কলকাতা, 2 এপ্রিল: বউবাজারে বাড়ির দেওয়াল ভেঙে যাওয়ায় এবার শো-কজ করা হচ্ছে কলকাতা পৌরনিগমের অনুমোদিত এলবিএস এবং ইএসই-কে। নতুন বাড়ি তৈরির ক্ষেত্রে তাঁদের দায়িত্ব থাকে। তেমনি পুরনো বাড়ি ভাঙার ক্ষেত্রেও একইভাবে ওই আধিকারিকদের তত্ত্বাবধান করার কথা। তাই কাজে গাফিলতি হয়েছে বলেই মনে করছে কলকাতা কর্পোরেশনের বিল্ডিং বিভাগ।
মঙ্গলবার বউবাজার এলাকার 48 নম্বর ওয়ার্ডে রামকানাই অধিকারী লেনে য়েকশো বছরের পুরনো বাড়ির দেওয়াল ভেঙে পড়ে। এর পাশের লাগোয়া বাড়িটি ভেঙে প্রোমোটিং হচ্ছিল। সেই কাজ করতে গিয়েই ঘটে বিপর্যয়। বিকট শব্দ ও কম্পনে আতঙ্ক ছড়ায় আশপাশের বাড়ির বাসিন্দাদের মধ্যে। যদিও এদিনের ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি ৷
উল্লেখ্য, অনেকদিন আগেই বাড়ির লোকজন আশংকা প্রকাশ করে কাউন্সিলরের কাছে ও থানায় অভিযোগ জানিয়েছিলেন। প্রোমোটারকে এই নিয়ে আলোচনায় বসতে বললেও তিনি বসেননি বলে অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, নিয়ম মেনে বাড়িটি ভাঙা হচ্ছিল না। এরপরই ঘটনায় পদক্ষেপ করে কলকাতা কর্পোরেশন ৷
আরও পড়ুন: