ৷ ইতিমধ্যেই রাজ্যের ইন্সপেক্টর জেনারেল অব রেজিষ্ট্রেশন অ্যান্ড কমিশনার অব স্ট্যাম্প রেভিনিউকে (আইজিআর অ্যান্ড সিএসআর) একটি চিঠিও দিয়েছেন তিনি ৷ সেখানেই উল্লেখ করেছেন, যে কোনও বিল্ডিং, ফ্ল্যাট, দোকানের রেজিষ্ট্রেশন করার আগে সেই নির্মাণটির নকশা অনুমোদিত কি না এবং নির্মাণটি বৈধ না অবৈধ, তা খতিয়ে দেখতে হবে ।

শহর জুড়ে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বেআইনি বিল্ডিং, ফ্ল্যাট, গ্যারেজ আর কারখানা । অনেক ক্ষেত্রেই দেখা যায় সেই সমস্ত নির্মাণগুলি ইতিমধ্যেই কর মূল্যায়ন বিভাগের বিচারাধীন । সম্প্রতি গার্ডেনরিচ কাণ্ডের তদন্তে নেমে নেমে পৌরনিগমের হাতে আসে একাধিক বেআইনি নির্মাণের তথ্য ৷ সংশ্লিষ্ট এলাকার আশপাশের একাধিক বেআইনি নির্মাণের তথ্য সামনে এসেছে ৷ এরপরই কর মূল্যায়ন বিভাগকে নির্দেশ দেওয়া হয় কোনও নির্মাণ বেআইনি হলে সেই তথ্য আইটি (কর) বিভাগ মারফৎ পৌরনিগমের বিল্ডিং বিভাগকে দিতে হবে । বেআইনি নির্মাণ প্রমাণিত হলে সেটির মিউটেশন বা কর মূল্যায়ন বাতিলও করা হতে পারে ।

কলকাতা পৌরনিগম সূত্রে খবর, মেয়র ফিরহাদ হাকিমের নেতৃত্বে একটি বৈঠক হয় শহররে বেআইনি নির্মাণের পরিস্থিতি নিয়ে ৷ সেখানেই কর মূল্যায়ন বিভাগের তরফে উল্লেখ করা হয়, যে সমস্ত ফ্ল্যাট-বাড়ি, দোকান রেজিস্ট্রেশন করা হচ্ছে সেগুলির কর মূল্যায়ন না করলে আইনি জটিলতার সৃষ্টি হতে পারে । কারণ, সরকারের তরফে রেজিস্ট্রি হচ্ছে এবং ক্রেতা স্ট্যাম্প ডিউটি দিচ্ছেন । নিয়মানুযায়ী, সংশ্লিষ্ট বিল্ডিংয়ের নকশা অনুমোদনের আগেই রেজিস্ট্রেশন করা হয় ৷ কিন্তু কোনও কোনও অসাধু ব্যক্তি এই নিয়ম মানছেন না । নকশা অনুমোদনের পর রেজিস্ট্রেশন করছেন ৷ তাতেই সমস্যা দেখা দিয়েছে ৷ তাই এবার কঠোর পদক্ষেপ কলকাতা পৌরমিগমের ৷ রেজিস্ট্রেশনের আগেই যদি বিল্ডিং, ফ্ল্যাট বা দোকান বা প্রতিষ্ঠানের কাঠামো নকশা অনুমোদন আছে কিনা সেটা ও সেই অংশ বেআইনি নির্মাণ কিনা খতিয়ে দেখে নিতে হবে ৷ তবে বেআইনি নির্মাণ অনেকটাই ঠেকানো যাবে বলে মনে করা হচ্ছে ৷

ইতিমধ্যই সিসিএসসিকেও একটি চিঠি দেওয়া হয়েছে পৌরমিগমের পক্ষ থেকে ৷ পৌরমনিগমের কমিশনার সিইএসসি কর্তৃপক্ষকেও চিঠি দিয়ে বলেন, "নতুন সংযোগ দেওয়ার আগে ওই বিল্ডিং, ফ্ল্যাট বা দোকান , প্রতিষ্ঠানের নকশা অনুমোদন আছে কি না, সেটি আইনি না বেআইনি নির্মাণ, সেটা খতিয়ে দেখে নিতে হবে । এই ক্ষেত্রে কলকাতা পৌরনিগম সমস্ত তথ্য দিয়ে সাহায্য করবে সিসিএসসিকে ।

আরও পড়ুন:

  1. গার্ডেনরিচ কাণ্ড, অভিযুক্ত তিন ইঞ্জিনিয়ারকে সাময়িক অব্যাহতি
  2. গার্ডেনরিচ-চক্রান্তে যুক্ত পৌরনিগমের আধিকারিকরা, তাঁদের শাস্তি চাই: হাইকোর্ট

