কলকাতা, 12 নভেম্বর: আরজি কর-কাণ্ড নিয়ে এবার বিচারপতিদের নিশানা করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম । তাঁর কথায়, হাইকোর্টের কিছু বিচারপতি আছেন, যাঁরা পুলিশের উপর ভরসা রাখেন না । আরজি কর-কাণ্ডে কি মিলবে বিচার ? এই প্রশ্নের উত্তরেই বিতর্কিত মন্তব্য করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ।
আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার তিন মাসের বেশি অতিক্রান্ত হলেও এখনও বিচার মেলেনি বলেই দাবি আন্দোলনকারীদের । সকল দোষীদের গ্রেফতার ও কঠোর সাজা দেওয়ার পক্ষে লাগাতার আন্দোলন চালাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল ও জুনিয়র ডাক্তারদের সংগঠন । চলছে লাগাতার কর্মসূচি ।
সেই আবহেই কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, "আমি বিশ্বাস করি এত বড় অন্যায়ের একমাত্র সাজা হল ফাঁসি । তার কারণ বিচারব্যবস্থা ধীর হলেও বিচার মানুষ পাবেন । কিন্তু যারা প্রথম দিন থেকে রাজনীতি করল, পুলিশের উপর ভরসা না-রেখে সিবিআই-সিবিআই করল আজ তারা কী বলবে ?’’
কলকাতার মেয়র আরও বলেন, ‘‘আমরা আজও বলছি প্রশাসন কখনোই অন্যায়ের কোনও প্রশ্রয় দেয় না । ফাঁসি হবেই । সব তথ্য তুলে সিবিআইকে দেওয়া হয়েছে পলিটিক্যাল কারণে কী বলবে সেটা আমি জানি না ।"
তিনি এর পরে মন্তব্য করেন, "আমার ব্যক্তিগত মতো ভারতের বিচারব্যবস্থায় অভিযুক্তের বলার অধিকার আছে । কলকাতা পুলিশ যে লাইন গিয়েছিল, সেটাই ঠিক লাইন ছিল । জোর করে কিছু লোক আছে যাদের অভ্যাস হাইকোর্টে যাওয়া । হাইকোর্টে কিছু সম্মানীয় বিচারপতি আছেন, যাঁরা পুলিশের উপর ভরসা রাখেন না ৷ তাই সিবিআই দিয়েছেন ।’’
তিনি আরও বলেন, ‘‘কিন্তু সিবিআই দিক আর পুলিশ দিক অপরাধ হল অপরাধ । এই অপরাধের সাজা মৃত্যু হওয়া উচিত । যে বিলটা আমরা পাস করলাম, রাষ্ট্রপতির কাছে আছে । বিলটা পাস হয়ে গেলে কোনও নারীর দিকে কুদৃষ্টিতে তাকাতে লোক ভয় পাবে ।"