ETV Bharat / state

হাইকোর্টের কিছু বিচারপতির পুলিশের উপর ভরসা নেই, বিস্ফোরক মন্তব্য ফিরহাদ হাকিমের

আরজি করে চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় বিচার মিলবে কি ? এই প্রশ্নের উত্তরেই হাইকোর্ট নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন কলকাতার মেয়র ৷

Firhad Hakim
হাইকোর্টের কিছু বিচারপতির পুলিশের উপর ভরসা নেই, বিস্ফোরক মন্তব্য ফিরহাদ হাকিমের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 12, 2024, 5:06 PM IST

কলকাতা, 12 নভেম্বর: আরজি কর-কাণ্ড নিয়ে এবার বিচারপতিদের নিশানা করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম । তাঁর কথায়, হাইকোর্টের কিছু বিচারপতি আছেন, যাঁরা পুলিশের উপর ভরসা রাখেন না । আরজি কর-কাণ্ডে কি মিলবে বিচার ? এই প্রশ্নের উত্তরেই বিতর্কিত মন্তব্য করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ।

আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার তিন মাসের বেশি অতিক্রান্ত হলেও এখনও বিচার মেলেনি বলেই দাবি আন্দোলনকারীদের । সকল দোষীদের গ্রেফতার ও কঠোর সাজা দেওয়ার পক্ষে লাগাতার আন্দোলন চালাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল ও জুনিয়র ডাক্তারদের সংগঠন । চলছে লাগাতার কর্মসূচি ।

হাইকোর্টের কিছু বিচারপতির পুলিশের উপর ভরসা নেই, বিস্ফোরক মন্তব্য ফিরহাদ হাকিমের (ইটিভি ভারত)

সেই আবহেই কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, "আমি বিশ্বাস করি এত বড় অন্যায়ের একমাত্র সাজা হল ফাঁসি । তার কারণ বিচারব্যবস্থা ধীর হলেও বিচার মানুষ পাবেন । কিন্তু যারা প্রথম দিন থেকে রাজনীতি করল, পুলিশের উপর ভরসা না-রেখে সিবিআই-সিবিআই করল আজ তারা কী বলবে ?’’

কলকাতার মেয়র আরও বলেন, ‘‘আমরা আজও বলছি প্রশাসন কখনোই অন্যায়ের কোনও প্রশ্রয় দেয় না । ফাঁসি হবেই । সব তথ্য তুলে সিবিআইকে দেওয়া হয়েছে পলিটিক্যাল কারণে কী বলবে সেটা আমি জানি না ।"

Firhad Hakim
কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (নিজস্ব চিত্র)

তিনি এর পরে মন্তব্য করেন, "আমার ব্যক্তিগত মতো ভারতের বিচারব্যবস্থায় অভিযুক্তের বলার অধিকার আছে । কলকাতা পুলিশ যে লাইন গিয়েছিল, সেটাই ঠিক লাইন ছিল । জোর করে কিছু লোক আছে যাদের অভ্যাস হাইকোর্টে যাওয়া । হাইকোর্টে কিছু সম্মানীয় বিচারপতি আছেন, যাঁরা পুলিশের উপর ভরসা রাখেন না ৷ তাই সিবিআই দিয়েছেন ।’’

তিনি আরও বলেন, ‘‘কিন্তু সিবিআই দিক আর পুলিশ দিক অপরাধ হল অপরাধ । এই অপরাধের সাজা মৃত্যু হওয়া উচিত । যে বিলটা আমরা পাস করলাম, রাষ্ট্রপতির কাছে আছে । বিলটা পাস হয়ে গেলে কোনও নারীর দিকে কুদৃষ্টিতে তাকাতে লোক ভয় পাবে ।"

কলকাতা, 12 নভেম্বর: আরজি কর-কাণ্ড নিয়ে এবার বিচারপতিদের নিশানা করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম । তাঁর কথায়, হাইকোর্টের কিছু বিচারপতি আছেন, যাঁরা পুলিশের উপর ভরসা রাখেন না । আরজি কর-কাণ্ডে কি মিলবে বিচার ? এই প্রশ্নের উত্তরেই বিতর্কিত মন্তব্য করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ।

আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার তিন মাসের বেশি অতিক্রান্ত হলেও এখনও বিচার মেলেনি বলেই দাবি আন্দোলনকারীদের । সকল দোষীদের গ্রেফতার ও কঠোর সাজা দেওয়ার পক্ষে লাগাতার আন্দোলন চালাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল ও জুনিয়র ডাক্তারদের সংগঠন । চলছে লাগাতার কর্মসূচি ।

হাইকোর্টের কিছু বিচারপতির পুলিশের উপর ভরসা নেই, বিস্ফোরক মন্তব্য ফিরহাদ হাকিমের (ইটিভি ভারত)

সেই আবহেই কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, "আমি বিশ্বাস করি এত বড় অন্যায়ের একমাত্র সাজা হল ফাঁসি । তার কারণ বিচারব্যবস্থা ধীর হলেও বিচার মানুষ পাবেন । কিন্তু যারা প্রথম দিন থেকে রাজনীতি করল, পুলিশের উপর ভরসা না-রেখে সিবিআই-সিবিআই করল আজ তারা কী বলবে ?’’

কলকাতার মেয়র আরও বলেন, ‘‘আমরা আজও বলছি প্রশাসন কখনোই অন্যায়ের কোনও প্রশ্রয় দেয় না । ফাঁসি হবেই । সব তথ্য তুলে সিবিআইকে দেওয়া হয়েছে পলিটিক্যাল কারণে কী বলবে সেটা আমি জানি না ।"

Firhad Hakim
কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (নিজস্ব চিত্র)

তিনি এর পরে মন্তব্য করেন, "আমার ব্যক্তিগত মতো ভারতের বিচারব্যবস্থায় অভিযুক্তের বলার অধিকার আছে । কলকাতা পুলিশ যে লাইন গিয়েছিল, সেটাই ঠিক লাইন ছিল । জোর করে কিছু লোক আছে যাদের অভ্যাস হাইকোর্টে যাওয়া । হাইকোর্টে কিছু সম্মানীয় বিচারপতি আছেন, যাঁরা পুলিশের উপর ভরসা রাখেন না ৷ তাই সিবিআই দিয়েছেন ।’’

তিনি আরও বলেন, ‘‘কিন্তু সিবিআই দিক আর পুলিশ দিক অপরাধ হল অপরাধ । এই অপরাধের সাজা মৃত্যু হওয়া উচিত । যে বিলটা আমরা পাস করলাম, রাষ্ট্রপতির কাছে আছে । বিলটা পাস হয়ে গেলে কোনও নারীর দিকে কুদৃষ্টিতে তাকাতে লোক ভয় পাবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.