বেআইনি নির্মাণ ঠেকাতে কড়া দাওয়াই কলকাতা পৌরনিগমের

কলকাতা, 15 এপ্রিল: গার্ডেনরিচ কাণ্ডের পর শহরের বেআইনি নির্মাণ নিয়ে নড়েচড়ে বসেছে কলকাতা পৌরনিগম ৷ এবার প্রায় নজিরবিহীন পদক্ষেপ নিলেন পৌরনিগমের কমিশনার ধবল জৈন ৷ ইতিমধ্যেই রাজ্যের ইন্সপেক্টর জেনারেল অব রেজিষ্ট্রেশন অ্যান্ড কমিশনার অব স্ট্যাম্প রেভিনিউকে (আইজিআর অ্যান্ড সিএসআর) একটি চিঠিও দিয়েছেন তিনি ৷ সেখানেই উল্লেখ করেছেন, যে কোনও বিল্ডিং, ফ্ল্যাট, দোকানের রেজিষ্ট্রেশন করার আগে সেই নির্মাণটির নকশা অনুমোদিত কি না এবং নির্মাণটি বৈধ না অবৈধ, তা খতিয়ে দেখতে হবে ।

শহর জুড়ে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বেআইনি বিল্ডিং, ফ্ল্যাট, গ্যারেজ আর কারখানা । অনেক ক্ষেত্রেই দেখা যায় সেই সমস্ত নির্মাণগুলি ইতিমধ্যেই কর মূল্যায়ন বিভাগের বিচারাধীন । সম্প্রতি গার্ডেনরিচ কাণ্ডের তদন্তে নেমে নেমে পৌরনিগমের হাতে আসে একাধিক বেআইনি নির্মাণের তথ্য ৷ সংশ্লিষ্ট এলাকার আশপাশের একাধিক বেআইনি নির্মাণের তথ্য সামনে এসেছে ৷ এরপরই কর মূল্যায়ন বিভাগকে নির্দেশ দেওয়া হয় কোনও নির্মাণ বেআইনি হলে সেই তথ্য আইটি (কর) বিভাগ মারফৎ পৌরনিগমের বিল্ডিং বিভাগকে দিতে হবে । বেআইনি নির্মাণ প্রমাণিত হলে সেটির মিউটেশন বা কর মূল্যায়ন বাতিলও করা হতে পারে ।

কলকাতা পৌরনিগম সূত্রে খবর, মেয়র ফিরহাদ হাকিমের নেতৃত্বে একটি বৈঠক হয় শহররে বেআইনি নির্মাণের পরিস্থিতি নিয়ে ৷ সেখানেই কর মূল্যায়ন বিভাগের তরফে উল্লেখ করা হয়, যে সমস্ত ফ্ল্যাট-বাড়ি, দোকান রেজিস্ট্রেশন করা হচ্ছে সেগুলির কর মূল্যায়ন না করলে আইনি জটিলতার সৃষ্টি হতে পারে । কারণ, সরকারের তরফে রেজিস্ট্রি হচ্ছে এবং ক্রেতা স্ট্যাম্প ডিউটি দিচ্ছেন । নিয়মানুযায়ী, সংশ্লিষ্ট বিল্ডিংয়ের নকশা অনুমোদনের আগেই রেজিস্ট্রেশন করা হয় ৷ কিন্তু কোনও কোনও অসাধু ব্যক্তি এই নিয়ম মানছেন না । নকশা অনুমোদনের পর রেজিস্ট্রেশন করছেন ৷ তাতেই সমস্যা দেখা দিয়েছে ৷ তাই এবার কঠোর পদক্ষেপ কলকাতা পৌরমিগমের ৷ রেজিস্ট্রেশনের আগেই যদি বিল্ডিং, ফ্ল্যাট বা দোকান বা প্রতিষ্ঠানের কাঠামো নকশা অনুমোদন আছে কিনা সেটা ও সেই অংশ বেআইনি নির্মাণ কিনা খতিয়ে দেখে নিতে হবে ৷ তবে বেআইনি নির্মাণ অনেকটাই ঠেকানো যাবে বলে মনে করা হচ্ছে ৷

ইতিমধ্যই সিসিএসসিকেও একটি চিঠি দেওয়া হয়েছে পৌরমিগমের পক্ষ থেকে ৷ পৌরমনিগমের কমিশনার সিইএসসি কর্তৃপক্ষকেও চিঠি দিয়ে বলেন, "নতুন সংযোগ দেওয়ার আগে ওই বিল্ডিং, ফ্ল্যাট বা দোকান , প্রতিষ্ঠানের নকশা অনুমোদন আছে কি না, সেটি আইনি না বেআইনি নির্মাণ, সেটা খতিয়ে দেখে নিতে হবে । এই ক্ষেত্রে কলকাতা পৌরনিগম সমস্ত তথ্য দিয়ে সাহায্য করবে সিসিএসসিকে ।

আরও পড়ুন:

  1. গার্ডেনরিচ কাণ্ড, অভিযুক্ত তিন ইঞ্জিনিয়ারকে সাময়িক অব্যাহতি
  2. গার্ডেনরিচ-চক্রান্তে যুক্ত পৌরনিগমের আধিকারিকরা, তাঁদের শাস্তি চাই: হাইকোর্ট
Last Updated : Apr 15, 2024, 10:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.